বিসিএস প্রশ্নপত্রের নিরাপত্তায় থাকবে আধুনিক লকার
বিসিএস পরীক্ষার প্রশ্নপত্র তৈরির নিরাপত্তায় বড় পরিবর্তন আনা হয়েছে। এবছর প্রশ্ন সংরক্ষণে ব্যবহৃত হবে আধুনিক লকার বা ট্রাঙ্ক। সঙ্গে প্রশ্ন তৈরির প্রক্রিয়ায় কর্মকর্তাদের সরাসরি সংশ্লিষ্টতা থাকবে না।
পিএসসি সূত্রে জানা যায়, বিসিএস পরীক্ষার প্রশ্নপত্র তৈরির কাজ করেন বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক, যুগ্মসচিব বা সমমামের কর্মকর্তারা। তারা নির্ধারিত দিনে কমিশনে উপস্থিত হবেন।
ভবনে ঢোকার আগে নিজেদের মোবাইল ফোন, মানিব্যাগসহ ব্যক্তিগত সামগ্রী বাইরের নির্ধারিত বক্সে রাখতে হয়। এরপর নির্ধারিত কক্ষে অবস্থানমকরে নিজ হাতে প্রশ্নপত্র তৈরি করেন।
লেখা শেষে তা খামে সিলগালা করে জমা দেওয়া,হয় দায়িত্বপ্রাপ্ত সদস্যের কাছে। এরপর তা পিএসসির ভল্টে সংরক্ষণ করা হয়। এতে কিছুটা নিরাপত্তা ঝুঁকি তৈরি হয়। তাই আধুনিক লকার ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে পিএসসি।
পিএসসি জানায়, আগ প্রশ্ন তৈরি থেকে জমাদানের প্রক্রিয়ায় কমিশনের কর্মকর্তারা সরাসরি যুক্ত ছল, এখন সেটি সীমিত করে শুধি দায়িত্বপ্রাপ্তদের সংরক্ষণের দায়িত্ব দেওয়া হয়েছে।
কর্মকর্তারা বলেন, এবার আধুনিক লকযুক্ত ট্রাঙ্ক ব্যবহার করা হবে, যেটির পাসওয়ার্ড নির্ধারণ করবেন প্রশ্ন মডারেশনে সংশ্লিষ্ট লোক। মডারেশন শেষে প্রশ্ন জমা দেওয়ার আগে পাসওয়ার্ড দিতে হবে। আর ট্রাঙ্কের পাসওয়ার্ড কাগজে লিখেবসিলগালা অবস্থায় রাখা হবে।
পিএসসি বলছে, এই নতুন উদ্যোগ প্রশ্নপত্র ফাঁসের শঙ্কারোধে শক্তিশালী ভূমিকা রাখবে। পিএসসি চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের মোনেম জানান, প্রশ্নপত্রের নিরাপত্তায় অনেকগুলো পদক্ষেপ নিয়েছি। ডিজিটাল পাসওয়ার্ড নির্ভর আধুনিক ট্রাঙ্ক ব্যবহার করা হবে। তাতে পাসওয়ার্ড দেবেন মডারেটরই। এরপর ভিন্ন কাগজে পাসওয়ার্ড লিখে কমিশনের দায়িত্বপ্রাপ্ত সদস্যের কাছে দেবেন। সেটিও সিলগালা থাকবে। প্রশ্ন ব্যবস্থাপনায় কর্মকর্তাদের প্রত্যক্ষ সংশ্লিষ্টতা থাকবে না।