পরিবেশ কাকে বলে? পরিবেশ কত প্রকার ও কি কি?

প্রাকৃতিক ও সামাজিক পরিবেশ কাকে বলে?

পরিবেশ

পরিবেশ কাকে বলে?

আমাদের চারপাশে যা কিছু আছে তাই আমাদের পরিবেশ। অথ্যাৎ মাটি,পানি,বায়ু, গাছপালা, পশুপাখি, জীবজন্তু, আকাশ ইত্যাদি সবই আমাদের পরিবেশ । তবে, পরিবেশের প্রধান তিনটি উপাদান রয়েছে। সেগুলো হলো- মাটি,পানি ও বায়ু।

পরিবেশ সম্পর্কে মাসটন বেটস বলেছেন, পরিবেশ হলো সেসব বাহ্যিক অবস্থার সমষ্টি যা জীবনের বৃদ্ধি ও সমৃদ্ধিকে প্রভাবিত করে ।

মনোবিজ্ঞানী বোরিং, লংফিল্ড এবং ওয়েল্ড এর মতে,  জিন ব্যতীত যা কিছু ব্যক্তির উপর প্রভাব ফেলে , তাই হলো পরিবেশ।

 

পরিবেশ কত প্রকার ও কি কি?

উপাদান অনুযায়ী পরিবেশকে ২ ভাগে ভাগ করা যায়। যথা-

ক) প্রাকৃতিক / ভৌত পরিবেশ ।

খ) সামাজিক পরিবেশ বা কৃত্রিম পরিবেশ বা মানুষের তৈরি পরিবেশ।

 

প্রাকৃতিক পরিবেশ কাকে বলে?

আমাদের চারপাশে প্রকৃতিক যেসব উপাদান রয়েছে, সেসব উপাদান নিয়ে প্রাকৃতিক পরিবেশ সৃষ্টি হয়েছে। প্রাকৃতিক পরিবেশ মানুষ সৃষ্টি করতে পারেনা। ইহা মহান আল্লার সৃষ্টি। মানুষ ও প্রাণী প্রাকৃতিক পরিবেশের উপাদান ছাড়া বাঁচতে পারে না।

প্রাকৃতিক পরিবেশের উদাহরণ- মানুষ. মাটি, পানি, বাতাস, আগুন, পশু পাখি, জীবযন্তু, নদী, সাগর ইত্যাদি।

 

সামাজিক পরিবেশ বা কৃত্রিম পরিবেশ বা মানুষের তৈরি পরিবেশ কাকে বলে?

যে পরিবেশ প্রাকৃতিকভাবে সৃষ্ট নয়। যে পরিবেশ মানুষ সৃষ্টি করেছে তাই সামাজিক পরিবেশ। মানুষের তৈরি উপাদান নিয়ে এ পরিবেশ সৃষ্টি হয়।

সামাজিক পরিবেশের উদাহরণ- ঘর-বাড়ি,রাস্তা-ঘাট, কাপড়-চোপড়, বাস,ট্রেন,নৌকা ইত্যাদি।

 

পরিবেশের গুরুত্ব

ক) জীবনযাপনের জন্য পরিবেশের গুরুত্ব অপরিসীম।

খ) পরিবেশ আমাদের জীবন যাত্রার মানকে প্রভাবিত করে। এরফলে আমাদের জীবন যাত্রার মান সহজ সরল হয়।

গ) প্রকৃতি থেকে আমরা অনেক উপকারী জিনিস পাই যা আমাদের বেঁচে থাকতে সাহায্য করে।

ঘ) প্রকৃতি থেকে ওষুধ পাই যা আমাদের খুব উপকারে আসে।

ঙ) জলবায়ু নিয়ন্ত্রণে পরিবেশ বড় ভূমিকা পালন করে।

চ) স্বাস্থ্যকর জীবনযাপনের জন্য পরিবেশের গুরুত্ব তুলনাহীন।

আমাদের পিডিএফ বই কালেকশান গুলো পেতে 

###

 

আশা করি এ পোস্ট থেকে আমরা পরিবেশ কাকে বলে? পরিবেশ কত প্রকার ও কি কি জানতে পেরেছি। পোস্টটি ভালো লাগলে সবার সাথে শেয়ার করবেন। ধন্যবাদ।

 

People are also searching this post as: পরিবেশ কাকে বলে কত প্রকার ও কি কি, পরিবেশ কাকে বলে? কত প্রকার ও কি কি, পরিবেশ কাকে বলে ও কি কি? পরিবেশ কাকে বলে ব্যাখ্যা কর, প্রাকৃতিক ও সামাজিক পরিবেশ কাকে বলে, প্রাকৃতিক পরিবেশ কাকে বলে, সামাজিক পরিবেশ কাকে বলে ইত্যাদি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button