রাকসু নির্বাচন: দ্বিতীয় দিনে মনোনয়ন তুলেছেন ১০ প্রার্থী

এডুওয়াচ ডেস্ক
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহের দ্বিতীয় দিন ছিল সোমবার। এ দিন ফরম নিয়েছেন ১০ প্রার্থী। এর আগে গত রোববার প্রথম দিনে বিভিন্ন পদে মনোনয়ন নেন পাঁচজন।

গতকাল কেন্দ্রীয় সংসদ নির্বাচনে ভিপি (সহসভাপতি) পদে দুজন, সহযোগী ক্রিয়া সম্পাদক পদে একজন, সাংস্কৃতিক সম্পাদক পদে একজন, নারী বিষয়ক সম্পাদক পদে একজন, কার্যনির্বাহী সদস্য পদে তিন জন ও সিনেট সদস্য পদে একজন মনোনয়ন নিয়েছেন।

এ পর্যন্ত সাতটি পদে ১৩ জন প্রার্থী মনোনয়ন নিয়েছেন। বাকি ১৬টি পদে এখনো মনোনয়ন নেননি কেউ।

এ ছাড়া হল সংসদে মনোনয়ন নিয়েছেন ছয়জন।

বিষয়টি নিশ্চিত করে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. এফ নজরুল ইসলাম জানান, ব্যাংকের কাজসহ নানা কারণে প্রার্থীদের আসতে দেরি হতে পারে। এ ছাড়া অনেকের মধ্যে একটা সংশয় থাকায় হয়তো আসছে না। তবে আমরা আশা করছি, আজ মঙ্গলবার সবাই ফরম তুলবে।

রাকসুতে ২৫টি পদের মধ্যে ২৩টিতে নির্বাচন হবে। এ ছাড়া সিনেটে পাঁচটি পদে এবং হল সংসদে ১৭টি পদের মধ্যে ১৫টিতে নির্বাচন অনুষ্ঠিত হবে।

রাকসু ও সিনেটের ফরমের দাম ৩০০ টাকা এবং হল সংসদের ফরম বিতরণ করা হচ্ছে ২০০ টাকায়।

এমআইএইচ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button