ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেম কি? এর প্রকারভেদ, প্রয়োজনীয়তা, সুবিধা ও অসুবিধা

ওয়ারলেস কমিউনিকেশন সিস্টেম (Wireless Communication System)

আজকের এই পোস্টে আমরা আলোচনা করবো ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেম কি বা কাকে বলে? ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেম কত প্রকার ও কী কী? ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেম এর প্রয়োজনীতা, ব্যবহার, সুবিধা ও অসুবিধা। তাহলে চলুন শুরু করি।

ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেম কাকে বলে?

কোনো প্রকার ক্যাবল বা তার বিহীন তথ্য আদান-প্রদান তথা যোগাযোগ করার পদ্ধতিকে ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেম বলে। ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেম এর মাধ্যমে এক জায়গা থেকে অন্য জায়গায় খুব সহজেই যোগাযোগ করা যায়।

 

আরও পড়ুন:

মোবাইল ফোন কি? মোবাইল ফোনের জনক, বৈশিষ্ট্য, সুবিধা ও অসুবিধা

কম্পিউটার কাকে বলে? কম্পিউটারের বৈশিষ্ট্য, প্রকারভেদ ও ব্যবহার

ই মেইল কি বা কাকে বলে? ইমেইল এর সুবিধা ও অন্যান্য তথ্য

 

ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেম এর প্রয়োজনীয়তা

  • যে সকল জায়গায় ক্যাবলের মাধ্যমে যোগাযোগ করা সম্ভব নয় সেসব জায়গায় যোগাযোগ স্থাপনে ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেম ব্যবহৃত হয়।
  • নেটওয়ার্ক কভারেজের মধ্যে চলমান কোন ব্যক্তির ডেটা কমিউনিকেশন করার দরকার হলে ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেমের মাধ্যমেই যোগাযোগ স্থাপন করতে হয়।
  • যে সকল জায়গায় দ্রুত যোগাযোগ স্থাপন দরকার হয় (দুর্যোগ, যুদ্ধক্ষেত্র ইত্যাদি) সেসকল জায়গায় ওয়্যারলেস কমিউনিকেশন বেশি উপযোগী।
  • যে কোন দেশের গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা ক্ষেত্রে ওয়্যারলেস কমিউনিকেশন ব্যবহার করা হয়।
  • রেডিও, টেলিভিশনের ব্রডকাস্টিং করতে ওয়্যারলেস কমিউনিকেশন ব্যবহৃত হয়।
  • যে কোন জায়গা থেকে লাইভ ভিডিও সম্প্রচার করতে এবং ইন্টারনেট সুবিধা পেতে ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেম ব্যবহার করা হয়।
  • ওয়্যারলেস এনার্জি ট্রান্সফারে ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেম ব্যবহার করা হয়।
  • ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেমের বড় উদাহরণ হচ্ছে সেলুলার টেলিফোন ও মডেমসমূহ |

ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেম কত প্রকার ও কী কী? (Different types of Wireless Communication System)

ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেম সাধারণত ৪টি প্রকার। যথা-

  • ওয়্যারলেস প্যান (Wireless Personal Area Network – WPAN).
  • ওয়্যারলেস ল্যান (Wireless Local Area Network – WLAN).
  • ওয়্যারলেস ম্যান (Wireless Metropolitan Area Network WMAN).
  • ওয়্যারলেস ওয়ান (Wireless Wide Area Network WWAN).

 

ওয়্যারলেস প্যান

ওয়্যারলেস প্যান কাকে বলে? (What is Wireless Personal Area Network?)

অপেক্ষাকৃত কম দূরত্বে অর্থ্যাৎ একজন ব্যক্তির হাতের কাছে অবস্থিত বিভিন্ন ডিভাইসের মধ্যে ক্যাবল বা তারহীন নেটওয়ার্ক ব্যবস্থাকে ওয়্যারলেস পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক বা WPAN বলে। Mobile Phone, Pda, Note Book, Laptop, Printer, Mouse, Projector ইত্যাদি ডিভাইস নিয়ে গঠিত কমিউনিকেশন ব্যবস্থাই হল WPAN এর উদাহরণ।

 

ওয়্যারলেস ল্যান

ওয়্যারলেস ল্যান কাকে বলে? (What is Wireless Local Area Network?)

