বিশ্বসেরা স্কলারশিপের ২৯ অফিশিয়াল ওয়েবসাইটের তালিকা

আধুনিক যুগে বেশিরভাগ শিক্ষার্থীরই স্বপ্ন বিদেশে উচ্চশিক্ষা অর্জন। যদিও এমন আকাঙ্ক্ষায় পথে অন্তরায় ব্যয়বহুল শিক্ষাব্যবস্থা। তবে তাদের জন্য বিশ্বব্যাপী রয়েছে নানান স্কলারশিপ প্রোগ্রাম। সেগুলোতে সকল মেধাবী ও যোগ্য শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন । এসব স্কলারশিপে টিউশন ফি’য়ের পাশাপাশি যাতায়াত, আবাসন, বিমানখরচসহ অন্যান্য খরচও দেওয়া হয়। কিন্ত এগুলোতে প্রতিযোগী অনেক। তাই সঠিক পরিকল্পনা করে নির্দিষ্ট সময়ে আবেদন করলে স্কলারশিপ পাওয়া সম্ভব।

নিচে বিশ্বের নামকরা কিছু স্কলারশিপের অফিশিয়াল ওয়েবসাইটের তালিকা দেওয়া হল:

ফুলব্রাইট স্কলারশিপ (যুক্তরাষ্ট্র)

অফিশিয়াল’ ওয়েবসাইট : https://foreign.fulbrightonline.org/

যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা ও গবেষণার জন্য আন্তর্জাতিক শিক্ষার্থীদের স্কলারশিপ বিষয়ক তথ্য প্রদান করে এ ওয়েবসাইটটি।এই প্রোগ্রামের আওতায় নির্বাচিত মেধাবী শিক্ষার্থীরা টিউশন ফি, বিমানভাড়া, আবাসন ও অন্যান্য খরচসহ পূর্ণ অর্থ সহায়তা পেয়ে থাকেন। এ সাইটে আবেদন প্রক্রিয়া, যোগ্যতা, সময়সীমা ও দেশভিত্তিক নির্দেশনা বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে। সময়মতো ও পরিকল্পিতভাবে আবেদন করতে পারলে প্রতিযোগিতামূলক এই স্কলারশিপে ঠিকা সম্ভব।

চেভেনিং স্কলারশিপ (যুক্তরাজ্য)

অফিশিয়াল’ ওয়েবসাইট: https://www.chevening.org/

যুক্তরাজ্য সরকারের ১টি মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক স্কলারশিপ প্রোগ্রাম। এর মাধ্যমে উন্নয়নশীল দেশগুলোর ভবিষ্যৎ নেতৃবৃন্দকে ১ বছরের মাস্টার্স ডিগ্রির জন্য যুক্তরাজ্যতে পড়াশোনার সুযোগ দেয়। এই স্কলারশিপে
শিক্ষার্থীরা টিউশন ফি, বিমানভাড়া, আবাসন ও অন্যান্য খরচসহ পূর্ণ অর্থ সহায়তা পেয়ে থাকেন। ওয়েবসাইটে আবেদনপদ্ধতি, যোগ্যতা ও সময়সীমা স্পষ্টভাবে দেওয়া আছে।সময়মতো ও পরিকল্পিতভাবে আবেদন করতে পারলে প্রতিযোগিতামূলক এই স্কলারশিপে ঠিকা সম্ভব।

DAAD স্কলারশিপ (জার্মানি)

অফিশিয়াল’ ওয়েবসাইট: https://www.daad.de/en/

German Academic Exchange Service এর অফিসিয়াল ওয়েবসাইট daad.de. আন্তর্জাতিক উচ্চশিক্ষা ও গবেষণার জন্য বিশ্বের বৃহত্তম অনুদান সংস্থা হিসেবে daad পরিচিত। এ স্কলারশিপের আওতায় গ্র্যাজুয়েট, পিএইচডি ও পোস্টডক প্রার্থীদের ডিগ্রি প্রদান করা হয়। এ স্কলারশিপে আবেদন করার জন্য তাদের অনলাইনে একটি বিস্তৃত ডাটাবেস রয়েছে যা দেশের ভিত্তিতে উপযুক্ত প্রোগ্রাম খুঁজতে সাহায্য করে। আবেদন প্রক্রিয়া, শর্তাবলী, সময়সীমা এবং নির্বাচনী পদ্ধতির বিস্তারিত নির্দেশনাও এ ওয়েবসাইটে দেওয়া রয়েছে। এ ওয়েবসাইটে সময়মতো ও সঠিকভাবে আবেদন করার মাধ্যমে উচ্চশিক্ষা ও গবেষণার স্বপ্ন সফল করা সম্ভব।

