ক্যাবল ছাড়াই মোবাইল থেকে কম্পিউটারে ফাইল ট্রান্সফার যেভাবে করবেন

অ্যান্ড্রয়েড ফোন থেকে কম্পিউটারে ফাইল ট্রান্সফার করার উপায়

অ্যান্ড্রয়েড বা স্মার্টফোন ফোন থেকে কম্পিউটারে যে কোন ফাইল ট্রান্সফার করার জন্য আমরা সাধারণত ডাটা ক্যাবল অথবা ব্লুটুথ ব্যবহার করে থাকি। কিন্তু অনেক সময় আমাদের হাতের কাছে ডাটা ক্যাবল থাকেনা আবার মোবাইলের ব্লুটুথও ঠিকমতো কাজ করেনা। তখন আমাদের অ্যান্ড্রয়েড ফোন থেকে কম্পিউটারে কোন ফাইল ট্রান্সফার করতে নানা সমস্যায় পড়তে হয়।

তবে আপনি চাইলে কোনো ক্যাবল ছাড়াই ইন্টারনেট সংযোগের মাধ্যমে আপনি আপনার স্মার্টফোন ফোন থেকে কম্পিউটারে যে কোন ফাইল ট্রান্সফার করতে পারবেন। শুনতে আশ্চর্য মনে হলেও কয়েকটি সহজ ধাপ অনুসরণ করে আপনি ইউএসবি ক্যাবল ছাড়াই অ্যান্ড্রয়েড ডিভাইস থেকে কম্পিউটারে ফাইল ট্রান্সফার করতে পারবেন।

 

আরও পড়ুন:

মোবাইলের পাসওয়ার্ড বা প্যাটার্ন লক ভুলে গেলে কিভাবে খুলবো

গোপনে কেউ আপনার কল রেকর্ড করছে কি না বুঝবেন যেভাবে

 

ক্যাবল ছাড়াই মোবাইল থেকে পিসিতে ফাইল ট্রান্সফার

অ্যান্ড্রয়েড ফোন থেকে কম্পিউটারে ফাইল ট্রান্সফার করতে হলে নিচের ধাপগুলো অনুসরণ করতে হবে।  তাহলে চলুন শুরু করি-

  • প্রথমে Google play store থেকে একটি File Manager apps ডাউনলোড করুন। যার মাধ্যমে ইএস ফাইল এক্সপ্লোরার বা এমএক্স ফাইল এক্সপ্লোরারের মতো এফটিপি ফাইল ট্রান্সফার করা যায়।
  • File Manager Apps ডাউনলোড হয়ে গেলে অ্যাপটিতে প্রবেশ করুন। তারপর ‘ভিউ অন পিসি’ বা ‘এফটিপি’ অপশনটি খুঁজুন।
  • তারপর আপনার ব্যবহৃত ফোন ও কম্পিউটার উভয়ই একই wifi এর সাথে যুক্ত কিনা Check করুন।
  • এখন, Apps এর এফটিপি ট্রান্সফার অ্যাক্টিভেট করুন।
  •  এরপর, কম্পিউটারের ‘This pc’ অপশনটিতে যান।
  • উইন্ডোটির উপরের অংশ থেকে ‘Add a network location’’ অপশনে ক্লিক করুন।
  • তারপর ‘Next’ বাটনে Click করুন।
  • এবার File Manager Apps থেকে নেটওয়ার্ক Url টি যুক্ত করুন (উদাহারণ সরুপ: ftp://10.135.190:3732)।তারপর ‘Next’ বাটনে Click করুন এবং ইউজার নেম এবং পাসওয়ার্ড দিন অথবা ‘লগঅন অ্যানোনিমাসলি’ অপশনটি Select করুন।
  • তারপর নেটওয়ার্ক ড্রাইভটির নাম লিখুন এবং ‘Next’ ক্লিক করুন।
    প্রক্রিয়াটি সম্পন্ন করতে ‘Finish’ বাটনে Click করুন।
  • এখন আপনার কম্পিউটারে যান এবং ড্রাইভটি খুঁজে বের করুন।
  • ড্রাইভ খুলতে তার উপর ডাবল Click করুন।

তথ্যসূত্র : গ্যাজেটস নাউ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button