বাংলা শব্দে শ, ষ, স-এর ব্যবহার সম্পর্কে ৫টি নিয়ম
বাংলা শব্দে শ, ষ, স-এর ব্যবহারের নিয়ম
বাংলা শব্দে শ, ষ, স-এর ব্যবহার সম্পর্কে ৫টি নিয়ম
উত্তর : নিম্নে বাংলা শব্দে শ, ষ, স-এর ব্যবহারের ৫টি নিয়ম লেখা হলো –
১. ইংরেজি ও ইংরেজির মাধ্যমে আগত বিদেশি শব্দে শ ব্যবহৃত হবে। যেমন- শেক্সপীয়ার, সেশন, স্টেশন, ডিভিশন প্রভৃতি।
২. বিদেশি শব্দের উচ্চারণে ‘ঝ’ ধ্বনির ক্ষেত্রে স ব্যবহৃত হবে। যেমন- স্টার, স্টোর, ক্লাস, অফিস প্রভৃতি ।
আরও পড়ুন:
উদাহরণসহ ‘ব’ ফলা উচ্চারণের ৫টি নিয়ম
উদাহরণসহ ‘অ’ ধ্বনির সংবৃত উচ্চারণের ৫ টি নিয়ম
উদাহরণসহ ‘অ’ ধ্বনির বিবৃত উচ্চারণের ৫ টি নিয়ম
৩. বিদেশি শব্দের ক্ষেত্রে ‘ষ’ ব্যবহৃত হয় না। যেমন- স্মার্ট, পোশাক জিনিস, চশমা প্রভৃতি।
৪. ঋ বা ঋ-কারের পরে মূর্ধন্য ষ হয়। যেমন- ঋষি, ঋষত্, কৃষি, তৃষ্ণা প্রভৃতি
৫. ট-বর্গীয় ধ্বনির পূর্বে মূর্ধন্য-ষ যুক্ত হয়। যেমন- কষ্ট, পুষ্ট, কাষ্ঠ, গোষ্ঠী প্রভৃতি।
####
এই পোস্ট থেকে আমরা বাংলা শব্দে শ, ষ, স-এর ব্যবহারের নিয়ম সম্পর্কে জানতে পারলাম। পোস্টটি কেমন লাগলো আমাদের কমেন্ট করে জানান। ধন্যবাদ।
2 Comments