 

ইরাসমুস মুন্ডাস স্কলারশিপ (ইউরোপ)

অফিশিয়াল’ ওয়েবসাইট: https://www.eacea.ec.europa.eu/scholarships/erasmus-mundus-catalogue_en

এটি ইউরোপীয় ইউনিয়নের একটি পূর্ণ অর্থায়িত মাস্টার্স ডিগ্রি প্রোগ্রাম। যার সময়কাল: ১ থেকে ২ বছর। এটি কয়েকটি দেশের এবং বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় পরিচালিত হয়। এই স্কলারশিপে শিক্ষার্থীরা টিউশন ফি, বিমানভাড়া, আবাসন ও অন্যান্য খরচসহ পূর্ণ অর্থ সহায়তা পেয়ে থাকেন।প্রতিযোগিতামূলক এই স্কলারশিপ পেতে হলে স্নাতক ডিগ্রি/সমাপ্তির প্রত্যয়ন, ইংরেজি দক্ষতার প্রমাণ, এবং EMJM-এ পূর্বে বৃত্তি না পেয়ে থাকার শর্ত পূরণ করতে হয়।সাধারণত আবেদনের সময়সীমা অক্টোবর–জানুয়ারি হয়ে থাকে। Erasmus Mundus আপনার জন্য যদি আপনি একাধিক দেশে উচ্চমানের মাস্টার্স ডিগ্রির সুযোগ পেতে চান।

MEXT স্কলারশিপ (জাপান)

অফিশিয়াল’ ওয়েবসাইট: https://www.studyinjapan.go.jp/en/

MEXT Scholarship হলো জাপান সরকারের পূর্ণ অর্থায়িত স্কলারশিপ। এর মাধ্যমে আন্ডারগ্র্যাজুয়েট, মাস্টার্স, পিএইচডি, গবেষণা, শিক্ষক প্রশিক্ষণ ও অন্যান্য ডিগ্রি প্রদান করা হয়। এই স্কলারশিপে শিক্ষার্থীরা টিউশন ফি, বিমানভাড়া, আবাসন ও অন্যান্য খরচসহ পূর্ণ অর্থ সহায়তা পেয়ে থাকেন। এ স্কলারশিপের মেয়াদ আন্ডারগ্র্যাজুয়েট ৪–৫ বছর, মাস্টার্স ২–৩ বছর, পিএইচডি ৩–৪ বছর পর্যন্ত।প্রতিটি দেশের বিশ্ববিদ্যালয় বা জাপানি দফতরের মাধ্যমে আবেদন করতে হয়। IELTS বা JLPT প্রয়োজনীয় নয় (বিশ্ববিদ্যালয় চাইতে পারে)।

 

CSC স্কলারশিপ (চীন)

অফিশিয়াল’ ওয়েবসাইট: https://www.csc.edu.cn/

China Scholarship Council (CSC) স্কলারশিপ হলো চীনা সরকার কর্তৃক পরিচালিত একটি পূর্ণ অর্থায়িত স্কলারশিপ প্রোগ্রাম। এর মাধ্যমে বিদেশী শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ দেওয়া হয়। CSC স্কলারশিপের মাধ্যমে আন্ডারগ্র্যাজুয়েট, মাস্টার্স, পিএইচডি ডিগ্রি প্রদান করা হয়। এ প্রোগ্রামের আওতায় নির্বাচিত শিক্ষার্থীরা টিউশন ফি, বিমানভাড়া, আবাসন ও অন্যান্য খরচসহ পূর্ণ অর্থ সহায়তা পেয়ে থাকেন।

আবেদনের সময়সীমা সাধারণত ডিসেম্বর–এপ্রিল মাস পর্যন্ত। তবে, নির্দিষ্ট বিশ্ববিদ্যালয়ের নিয়ম ভিন্ন হতে পারে। যথাসময়ে পরিকল্পনা ও প্রস্তুতি নিয়ে আবেদন করলে উচ্চশিক্ষার স্বপ্ন পূরণে এটি মূল্যবান সুযোগ হতে পারে।

স্কলারশিপের ধরণ

• Type A (Bilateral Program) – দূতাবাস বা সরকারের মাধ্যমে, সম্পূর্ণ অর্থায়ন।
• Type B (University Program) – বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে।
• Type C (Partial Funding) – সীমিত সুবিধাসম্পন্ন।

যোগ্যতার শর্ত হিসেবে বয়স সীমানা নির্ধারণ

  • আন্ডারগ্র্যাজুয়েট ≤ ২৫
  • মাস্টার্স ≤ ৩৫
  • পিএইচডি ≤ ৪০ বছর।

 

