বিইউপি ভর্তি বিজ্ঞপ্তি ২০২১-২০২২ | বিইউপি ভর্তি সার্কুলার ২০২২

admission.bup.edu.bd

বিইউপি ভর্তি বিজ্ঞপ্তি ২০২১-২০২২

বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনলাস ভর্তি বিজ্ঞপ্তি ২০২১-২২ ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। বিইউপি ভর্তি বিজ্ঞপ্তি ২০২২ বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ওয়েবসাইট প্রকাশ করা হয়। www.bup.edu.bd এই ওয়েবসাইটে প্রবেশ করলে বিইউপি ভর্তি বিজ্ঞপ্তি ২০২১-২০২২ দেখতে পাওয়া যাবে।

বিইউপি ভর্তি পরীক্ষা ২০২২ এর কার্যক্রম ইতিমধ্যে শুরু হয়ে গেছে। আগামী ০৩ মার্চ ২০২২ পর্যন্ত অনলাইনে বিইউপি ভর্তি পরীক্ষা এর আবেদন গ্রহণ চলবে। আজ এই পোস্টের মাধ্যমে আপনাদের জানাবো বিইউপি ভর্তি পরীক্ষার ভর্তি আবেদন কীভাবে করবেন, বিইউপি ভর্তি পরীক্ষার যোগ্যতা, কিভাবে বিইউপি এডমিট কার্ড ডাউনলোড করবেন ইত্যাদি বিস্তারিত বিইউপি ভর্তি তথ্য।

বিইউপি ভর্তি বিজ্ঞপ্তি ২০২২

বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনলাস যাকে সংক্ষেপে বিইউপি নামে ডাকা হয়। এই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ইউনিটে ৪ বছর মেয়াদী অনার্স এবং ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তি চলছে।

বিইউপি ভর্তি পরীক্ষা ২০২২

বিইউপি ভর্তি তথ্য ২০২২

প্রতিষ্ঠানের নাম- বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনলাস

আবেদনের পদ্ধতি- অনলাইন।

ভর্তি পরীক্ষার আবেদন শুরু- ২০ ফেব্রুয়ারি ২০২২

ভর্তি পরীক্ষার আবেদন শেষ- ০৩ মার্চ ২০২২

ভর্তি পরিক্ষার তারিখ- ১১ ও ১২ মার্চ ২০২২

ভর্তি পরীক্ষার ওয়েবসাইট- admission.bup.edu.bd

ভর্তি পরীক্ষার আবেদন লিংক- admission.bup.edu.bd

মোট আসন সংখ্যা- ১২৫০টি


                                                                   

                                                                       

                                                                 ভর্তি ফলাফল লিংক

বিইউপি আসন সংখ্যা

বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনলাস ২০২২ এর স্নাতক প্রথম বর্ষের বিভিন্ন ইউনিটের ভর্তি পরীক্ষায় মোট আসন রয়েছে ১২৫০টি। নিম্নে ইউনিট ভিত্তিক আসন সংখ্যা উল্লেখ্য করা হলো-

অনুষদ 

আসন সংখ্যা

বিজনেস স্টাডিজ অনুষদ

৫০০

আর্টস ও সোশ্যাল সায়েন্স অনুষদ

৩৫০

সায়েন্স ও টেকনোলজি অনুষদ

২৫০

সিকিউরিটি অ্যান্ড স্ট্র্যাটেজিক অনুষদ 

১৫০

বিইউপি ভর্তি পরীক্ষার তারিখ

বিইউপি ভর্তি পরীক্ষা ২০২২ দেশের কয়েকটি কেন্দ্রে অনষ্ঠিত হবে। কেন্দ্রগুলো হলো- ঢাকা, চট্টগ্রাম, বগুরা এবং খুলনা। ভর্তিচ্ছু শিক্ষার্থীরা ৪টি স্থান থেকে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। ভর্তি পরীক্ষার সময়সূচি নিম্নে দেওয়া হলো-

অনুষদ 

লিখিত পরীক্ষার তারিখ

লিখিত পরীক্ষার সময়

বিজনেস স্টাডিজ অনুষদ

১১ মার্চ ২০২২

সকাল ১০ টা থেকে ১১ টা পর্যন্ত

আর্টস ও সোশ্যাল সায়েন্স অনুষদ

১১ মার্চ ২০২২

দুপুর ৩ টা থেকে ৪ টা পর্যন্ত

সায়েন্স ও টেকনোলজি অনুষদ

১২ মার্চ ২০২২

সকাল ১০ টা থেকে ১১ টা পর্যন্ত

সিকিউরিটি অ্যান্ড স্ট্র্যাটেজিক অনুষদ 

১২ মার্চ ২০২২

দুপুর ৩ টা থেকে ৪ টা পর্যন্ত

ইউনিট পরিচিতি ও ভর্তি যোগ্যতা

বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনলাস (বিইউপি) স্নাতক প্রথম বর্ষের ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য মোট ৪টি ইউনিট রয়েছে। নিম্নে ইউনিটগুলোতে ভর্তির যোগ্যতা এবং মানবন্টন সম্পর্কে বিস্তারিত বনর্না করা হলো-

কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদ (FASS)

ভর্তি যোগ্যতা

যেসকল শিক্ষার্থী ২০২১ অথবা ২০২০ সালে এইচএসসি বা সমমান পরীক্ষায় পাশ করেছে সেসকল শিক্ষার্থী এ ইউনিটে ভর্তির জন্য আবেদন করতে পারবে। তবে, আবেদনের জন্য নিমোক্ত জিপিএ লাগবে-

বিজ্ঞান- বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী হলে এসএসসি বা সমান এবং এইচএসসি বা সমমান পরীক্ষায় (৪র্থ বিষয়সহ) প্রাপ্ত জিপিএ মোট জিপিএ ৯.০ থাকতে হবে  এবং উভয় পরীক্ষায় পৃথকভাবে অবশ্যই ৪.৫০ পেতে হবে।

ব্যবসায় শিক্ষা- ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থী হলে এসএসসি বা সমান এবং এইচএসসি বা সমমান পরীক্ষায় (৪র্থ বিষয়সহ) প্রাপ্ত জিপিএ মোট জিপিএ ৮.৫০ থাকতে হবে  এবং উভয় পরীক্ষায় পৃথকভাবে অবশ্যই ৪.০০ পেতে হবে।

মানবিক- মানবিক শিক্ষা বিভাগের শিক্ষার্থী হলে এসএসসি বা সমান এবং এইচএসসি বা সমমান পরীক্ষায় (৪র্থ বিষয়সহ) প্রাপ্ত জিপিএ মোট জিপিএ ৮.০০ থাকতে হবে  এবং উভয় পরীক্ষায় পৃথকভাবে অবশ্যই ৪.০০ পেতে হবে।

 

এ ইউনিটে যেসকল বিষয় রয়েছে-

  • ইংলিশ।
  • ইকোনমিকস।
  • পাবলিক এডমিনিস্টেশন।
  • সোশ্যিয়লোজি।
  • ডেভেলপমেন্ট স্টাডিজ।
  • ডিজেস্টার এন্ড হিউম্যান সিকিউরিটি।

 

পরীক্ষার মানবন্টন

মোট ১০০ নম্বরে পরীক্ষা অনুষ্ঠিত হবে। তার মধ্যে,

  • বাংলা-      ২০ নম্বর।
  • ইংরেজী-   ৪০ নম্বর।
  • সাধারণ জ্ঞান-     ৪০ নম্বর।

বি.দ্র: প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে ।

সকল বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তি দেখুন


বিজনেস স্টাডিজ অনুষদ (FBS)

ভর্তি যোগ্যতা

যেসকল শিক্ষার্থী ২০২১ অথবা ২০২০ সালে এইচএসসি বা সমমান পরীক্ষায় পাশ করেছে সেসকল শিক্ষার্থী এ ইউনিটে ভর্তির জন্য আবেদন করতে পারবে। তবে, আবেদনের জন্য নিমোক্ত জিপিএ লাগবে-

বিজ্ঞান- বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী হলে এসএসসি বা সমান এবং এইচএসসি বা সমমান পরীক্ষায় (৪র্থ বিষয়সহ) প্রাপ্ত জিপিএ মোট জিপিএ ৯.০ থাকতে হবে  এবং উভয় পরীক্ষায় পৃথকভাবে অবশ্যই ৪.২৫ পেতে হবে।

ব্যবসায় শিক্ষা- ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থী হলে এসএসসি বা সমান এবং এইচএসসি বা সমমান পরীক্ষায় (৪র্থ বিষয়সহ) প্রাপ্ত জিপিএ মোট জিপিএ ৮.৫০ থাকতে হবে  এবং উভয় পরীক্ষায় পৃথকভাবে অবশ্যই ৪.০০ পেতে হবে।

মানবিক- মানবিক শিক্ষা বিভাগের শিক্ষার্থী হলে এসএসসি বা সমান এবং এইচএসসি বা সমমান পরীক্ষায় (৪র্থ বিষয়সহ) প্রাপ্ত জিপিএ মোট জিপিএ ৮.৫০ থাকতে হবে  এবং উভয় পরীক্ষায় পৃথকভাবে অবশ্যই ৪.০০ পেতে হবে।

 

এ ইউনিটে যেসকল বিষয় রয়েছে-

  • বিবিএ – সাধারণ।
  • ফিনান্স।
  • অ্যাকাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেম।
  • মার্কেটিং।
  • ম্যানেজমেন্ট।

 

পরীক্ষার মানবন্টন

মোট ১০০ নম্বরে পরীক্ষা অনুষ্ঠিত হবে। তার মধ্যে,

  • গনিত- ৩৫ নম্বর।
  • ইংরেজি- ৩৫ নম্বর।
  • সাধারণ জ্ঞান ৩০ নম্বর।

বি.দ্র: প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে ।

আমাদের পিডিএফ বই কালেকশান গুলো পেতে 

বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদ (FST)

