ভাষা কী? ভাষা প্রকাশের মাধ্যম কয়টি ও কী কী?

ভাষা

ভাষা কী? ভাষা প্রকাশের মাধ্যম কয়টি ও কী কী?

ভাষা কাকে বলে?

অনুভূতিশীল মানবমনের অর্থপূর্ণ ভাব এবং এই ভাব প্রকাশের মাধ্যমই হল ভাষা।

ভাষার সংজ্ঞা : ভাষার সংজ্ঞা প্রদান করতে গিয়ে ভাষাপণ্ডিতগণ অনেক ধরনের মতবাদ ব্যক্ত করেছেন।




যেমন: ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ্ বলেছেন “মনুষ্যজাতি যেসব ধ্বনি বা ধ্বনিসমষ্টির সাহায্যে মনের ভাব প্রকাশ করে তাকে ভাষা বলা হয়ে থাকে। ”

আবার, ভাষা সম্পর্কে ড. সুকুমার সেনের অভিমত হল- “মানুষের উচ্চারিত, অর্থবহ বহুজনের বোধগম্য ধ্বনিসমষ্টিই ভাষা।” ভাষাবিদগণের এ জাতীয় অভিমত বিশ্লেষণ করে আমরা বলতে পারি ভাষা হল মানুষের নিজস্ব মনোভাব প্রকাশ করার পাশাপাশি অপরের সঙ্গে মনোভাব আদান-প্রদান করার বোধগম্য এক অনন্য মাধ্যম বিশেষ।

আরও পড়ুন:

মাতৃভাষা কাকে বলে?

বর্ণ কি বা বর্ণ কাকে বলে? বর্ণ কত প্রকার ও কি কি?

বাক্য কাকে বলে? একটি সার্থক বাক্যের কী কী গুণ থাকা আবশ্যক?

ভাষা সাধারণত তিনটি মাধ্যম দ্বারা প্রকাশ পায়। যথাঃ

(১) কথা মাধ্যম তথা ধ্বনি দ্বারা;

২) লেখ্য মাধ্যম তথা বর্ণ বা প্রতীক বা চিত্র দ্বারা এবং

(৩) ইঙ্গিত মাধ্যম তথা ইশারা বা সংকেত দ্বারা।




 

####

এই পোস্ট থেকে আমরা ভাষা কী? ভাষা প্রকাশের মাধ্যম কয়টি ও কী কী?  সম্পর্কে জানতে পারলাম। পোস্টটি কেমন লাগলো আমাদের কমেন্ট করে জানান। ধন্যবাদ।

Back to top button