কমনওয়েলথ স্কলারশিপ (যুক্তরাজ্য ও কমনওয়েলথ দেশসমূহ)

অফিশিয়াল’ ওয়েবসাইট: https://cscuk.fcdo.gov.uk/

Commonwealth Scholarship হলো যুক্তরাজ্য সরকার কর্তৃক পরিচালিত একটি পূর্ণ অর্থায়িত স্কলারশিপ প্রোগ্রাম। এর মাধ্যমে বিদেশী শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ দেওয়া হয়। কমনওয়েলথ স্কলারশিপের মাধ্যমে আন্ডারগ্র্যাজুয়েট, মাস্টার্স, পিএইচডি ডিগ্রি প্রদান করা হয়। এ প্রোগ্রামের আওতায় নির্বাচিত শিক্ষার্থীরা টিউশন ফি, বিমানভাড়া, আবাসন ও অন্যান্য খরচসহ পূর্ণ অর্থ সহায়তা পেয়ে থাকেন। আবেদন শুরু হয় সেপ্টেম্বর–অক্টোবর এবং শেষ হয় সাধারণত ডিসেম্বর–ফেব্রুয়ারি।

 

গেটস কেমব্রিজ স্কলারশিপ (যুক্তরাজ্য)

অফিশিয়াল’ ওয়েবসাইট: https://www.gatescambridge.org/

গেটস কেমব্রিজ স্কলারশিপ হলো একটি অত্যন্ত প্রতিযোগিতামূলক, নেতৃত্বমুখী এবং আন্তর্জাতিক মানের পূর্ণ-অর্থায়িত স্কলারশিপ, যা Cambridge–এ postgraduate পড়ার স্বপ্নপূরণে মেধাবীদের জন্য এক অসাধারণ সুযোগ। এ প্রোগ্রামের আওতায় নির্বাচিত শিক্ষার্থীরা টিউশন ফি, বিমানভাড়া, আবাসন ও অন্যান্য খরচসহ পূর্ণ অর্থ সহায়তা পেয়ে থাকেন। প্রতি বছর প্রায় ৮০টি স্কলারশিপ দেয়া হয়, দুই-তৃতীয়াংশ পিএইচডি ও এক-তৃতীয়াংশ মাস্টার্স প্রোগ্রামে। আবেদন শুরু হয় সাধারণত সেপ্টেম্বর–অক্টোবর মাসে।

 

রোডস স্কলারশিপ (অক্সফোর্ড, যুক্তরাজ্য)

অফিশিয়াল ওয়েবসাইট: https://www.rhodeshouse.ox.ac.uk/

Rhodes Scholarship (University of Oxford, UK) একটি পূর্ণ অর্থায়িত আন্তর্জাতিক পোস্টগ্র্যাজুয়েট স্কলারশিপ। এর মাধ্যমে শিক্ষার্থীদের এমএ, এমফিল বা PhD ডিগ্রি প্রদান করা হয়। এ প্রোগ্রামের আওতায় নির্বাচিত শিক্ষার্থীরা টিউশন ফি, বিমানভাড়া, আবাসন ও অন্যান্য খরচসহ পূর্ণ অর্থ সহায়তা পেয়ে থাকেন।

 

সুইস এক্সিলেন্স স্কলারশিপ (সুইজারল্যান্ড)

অফিশিয়াল ওয়েবসাইট: https://www.sbfi.admin.ch/sbfi/en/home/education/scholarships-and-grants.html

সুইজারল্যান্ড সরকারের একটি পূর্ণ-অর্থায়িত আন্তর্জাতিক স্কলারশিপ হচ্ছে সুইস এক্সিলেন্স স্কলারশিপ। এর মাধ্যমে মাস্টার্স (arts), পিএইচডি, পোস্টডক, এবং রিসার্চ প্রোগ্রামের জন্য ডিগ্রি প্রদান করা হয়। এ প্রোগ্রামের আওতায় নির্বাচিত শিক্ষার্থীরা টিউশন ফি, বিমানভাড়া, আবাসন ও অন্যান্য খরচসহ পূর্ণ অর্থ সহায়তা পেয়ে থাকেন। যেকোনো দেশের নাগরিক (১৮০+ দেশ অন্তর্ভুক্ত) আবেদন করতে পারেন।

 

নেদারল্যান্ডস স্কলারশিপ (হল্যান্ড)

অফিশিয়াল’ ওয়েবসাইট: https://www.studyinnl.org/finances/scholarships

নেদারল্যান্ডস সরকারের একটি স্কলারশিপ।

• অংশগ্রহণকারী প্রতিষ্ঠান: প্রায় ৩৭টি বিশ্ববিদ্যালয় ও applied science প্রতিষ্ঠানে প্রযোজ্য।
• আবেদনের সময়: সাধারণত নভেম্বর–ফেব্রুয়ারি, প্রার্থীকে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের নিজস্ব সময়সীমা অনুয়ায়ী আবেদন করতে হয়।