ভর্তি যোগ্যতা

যেসকল শিক্ষার্থী ২০২১ অথবা ২০২০ সালে এইচএসসি বা সমমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগ পাশ করেছে সেসকল শিক্ষার্থী এ ইউনিটে ভর্তির জন্য আবেদন করতে পারবে। তবে, আবেদনের জন্য নিমোক্ত জিপিএ লাগবে-

বিজ্ঞানঃ এসএসসি বা সমান এবং এইচএসসি বা সমমান পরীক্ষায় (৪র্থ বিষয়সহ) প্রাপ্ত জিপিএ মোট জিপিএ ৯.২৫ থাকতে হবে  এবং উভয় পরীক্ষায় পৃথকভাবে অবশ্যই ৪.৫০ পেতে হবে।

এ ইউনিটে যেসকল বিষয় রয়েছে-

  •  ইনফরমেশন এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং।
  • এনভায়রনমেন্টাল সায়েন্স।

পরীক্ষার মানবন্টন

মোট ১০০ নম্বরে পরীক্ষা অনুষ্ঠিত হবে। তার মধ্যে,

  • গনিত- ২৫ নম্বর।
  • পদার্থ- ২০ নম্বর।
  • রসায়ন- ২০ নম্বর।
  • ইংরেজি -১৫ নম্বর।

বি.দ্র: প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে ।

সিকিউরিটি এন্ড স্ট্রাটেজিক অনুষদ (FSSS)

ভর্তি যোগ্যতা

যেসকল শিক্ষার্থী ২০২১ অথবা ২০২০ সালে এইচএসসি বা সমমান পরীক্ষায় পাশ করেছে সেসকল শিক্ষার্থী এ ইউনিটে ভর্তির জন্য আবেদন করতে পারবে। তবে, আবেদনের জন্য নিমোক্ত জিপিএ লাগবে-

বিজ্ঞান- বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী হলে এসএসসি বা সমান এবং এইচএসসি বা সমমান পরীক্ষায় (৪র্থ বিষয়সহ) প্রাপ্ত জিপিএ মোট জিপিএ ৮.৫০ থাকতে হবে  এবং উভয় পরীক্ষায় পৃথকভাবে অবশ্যই ৪.০০ পেতে হবে।

ব্যবসায় শিক্ষা- ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থী হলে এসএসসি বা সমান এবং এইচএসসি বা সমমান পরীক্ষায় (৪র্থ বিষয়সহ) প্রাপ্ত জিপিএ মোট জিপিএ ৮.২৫ থাকতে হবে  এবং উভয় পরীক্ষায় পৃথকভাবে অবশ্যই ৩.৭৫ পেতে হবে।

মানবিক- মানবিক শিক্ষা বিভাগের শিক্ষার্থী হলে এসএসসি বা সমান এবং এইচএসসি বা সমমান পরীক্ষায় (৪র্থ বিষয়সহ) প্রাপ্ত জিপিএ মোট জিপিএ ৮.২৫ থাকতে হবে  এবং উভয় পরীক্ষায় পৃথকভাবে অবশ্যই ৩.৭৫ পেতে হবে।

 

এ ইউনিটে যেসকল বিষয় রয়েছে-

  • আইন ।
  • ইন্টারন্যাশনাল রিলেশনস।
  • মাস কমিউনিকেশন এন্ড জার্নালিজম।

পরীক্ষার মানবন্টন

মোট ১০০ নম্বরে পরীক্ষা অনুষ্ঠিত হবে। তার মধ্যে,

  • বাংলা  ২০
  • ইংলিশ          ৪০
  • সাধারণ জ্ঞান ৪০

 

 

বিইউপি ভর্তি সার্কুলার ২০২২

বিইউপি ভর্তি বিজ্ঞপ্তি ২০২২
বিইউপি ভর্তি বিজ্ঞপ্তি ২০২২
বিইউপি ভর্তি বিজ্ঞপ্তি ২০২২
বিইউপি ভর্তি বিজ্ঞপ্তি ২০২২

 

বিইউপি ভর্তি বিজ্ঞপ্তি ২০২২
বিইউপি ভর্তি বিজ্ঞপ্তি ২০২২

 

বিইউপি ভর্তি বিজ্ঞপ্তি ২০২২
বিইউপি ভর্তি বিজ্ঞপ্তি ২০২২

বিইউপি ভর্তি সার্কুলার ডাউনলোড

 

 

আবেদন লিংক

 

বিইউপি এডমিট কার্ড ডাউনলোড

যেসব শিক্ষার্থী বিইউপি ভর্তি পরীক্ষা ২০২২ প্রক্রিয়ায় অনলাইন আবেদন করেছেন তারা admission.bup.edu.bd লিঙ্কে প্রবেশ করে এডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button