য-ফলা, র-ফলা ও ল-ফলা উচ্চারণের ৫টি নিয়ম

য-ফলা, র-ফলা ও ল-ফলা উচ্চারণের নিয়ম

য-ফলা, র-ফলা ও ল-ফলা উচ্চারণের নিয়ম

উত্তর :

১. আদ্যবর্ণে য-ফলা যুক্ত হলে বর্ণটি অ-কারান্ত বা আ-কারান্ত হলে উচ্চারণ ‘অ্যা-কারান্ত হয়ে যায়। যেমন- ব্যবহার (ব্যাবোহার), ব্যথা (ব্যাথ্যা, ন্যায় (ন্যায়) প্রভৃতি।

২. পদের মধ্যে কিংবা অন্ত্যে যুক্ত-ব্যঞ্জনবর্ণের সঙ্গে য-ফলা সংযুক্ত হলে সাধারণত তার কোনো উচ্চারণ হয় না। যেমন- সন্ধ্যা (শোনধা), স্বাস্থ্য (শাসুযো), কণ্ঠ্য (কনঠো) প্রভৃতি ।

৩. পদের প্রথম ব্যঞ্জনবর্ণের সঙ্গে র-ফলা সংযুক্ত হলে তার উচ্চারণ ও-কারান্ত হয়ে থাকে। যেমন-প্রধান (প্রোধান্), প্রকাশ (প্রোকাশ্), গ্রহ(গ্রোহো) প্রভৃতি ।

আরও পড়ুন:

উদাহরণসহ ‘ব’ ফলা উচ্চারণের ৫টি নিয়ম

উদাহরণসহ ‘অ’ ধ্বনির সংবৃত উচ্চারণের ৫ টি নিয়ম

উদাহরণসহ ‘অ’ ধ্বনির বিবৃত উচ্চারণের ৫ টি নিয়ম

৪. র-ফলা যদি পদের মধ্যে কিংবা শেষে ব্যঞ্জনবর্ণের সঙ্গে সংযুক্ত হয় তবে সে বর্ণটির দ্বিত্ব উচ্চারণ হয়ে থাকে। যেমন- রাত্রি (রাত্ত্রি), ছাত্র (ছাত্ত্র্রো), মাত্র (মাত্ত্রো) প্রভৃতি।

৫. ল-ফলা শব্দের মধ্যে বা অন্তে বসলে তার র-ফলার মতো দ্বিত্ব উচ্চারণ হয়। যেমন- অশ্লীল (অসস্লিল), শ্লেষ (স্লেশ), শ্লথ (স্লোথো) প্রভূতি।

বি.দ্র: যে কোন পরীক্ষায় ২টি করে উদাহরণ দিলেও গ্রহনযোগ্য হবে।

আরও পড়ুন:

উপসর্গের অর্থবাচকতা নাই; কিন্তু অর্থ দ্যোতকতা আছে

ব্যাকরণ কাকে বলে? ব্যাকরণের কার্যাবলি আলোচনা কর

####

এই পোস্ট থেকে আমরা য-ফলা, র-ফলা ও ল-ফলা উচ্চারণের ৫টি নিয়ম সম্পর্কে জানতে পারলাম। পোস্টটি কেমন লাগলো আমাদের কমেন্ট করে জানান। ধন্যবাদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button