রাকসুর ভোটার তালিকা থেকে ছাত্রলীগের নাম বাতিলসহ ৫ দাবি

ক্যাম্পাসে ছাত্রদলের বিক্ষোভ

এডুওয়াচ ডেস্ক
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের ভোটার তালিকা থেকে ছাত্রলীগের নাম বাতিল, প্রথম বর্ষ ও বিদেশি শিক্ষার্থীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তসহ পাঁচ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।

সোমবার বেলা সাড়ে ১১টায় তারা দলীয় ট্রেন্টের সামনে বিক্ষোভ এবং তার পর রাকসুর প্রধান নির্বাচন কমিশনার কাছে স্মারকলিপি দিয়েছে।

ছাত্রদলের পাঁচ দফা দাবি হলো- ২০২৪-২৫ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ ও বিদেশি শিক্ষার্থীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত, রাকসুর ভোটকেন্দ্র একাডেমিক ভবনে অন্তর্ভুক্ত করা, ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ করে নির্বাচনের আনুষ্ঠানিকতা শুরু, আবাসিক হলে সব ক্রিয়াশীল ছাত্র সংগঠনের সহাবস্থান নিশ্চিতকরণ এবং বৈষম্যহীন, গণতান্ত্রিক ও অংশগ্রহণমূলক রাকসু নির্বাচন নিশ্চিত করা।

শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান মিঠু বলেন, অনতিবিলম্বে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের অংশগ্রহণসহ সবাইকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করে তালিকা প্রকাশ করতে হবে।

ছাত্রদলের সিনিয়র সহসভাপতি শাকিলুর রহমান সোহাগ বলেন, আজ আমরা একটাই দাবিতে দাঁড়িয়েছি—২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা যেন রাকসু নির্বাচনে অংশগ্রহণ করতে পারে। কারণ, তারা জুলাই অভ্যুত্থানে সরাসরি অংশগ্রহণ করেছে। এছাড়া যারা নিষিদ্ধ সংগঠনের সঙ্গে যুক্ত তারা যেন কোনোভাবেই ভোটার তালিকায় অন্তর্ভুক্ত না হয়।

শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী বলেন, রাকসু নির্বাচন কমিশনের কিছু শিক্ষক ও প্রশাসন একটি নির্দিষ্ট সংগঠনকে প্রাধান্য দিয়ে রাকসু নির্বাচনকে রুয়ার মতো দখলের চেষ্টা করছে। প্রথম বর্ষের শিক্ষার্থীদের ছাড়া ছাত্রদল রাকসু নির্বাচনে যাবে না।

তবে প্রশাসন আগামী ১০দিনের মধ্যে রাকসু নির্বাচনের সঠিক রোডম্যাপ দিতে পারলে ছাত্রদল অবশ্যই নির্বাচনে অংশগ্রহণ করবে। এ সময় শাখা ছাত্রদল ও বিভিন্ন হল ইউনিটের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এমআইএইচ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button