চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি ২০২২-২৩ | চবি ভর্তি সার্কুলার ২০২৩

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি সার্কুলার ২০২৩

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি সার্কুলার ২০২২-২৩। চবি ভর্তি সার্কুলার ২০২৩ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক অফিশিয়াল ওয়েবসাইট admission.cu.ac.bd এ প্রকাশ করা হবে। সবুজ পাহাড়ে ঘেরা এ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চাইলে সবার আগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা সম্পর্কে জানা জরুরী। আজকের এই পোস্টে আমরা চবি ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩ নিয়ে বিস্তারিত আলোচনা করবো।

প্রতিবছর ভর্তি বিজ্ঞপ্তি প্রায় একই রকম থাকে। তাই, চবি ভর্তি বিজ্ঞপ্তি ২০২২ একনজরে দেখে নিলে চবি ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩ সম্পর্কে ভালো ধারণা পাওয়া যাবে।

 

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় র‍্যাংকিং কেমন

দেশের রেংকিং এ সর্বোচ্চ পর্যায়ে থাকা বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অন্যতম। এইচএসসি পরীক্ষা দেওয়ার পর অনেক শিক্ষার্থীর স্বপ্ন থাকে এ বিশ্ববিদ্যালয়টিতে পড়ার। কিন্তু এ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা সম্পর্কে জ্ঞান না থাকার কারণে অনেকে অনেক ভালো প্রস্তুতি নেওয়ার পরেও এ বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ হয় না।

 

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা ২০২৩

  • প্রতিষ্ঠানের নাম- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
  • আবেদনের পদ্ধতি- অনলাইন।
  • ভর্তির আবেদন শুরু-  প্রকাশিত হয়নি।
  • ভর্তি আবেদন শেষ- প্রকাশিত হয়নি।
  • চূড়ান্ত আবেদন ফি- প্রকাশিত হয়নি।
  • ভর্তি পরিক্ষার তারিখ- প্রকাশিত হয়নি।
  • প্রবেশপত্র ডাউনেলোড শেষ তারিখ- প্রকাশিত হয়নি।
  • ভর্তি পরীক্ষার ওয়েবসাইট- admission.cu.ac.bd
  • ভর্তি পরীক্ষার আবেদন লিংক- admission.cu.ac.bd

 

আরও পড়ুন: মেডিকেল ভর্তি বিজ্ঞপ্তি ২০২২-২৩

 

চবি ইউনিট পরিচিতি

  • এ ইউনিট- সকল বিজ্ঞান ও জীববিজ্ঞান বিভাগ / ইনস্টিটিউট।
  • বি ইউনিট-  কলা ও মানবিক অনুষদ।
  • সি ইউনিট- বিজনেস স্টাডিজ অনুষদ।
  • ডি ইউনিট- সামাজিক বিজ্ঞান অনুষদের সকল বিভাগ।
  • বি-১ ইউনিট-  উপ-ইউনিট
  • ডি-১ ইউনিট- উপ-ইউনিট।

চবি ভর্তি সার্কুলার ২০২৩ পরীক্ষার তারিখ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা ২০২২-২৩ এর তারিখ এখনো প্রকাশিত হয়নি। প্রকাশিত হলেই তারিখ আপডেট করা হবে।

ইউনিট তারিখ
বি ইউনিট
ডি ইউনিট
এ ইউনিট
সি ইউনিট
বি-১ উপ-ইউনিট
ডি-১ উপ-ইউনিট

 

বি-১ ও ডি-১ উপ-ইউনিটের ব্যবহারিক পরীক্ষার তারিখসমূহ

চারুকলা ইন্সটিটিউট
নাট্যকলা বিভাগ
সংগীত বিভাগ
ফিজিকাল এডুকেশন এন্ড স্পোর্টস সায়েন্স বিভাগ

চবি ভর্তি পরীক্ষার আবেদন যোগ্যতা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি সার্কুলার ২০২২-২৩ এ আবেদন করতে হলে ভর্তিচ্ছু শিক্ষার্থীকে অবশ্যই ২০২১ সালে এইচএসসি বা সমমান এবং ২০১৯ সালে এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং নিন্মোক্ত যোগ্যতা থাকতে হবে।

ইউনিট চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এ ইউনিট ভর্তি হতে হলে ভর্তিচ্ছূ শিক্ষার্থীর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় মোট জিপিএ ৮.০০ থাকতে হবে  এবং উভয় পরীক্ষায় পৃথকভাবে অবশ্যই ৪.০০ পেতে হবে।

 

বি বি ইউনিট:

বিজ্ঞান বিভাগ– ভর্তিচ্ছূ শিক্ষার্থীর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় মোট জিপিএ ৮.০০ থাকতে হবে  এবং উভয় পরীক্ষায় পৃথকভাবে অবশ্যই ৩.৫০ পেতে হবে।

 

মানবিক বিভাগ– ভর্তিচ্ছূ শিক্ষার্থীর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় মোট জিপিএ ৭.৫০ থাকতে হবে  এবং উভয় পরীক্ষায় পৃথকভাবে অবশ্যই ৩.০০ পেতে হবে।

 

ব্যবসায় শিক্ষা বিভাগ- ভর্তিচ্ছূ শিক্ষার্থীর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় মোট জিপিএ ৮.০০ থাকতে হবে  এবং উভয় পরীক্ষায় পৃথকভাবে অবশ্যই ৩.৫০ পেতে হবে।

 

সি ইউনিট– ভর্তিচ্ছূ শিক্ষার্থীর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় মোট জিপিএ ৮.০০ থাকতে হবে  এবং উভয় পরীক্ষায় পৃথকভাবে অবশ্যই ৩.৫০ পেতে হবে।

 

ডি ইউনিট-  ভর্তিচ্ছূ শিক্ষার্থীর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় মোট জিপিএ ৮.০০ থাকতে হবে  এবং উভয় পরীক্ষায় পৃথকভাবে অবশ্যই ৩.৫০ পেতে হবে।

 

ডি ১ সাব ইউনিট- ভর্তিচ্ছূ শিক্ষার্থীর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় মোট জিপিএ ৬.০০ থাকতে হবে  এবং উভয় পরীক্ষায় পৃথকভাবে অবশ্যই ২.৫০ পেতে হবে।

সকল বিশ্ববিদ্যালয় ভর্তি সার্কুলার ২০২১-২২ দেখুন 

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার মানবন্টন ২০২৩

মোট ১২০ নম্বরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। তার মধ্যে- বহুনির্বাচনী (MCQ) পদ্ধতিতে ১০০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এছাড়া, এসএসসি বা সমমান ও এইচএসসি বা সমমান পরীক্ষায় থাকবে ২০ নম্বর।

চবি এ ইউনিট মানবন্টন

  • বাংলা — ১০ নম্বর।
  • ইংরেজি — ১৫ নম্বর।
  • গনিত — ২৫ নম্বর।
  • রসায়ন — ২৫ নম্বর।
  • পদার্থ — ২৫ নম্বর।
  • জীববিজ্ঞান — ২৫ নম্বর।

পদার্থবিদ্যা, রসায়ন, গণিত, জীববিদ্যা এই ৪টি বিষয়ের মধ্যে যে কোন ৩টি বিষয়ের উত্তর দিলেই হবে।

ভর্তি পরীক্ষার পাশ নম্বর হলো ৪০। তার মধ্যে- বাংলায় ন্যূনতম ৩, ইংরেজিতে ৪ নম্বর পেতে হবে। প্রতিটি ভুল উত্তরের জন্য কাটা যাবে ০.২৫ নম্বর।

 

বি ইউনিট মানবন্টন

  • বাংলা কিংবা ঐচ্ছিক ইংরেজি – ৩৫ নম্বর।
  • ইংরেজি — ৩৫ নম্বর।
  • সাধারণ জ্ঞান — ৩০ নম্বর।

ভর্তি পরীক্ষার পাশ নম্বর হলো ৪০। প্রতিটি ভুল উত্তরের জন্য কাটা যাবে ০.২৫ নম্বর।

বি-১ ইউনিট মানবন্টন

  • বাংলা কিংবা ঐচ্ছিক ইংরেজি — ৩৫ নম্বর।
  • ইংরেজি — ৩৫ নম্বর
  • সাধারণ জ্ঞান — ৩০ নম্বর

ভর্তি পরীক্ষার পাশ নম্বর হলো ৪০। প্রতিটি ভুল উত্তরের জন্য কাটা যাবে ০.২৫ নম্বর।

সি ইউনিট মানবন্টন

  • ইংরেজি — ৩০ নম্বর।
  • হিসাববিজ্ঞান — ৩৫ নম্বর।
  • ব্যবসায় নীতি ও প্রয়োগ — ৩৫ নম্বর।

ভর্তি পরীক্ষার পাশ নম্বর হলো ৪০। প্রতিটি ভুল উত্তরের জন্য কাটা যাবে ০.২৫ নম্বর।

ডি ইউনিট মানবন্টন

  • বাংলা কিংবা ঐচ্ছিক ইংরেজি — ৩০ নম্বর।
  • ইংরেজি — ৩০ নম্বর।
  • সাধারণ জ্ঞান/গণিত/অর্থনীতি — ২০ নম্বর।
  • বিশ্লেষণ দক্ষতা — ২০ নম্বর।