 

অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ডস স্কলারশিপ

অফিশিয়াল ওয়েবসাইট :- https://www.dfat.gov.au/people-to-people/australia-awards

অস্ট্রেলিয়া সরকারের একটি পূর্ণ অর্থায়িত, দীর্ঘমেয়াদি স্কলারশিপ প্রোগ্রাম হচ্ছে Australia Awards Scholarship. এর মাধ্যমে Indo Pacific অঞ্চলের উন্নয়নশীল দেশগুলোর শিক্ষার্থীরা ব্যাচেলর ও পোস্টগ্র্যাজুয়েট পর্যায়ে ডিগ্রি নিতে পারে। এ প্রোগ্রামের আওতায় নির্বাচিত শিক্ষার্থীরা টিউশন ফি, বিমানভাড়া, আবাসন ও অন্যান্য খরচসহ পূর্ণ অর্থ সহায়তা পেয়ে থাকেন। এ স্কলারশিপ পেতে হলে উন্নয়নশীল দেশগুলোর নাগরিক হতে হবে। IELTS/TOEFL স্কোরের শর্ত পূরণ করতে হবে। আবেদন প্রক্রিয়া শুরু হয় ফেব্রুয়ারি–এপ্রিল মাসে।

 

নিউজিল্যান্ড স্কলারশিপ

অফিশিয়াল’ ওয়েবসাইট: https://www.studywithnewzealand.govt.nz/scholarships

 

অক্সফোর্ড ক্ল্যারেনডন স্কলারশিপ (যুক্তরাজ্য)

অফিশিয়াল’ ওয়েবসাইট: https://www.ox.ac.uk/clarendon

 

সিঙ্গাপুর সরকারি স্কলারশিপ (SGUS)

অফিশিয়াল’ ওয়েবসাইট: https://www.moe.gov.sg/financial-matters/awards-scholarships 

গুগল অ্যানা ইউনিভার্সিটি স্কলারশিপ

অফিশিয়াল ওয়েবসাইট: https://www.microsoft.com/en-us/research/academic-programs/

 

কানাডা ভ্যানিয়ার স্কলারশিপ

অফিশিয়াল ওয়েবসাইট: https://vanier.gc.ca/

বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন স্কলারশিপ (যুক্তরাষ্ট্র)

অফিশিয়াল ওয়েবসাইট: https://www.gatesfoundation.org/

মাইক্রোসফট রিসার্চ স্কলারশিপ

অফিশিয়াল ওয়েবসাইট: https://www.microsoft.com/en-us/research/academic-programs/

আডা লাভলেস স্কলারশিপ (নারী শিক্ষার্থীদের জন্য)

অফিশিয়াল ওয়েবসাইট: https://www.adalovelaceinstitute.org/

রাশিয়ান গভর্নমেন্ট স্কলারশিপ

অফিশিয়াল ওয়েবসাইট: https://russia.study/ru

ইতালিয়ান গভর্নমেন্ট স্কলারশিপ

অফিশিয়াল ওয়েবসাইট: https://www.esteri.it/en/opportunita/borse-di-studio/

ব্রিটিশ শেভেনিং স্কলারশিপ

অফিশিয়াল ওয়েবসাইট: https://www.chevening.org/scholarship/bangladesh/

 

তুর্কি বুর্সলারি স্কলারশিপ (তুরস্ক)

অফিশিয়াল ওয়েবসাইট: https://turkiyeburslari.gov.tr/en/page/prospective-students/

 

কেমব্রিজ ট্রাস্ট স্কলারশিপ

অফিশিয়াল ওয়েবসাইট: https://www.cambridgetrust.org/ 

 

রোটারি ইন্টারন্যাশনাল স্কলারশিপ

অফিশিয়াল ওয়েবসাইট: https://www.rotary.org/en/our-programs/scholarships 

 

ইউনেসকো স্কলারশিপ

অফিশিয়াল ওয়েবসাইট: https://en.unesco.org/fellowships

 

NASA ইন্টার্নশিপ ও স্কলারশিপ

অফিশিয়াল ওয়েবসাইট: https://intern.nasa.gov/ 

 

ডেনিশ সরকারি বৃত্তি (ডেনমার্ক)

অফিশিয়াল ওয়েবসাইট: https://studyindenmark.dk/study-options/tuition-fees-scholarships/tuition-fees-and-scholarships

 

#####

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button