দ্বিগু সমাস কাকে বলে?
দ্বিগু সমাস কাকে বলে?
দ্বিগু সমাস কাকে বলে?
সমাসের ধারাবাহিক আলোচনায় আমরা একদম শেষে চলে এসেছি। আজকে আমরা জানব যে দ্বিগু সমাস কাকে বলে? ও দ্বিগু সমাসের উদাহরন।
সমাহার অর্থে সংখ্যাবাচক শব্দ পূর্বে বসে বিশেষ্য পদের যে সমাস হয় তাকে দ্বিগু সমাস বলে। এতে পরপদের অর্থই প্রধান থাকে।
উদাহরণ : চৌদ্দ পুরুষের সমাহার = চৌদ্দপুরুষ
তিন ভুবনের সমাহার = ত্রিভুবন
পঞ্চ নদের সমাহার = পঞ্চনদ
সাত সমুদ্রের সমাহার = সাতসমুদ্র
আরো পড়ুন
কর্মধারয় সমাস কাকে বলে? কর্মধারয় সমাস কত প্রকার?
দ্বন্দ্ব সমাস কাকে বলে? দ্বন্দ্ব সমাসের প্রকারভেদ
তৎপুরুষ সমাস কাকে বলে? তৎপুরুষ সমাস কত প্রকার?
বহুব্রীহি সমাস কাকে বলে? বহুব্রীহি সমাসের প্রকারভেদ
সমস্তপদ | বাসবাক্য |
সমাসের নাম |
শতাব্দী | শত অব্দের সমাহার |
দ্বিগু সমাস |
তেমাথা | তিন মাথার সমাহার | |
সেতার | তিন তারের সমাহার | |
চোরাস্তা | চার রাস্তার সমাহার |
আরো পড়ুন
ধ্বনি কাকে বলে? ধ্বনি কত প্রকার?
পদ কাকে বলে? পদ কত প্রকার? এবং পদের প্রকারভেদ
বাংলা ২য় পত্র |
আমাদের পিডিএফ বই কালেকশান গুলো পেতে |