ভর্তি পরীক্ষার পাশ নম্বর হলো ৪০। প্রতিটি ভুল উত্তরের জন্য কাটা যাবে ০.২৫ নম্বর।

ডি-১ ইউনিট মানবন্টন

  • বাংলা বা ঐচ্ছিক ইংরেজি — ৩৫ নম্বর।
  • ইংরেজি — ৩০ নম্বর।
  • সাধারণ জ্ঞান — ৩৫ নম্বর।

ভর্তি পরীক্ষার পাশ নম্বর হলো ৪০। প্রতিটি ভুল উত্তরের জন্য কাটা যাবে ০.২৫ নম্বর।

 

পরীক্ষার সময় যা যা আনতে হবে

  • ভর্তি পরীক্ষার প্রবেশপত্র (২ কপি)।
  • প্রার্থীর দুই কপি পাসপোর্ট সাইজের ছবি (সত্যায়িত)।
  • এইচএসসি পরীক্ষার মূল রেজিষ্ট্রেশন কার্ড।
  • কোন প্রকার ক্যালকুলেটর, ঘড়ি কিংবা ইলেক্ট্রক্যাল ডিভাইস পরীক্ষার হলে আনা যাবে না।

 

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি আবেদন প্রক্রিয়া

অনলাইনে আবেদন প্রক্রিয়া

ভর্তিচ্ছু শিক্ষার্থীকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক অফিশিয়াল ওয়েবসাইটের মাধ্যমে (http://admission.cu.ac.bd) আবেদন করতে হবে। এ ওয়েবসাইটে প্রবেশের পর একজন প্রার্থী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সকল ইউনিটের ভর্তি সংক্রান্ত নোটিশসহ ভর্তি প্রক্রিয়ার বিস্তারিত বিবরণ দেখতে পাবেন।  আবেদনের আগে একজন প্রার্থীকে অবশ্যই এ নির্দেশনাগুলো দেখে নেওয়া জরুরী।  যেভাবে আবেদন করবেন-

  • ভর্তি ওয়েবসাইটে প্রবেশের পর Register বাটনে ক্লিক করতে হবে।
  • তারপর আবেদনকারীর এইচএসসি বা সমমান পরীক্ষার রোল, পাশের সাল ও বোর্ডের নাম দিয়ে সঠিকভাবে ফরম পূরণ করে Submit বাটনে ক্লিক করতে হবে।
  • আবেদনকারীর সকল তথ্য ঠিক থাকলে প্রার্থীকে পরবর্তী পেজে নিয়ে যাওয়া হবে এবং প্রার্থীর মোবাইল নম্বর চাওয়া হবে। প্রার্থীর মোবাইল নম্বর সঠিকভাবে দিয়ে ‘Submit বাটনে ক্লিক করলে আবেদনকারীর মােবাইলে একটি “Confirmation Code” যাবে।
  • এ কোডটি দেওয়ার জন্য একটি বক্স আসবে। সে বক্সে কোডটি দিলে আবেদনের মূল পেইজে নিয়ে যাওয়া হবে।
  • তারপর আবেদনকারীর একটি Profile তৈরি হবে এবং সেখানে আবেদনকারীর এসএসসি বা সমমান ও এইচএসসি বা সমমান পরীক্ষার তথ্যাবলি প্রদর্শিত হবে।
  • আবেদনকারীর যদি কোন কোটা থাকলে এ পূর্বে কোটা সংযুক্ত করতে হবে। কোটা নির্বাচনের জন্য একাধিক অপশন দেওয়া থাকবে।
  • আবেদনকারীকে তার Profile এর নির্দিষ্ট অংশে গিয়ে সঠিক মাপের ফরমাল ছবি আপ দিতে হবে। ছবি আপ দেওয়ার আগে ছবির মাপ ও নির্দেশনা ওয়েবসাইট থেকে জেনে নিতে হবে।  কোন সমস্যা হলে হেল্পডেক্সে যোগাযোগ করতে হবে।
  • তারপর Application অপশনে ক্লিক করে  Units/sub-Units অপশন সিলেক্ট করে কোন কোন ইউনিট/উপ-ইউনিটে আবেদন করতে চান সেগুলো দেখানো হবে। সবকিছু ঠিকঠাক থাকলে সবকিছু পূরণ করে সাবমিট বাটনে ক্লিক করলেই আবেদন শেষ।

 

আবেদন ফি পরিশোধের নিয়মালী

ভর্তি আবেদনের আগে জানানো হবে।

 

 

বিশ্ববিদ্যালয় ভর্তি সহায়ক অন্যান্য বই ডাউনলোড করুন এখান থেকে

#####

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button