বরিশাল বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি ২০২০-২১

২০২০২১ শিক্ষাবর্ষের বরিশাল বিশ্বিবিদ্যালয়ের (ববি) ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বরিশাল বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি ২০২০২১ বরিশাল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (https://admission.bu.ac.bd) এ প্রকাশ করা হয়। আজ আমরা এই পোস্টের মাধ্যমে বরিশাল বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি ২০২০২১ সার্কুলার সম্পর্কে বিস্তারিত জানানোর চেষ্টা করবো।

 

বরিশাল বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি ২০২০২১

ববি ভর্তি বিজ্ঞপ্তি ২০২০-২১

প্রতিষ্ঠানের নাম- বরিশাল বিশ্ববিদ্যালয়

ভর্তি আবেদন শুরু- ১৯/১১/২০২১

ভর্তি আবেদন শেষ- ৩০/১১/২০২১

ভর্তি আবেদন লিংক- admission.bu.ac.bd

ভর্তি আবেদন ফি- ৫০০টাকা।

ক্লাশ শুরু : ২৩/০১/২০২২

ভর্তি আবেদনের নূন্যতম যোগ্যতা

ক) ২০১৬ বা তার পরবর্তিতে এসসসি বা সমমান পাশ।

খ) ২০১৯ বা ২০২০ সালে এইচএসসি বা সমমান পাশ।

 

অন্যান্য যোগ্যতা:

A ইউনিট (বিজ্ঞান শাখা)- বরিশাল বিশ্ববিদ্যালয়ের ক ইউনিটে ভর্তি হতে হলে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৩.৫০ সহ সর্বমোট জিপিএ কমপক্ষে ৮.০০ থাকতে হবে (চতুর্থ বিষয় সহ)।

B ইউনিট (মানবিক শাখা)- বরিশাল বিশ্ববিদ্যালয়ের খ ইউনিটে ভর্তি হতে হলে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৩.০০ সহ সর্বমোট জিপিএ কমপক্ষে ৬.০০ থাকতে হবে (চতুর্থ বিষয় সহ)।

C ইউনিট (বাণিজ্য শাখা)– বরিশাল বিশ্ববিদ্যালয়ের খ ইউনিটে ভর্তি হতে হলে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৩.০০ সহ সর্বমোট জিপিএ কমপক্ষে ৬.৫০ থাকতে হবে (চতুর্থ বিষয় সহ)।

ভর্তি পরীক্ষার সময়সূচী

ভর্তি ইউনিট

তারিখ

সময়

A ইউনিট (বিজ্ঞান শাখা) 

১৭/১০/২০২১    

দুপুর ১২টা – ১টা

B ইউনিট (মানবিক শাখা) 

২৪/১০/২০২১    

দুপুর ১২টা – ১টা

C ইউনিট (বাণিজ্য শাখা) 

১/১১/২০২১      

দুপুর ১২টা – ১টা

 

ভর্তির প্রাথমিক যোগ্যতা

ক) আবেদনকারীকে ২০২১-২১ শিক্ষাবর্ষে GST গুচ্ছভুক্ত স্নাতক সম্মান প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় ফলাফল প্রাপ্ত হতে হবে।

খ) ভর্তি সংক্রান্ত বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের নির্দেশনা অনুযায়ী অনলাইনে আবেদন করতে হবে।

গ) ভর্তি পরীক্ষার সময়সীমা ১৯ নভেম্বর ২০২১ থেকে ৩০ নভেম্বর ২০২১ পর্যন্ত।

 

বরিশাল বিশ্বিবিদ্যালয়ের বিভিন্ন ইউনিটে আসন সংখ্যা

 

A ইউনিট (বিজ্ঞান শাখা)  – ৭২৬

B ইউনিট (মানবিক শাখা)  – ৩৯৮

C ইউনিট (বাণিজ্য শাখা)  – ৩১৬

 

যে কোন প্রয়োজনে ফোন করুনঃ

A ইউনিট (বিজ্ঞান শাখা)  – ০১৮৪৬০৫৪৬৪১
B ইউনিট (মানবিক শাখা)  – ০১৮৪৬০৫৪৬৪২
C ইউনিট (বাণিজ্য শাখা)  – ০১৮৪৬০৫৪৬৪৩

 

বরিশাল বিশ্ববিদ্যালয় সর্বশেষ ভর্তি সার্কুলার ২০২০-২১

২০২০-২১ শিক্ষাবর্ষের বরিশাল বিশ্বিবিদ্যালয়ের (ববি) ভর্তি বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৯শে নভেম্বর ২০২১ তারিখে বরিশাল বিশ্ববিদ্যালয় ভর্তি প্রক্রিয়া শুরু হবে এবং এবং ৩০শে নভেম্বর ২০২১ তারিখে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রক্রিয়া শেষ হবে। ববি ভর্তি বিজ্ঞপ্তি ২০২০-২১ সার্কুলার ডাউনলোড করতে চাইলে নিচের ‘ববি ভর্তি বিজ্ঞপ্তি’ বাটনে ক্লিক করে ডাউনলোড করে নিন।

 

 

ববি ভর্তি বিজ্ঞপ্তি ডাউনলোড 

ভর্তি বিজ্ঞপ্তি -

ভর্তি নির্দেশিকা-

ভর্তির শর্তাবলী -

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button