রংপুর বিভাগের গুরুত্বপুর্ন তথ্য (যে কোনো পরিক্ষার জন্য)

রংপুর বিভাগ

 

রংপুর বিভাগ প্রতিষ্ঠার পটভূমি: ২০১০ খ্রিস্টাব্দের ২৫ জানুয়ারি প্রশাসনিক পুন বাস্তবায়ন কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী রাজশাহী বিভাগকে বিভক্ত করে ৮টি জেলা নিয়ে বাংলা বিভাগ গঠনের অনুমোদন দেয়া হয়। ২০১০ খ্রিস্টাব্দের ৯ মার্চ বৃহত্তর রংপুর-দিনাজপুর জেলা নিয়ে রংপুর বিভাগ সৃজন সংক্রান্ত সরকারি প্রজ্ঞাপন জারি করা হয়। দেশের ৭ম বিভাগ হিসেবে প্রতিষ্ঠা লাভ করে রংপুর বিভাগ।

এক নজরে রংপুর বিভাগ

রংপুর বিভাগের পুরাতন নাম কিঃ বরেন্দ্র।

রংপুর বিভাগ বিভাগ প্রতিষ্ঠা হয় কবেঃ ২০১০ খ্রিস্টাব্দের ৯ মার্চ।

রংপুর বিভাীর আয়তন কতঃ ১৬,৩২০ বর্গ কিলোমিটার।

রংপুর বিভাগের সীমানাঃ উত্তরে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য, দক্ষিণে রাজশাহী বিভাগ ও ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য, পূর্বে ভারতের পশ্চিমবঙ্গ ও আসাম রাজ এবং পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য।

রংপুর বিভাগে সিটি কর্পোরেশন কতটিঃ ১ টি; রংপুর সিটি কর্পোরেশন (প্রতিষ্ঠা: ২০১২ খ্রি. ২৮ জুন)।

রংপুর বিভাগেজেলা কতটিঃ৮ টি ।

রংপুর বিভাগ উপজেলা কতটিঃ৫৮ টি।

রংপুর বিভাগে থানা কতটিঃ ৬০ টি।

রংপুর বিভাগে পৌরসভা কতটিঃ ২৮টি।

রংপুর বিভাগে ইউনিয়ন কতটিঃ ৫৩৬টি।

রংপুর বিভাগে সংসদীয় আসন কতটিঃ ৩৩টি।

রংপুর বিভাগে জনসংখ্যা কতঃ ১,৫৭,৮৭,৭৫৮ জন (২০১১ খ্রিস্টাব্দের আদমশুমারী অনুসারে)।

রংপুর বিভাগে জনসংখ্যা বৃদ্ধির হার কতঃ ১.৩%

রংপুর বিভাগে শিক্ষার হার কতঃ৪৭.২%

রংপুর বিভাগে নদীর সংখ্যা কতটিঃ৭৬টি।

রংপুর বিভাগে বিভাগীয় কমিশনার কেঃ আপডেট জেনে নিবেন।

রংপুর বিভাগের ৮টি জেলা হলো: ১. রংপুর ২ গাইবান্ধা ৩. কুড়িগ্রাম ৪. লালমনিরহাট ৫. নীলফামারী ৬. দিনাজপুর ৭. পঞ্চগড় ও ৮. ঠাকুরগাঁও।

রংপুর বিভাগে আয়তনে বড় জেলা – দিনাজপুর এবং ছোট জেলা – লালমনিরহাট ।

জনসংখ্যায় বিভাগের বড় জেলা দিনাজপুর এবং ছোট জেলা – পঞ্চগড়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button