স্বতন্ত্র অধিদপ্তরসহ সরকারি মাধ্যমিক শিক্ষকদের ৫ দফা দাবি

সব জেলা থেকে প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি

এডুওয়াচ ডেস্ক
স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর প্রতিষ্ঠাসহ পাঁচ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি (বাসমাশিস)। এ দাবিতে সোমবার সব জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিয়েছেন শিক্ষকরা।

দাবিগুলোর মধ্যে আরো রয়েছে সরকারি মাধ্যমিকের সহকারী শিক্ষকের এন্ট্রিপদ ৯ম গ্রেডে উন্নীত করে ৪ স্তরীয় পদসোপান; অনতিবিলম্বে আঞ্চলিক উপ-পরিচালকের প্রশাসনিক এবং আর্থিক ক্ষমতা সংরক্ষণসহ মাধ্যমিকের সব কার্যালয়ের স্বাতন্ত্র্য ও মর্যাদা রক্ষা; বিদ্যালয় ও পরিদর্শন শাখার সব শূন্যপদে নিয়োগ, পদোন্নতি ও পদায়ন এবং প্রায় সাত হাজার শিক্ষকের বকেয়া সিলেকশন গ্রেড ও টাইমস্কেলের মঞ্জুরি আদেশ দেওয়া।

বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির (বাসমাশিস) প্রধান সমন্বয়ক, রেবেকা সুলতানা জানান, পাঁচ দফা দাবিতে সরকারি মাধ্যমিক স্কুলের সব শিক্ষক ঐক্যবদ্ধ হয়েছি। আমরা প্রাথমিকভাবে এই স্মারকলিপি প্রদান করলাম। পরবর্তী সময়ে প্রয়োজনে নতুন কর্মসূচি নিয়ে চিন্তা করব।

এমআইএইচ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button