একটি নির্দিষ্ট দূরত্বের মধ্যে অবস্থিত দুই বা ততোধিক ডিভাইসের মধ্যে ক্যাবল বা তারবিহীন নেটওয়ার্ক ব্যবস্থাকে ওয়্যারলেস ল্যান বা ওয়্যারলেস লোকাল এরিয়া নেটওয়ার্ক বলে। ওয়্যারলেস ল্যান সংযোগের জন্য সংযোগকারী ডিভাইসগুলোর মধ্যে ওয়াই-ফাই (Wi-Fi) প্রযুক্তি ব্যবহৃত হয়। বর্তমান সময়ে মানুষের বাসা বাড়িতে ও ছোট প্রতিষ্ঠান ওয়্যারলেস ল্যান ব্যবহৃত হচ্ছে।

 

ওয়্যারলেস ম্যান

ওয়্যারলেস ম্যান কাকে বলে? (What is Wireless Metropolitan Area Network?)

সাধারণত কোন শহরের নির্দিষ্ট কোন এলাকার মধ্যে বিস্তৃত ক্যাবল বা তারহীন নেটওয়ার্ক ব্যবস্থাকে ওয়্যারলেস ম্যান বা ওয়্যারলেস মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক বলে। যেমন: ওয়াইম্যাক্স (WiMAX) প্রযুক্তি।

 

ওয়্যারলেস ওয়ান

ওয়্যারলেস ওয়ান কাকে বলে? (What is Wireless Wide Area Network?)

কোন বৃহৎ বিস্তৃত এরিয়ার মধ্যে ক্যাবল বা তারহীন নেটওয়ার্ক ব্যবস্থাকে ওয়্যারলেস ওয়ান বা ওয়্যারলেস ওয়াইড এরিয়া নেটওয়ার্ক বলে । এ ধরনের নেটওয়ার্ক প্রধানত বৃহৎ প্রতিষ্ঠান বা পাবলিক ইন্টারনেট অ্যাকসেস সিস্টেমে ব্যবহার হয়।

 

আরও পড়ুন:

জিএসএম কি বা কাকে বলে? জিএসএম এর বৈশিষ্ট, সুবিধা-অসুবিধা

সিডিএমএ কি বা কাকে বলে? সিডিএমএ এর বৈশিষ্ট, সুবিধা-অসুবিধা

জিএসএম ও সিডিএমএ এর মধ্যে পার্থক্য কী?

 

ওয়্যারলেস কমিউনিকেশন প্রযুক্তির উদাহরণ

  • রেডিও কমিউনিকেশন সিস্টেম।
  • সেলুলার নেটওয়ার্ক।
  • কর্ডলেস টেলিফোন।
  • রিমোট কন্ট্রোল।
  • ওয়্যারলেস সেন্সর নেটওয়ার্ক।
  • ওয়্যারলেস ইউএসবি।
  • ওয়্যারলেস মাইক্রোফোন।
  • ব্লুটুথ, Wi-Fi ইত্যাদি।

 

 

ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেমের সুবিধা

  • ক্যাবল বা তার মাধ্যমের দূরত্বগত সীমাবদ্ধতা রয়েছে। তবে, ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেম ব্যবহারের মাধ্যমে খুব সহজেই এ সমস্যার সমাধান করা য়ায়।
  • ডেটা সঞ্চালনের পথে কোন ধরনের বাঁধা থাকলে ওয়্যারলেস কমিউনিকেশন বেশি সুবিধাজনক।
  • বহনযোগ্য বা স্থানান্তরযোগ্য ডিভাইস ব্যবহারের ক্ষেত্রে ওয়্যারলেস কমিউনিকেশন বেশি সুবিধাজনক।
  • ওয়্যারলেস কমিউনিকেশন নেটওয়ার্ক স্থাপন পদ্ধতি ক্যাবল বা তার মাধ্যমের তুলনায় অনেক সহজ ও ঝামেলামুক্ত।

 

আরও পড়ুন:

ভার্চুয়াল রিয়েলিটি কি? কীভাবে কাজ করে, প্রাত্যহিক জীবনে এর ব্যবহার

কৃত্রিম উপগ্রহ কি বা কাকে বলে? কৃত্রিম উপগ্রহের প্রকারভেদ ও ব্যবহার

 

ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেমের অসুবিধা

  • অনেক সময় ডেটা চলাচলের ক্ষেত্রে ওয়্যারলেস কমিউনিকেশন প্রতিবন্ধকতা সৃষ্টি করে।
  • ডেটা চলাচলে কোন প্রতিবন্ধকতা বা বাঁধা থাকলে নেটওয়ার্কের দক্ষতা কমে যায়।
  • অনাকাঙ্খিত ব্যবহারকারী কর্তৃক আক্রমনের শঙ্কা থাকে।
  • ক্যাবল বা তারযুক্ত নেটওয়ার্কের তুলনায় ওয়্যারলেস কমিউনিকেশনের গতি কম।
  • জীববৈচিত্রের জন্য ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেমে ব্যবহৃত প্রযুক্তি হুমকিস্বরূপ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button