বাংলা ভাষায় ফেসবুক ব্যবহার করার উপায়

বাংলা ভাষায় ফেসবুক ব্যবহার করবেন যেভাবে

বর্তমানে বিশ্বের জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম হচ্ছে ফেসবুক। দিনের অবসর সময়ের বেশিরভাগ এখন ফেসবুকেই কাটে। ষোল বছরের নিচ থেকে শুরু করে আশি বছরের বৃদ্ধ পর্যন্ত সবাই ফেসবুক ব্যবহার করে। পুরোনো বন্ধুকে খুঁজে পাওয়া থেকে শুরু করে নতুন বন্ধুর সাথে সুম্পর্ক বজায় রাখতে, নিজের পছন্দ অন্যকে জানাতে মানুষ এ প্ল্যাটফর্মটি ব্যবহার করে। এ প্লার্টফর্মটির কারণে মানুষের সম্পর্ক গভীর থেকে গভীরতর হচ্ছে।

বর্তমান বিশ্বের ২৮৫ কোটির বেশি মানুষ এ সাইটটি ব্যবহার করছে।  এদিক থেকে পিছিয়ে নেই বাংলাদেশ।  তবে, ব্যবহারকারীদের ব্যবহারের সুবিধা চিন্তা করে ফেসবুক অনেক ভাষায় ব্যবহারের সুযোগ দিচেছ। ইংরেজির পাশেপাশি বাংলা, হিন্দি,স্প্যানিশ তামিল, মারাঠি, তেলেগু, ফ্রেঞ্চ, সহ ১০০ টিরও অধিক ভাষায় ফেসবুক ব্যবহার করা যাচ্ছে।

আরও পড়ুন:

ফেসবুক হ্যাক হওয়া থেকে বাঁচার উপায়

ফেসবুক প্রোফাইল ও পেজ ভেরিফাই করার নিয়ম

আপনি চাইলে আপনার মাতৃভাষায় ফেসবুক ব্যবহার করতে পারবেন। কিন্তু এ বিষয়টি অনেকে জানেনা। আজকের এই পোস্টে কীভাবে বাংলায় ফেসবুক চালাবেন সে বিষয়ে আলোচনা করবো। তাহলে চলুন শুরু করা যাক….

বাংলায় ফেসবুক ব্যবহার করবেন যেভাবে

অ্যান্ড্রয়েড আইফোন থেকে যেভাবে করবেন-

> প্রথমেই আপনার মোবাইল থেকে ফেসবুক অ্যাপে প্রবেশ করুন ।
> তারপর ডান দিকের উপরে মেনু অপশন পাবেন । সেখানে ক্লিক করুন।
> তারপর স্ক্রোল ডাউন করে নিচের দিকে যান। দেখবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি (Settings & Privacy) নামে একটি অপশন পাবেন।  সেখানে ক্লিক করুন।
> তারপর স্ক্রিনে সেটিংস অপশন দেখাবে। সেখানে ক্লিক করুন।

> তারপর সেখানে থাকা ল্যাংগুয়েজ অ্যান্ড রিজন (Language & Region) অপশনে ক্লিক করুন।
> তারপর যে স্ক্রিন আসবে সেখানের প্রথম অপশনেই ভাষা পরিবর্তন করার জন্য অপশন দেখতে পাবেন।
> দ্বিতীয় অপশনে ক্লিক করে নিজের পছন্দের ভাষা বেছে নিয়ে অ্যাপের ভাষা পরিবর্তন করে নিন।
> এরপরে Save অপশন সিলেক্ট করলে আপনার Facebook অ্যাকাউন্টের ভাষা পরিবর্তন হয়ে যাবে।

আরও পড়ুন:

যেভাবে বন্ধ করবো ফেসবুকের কমেন্ট সেকশন

ফেসবুক গ্রুপের নোটিফিকেশন বন্ধের উপায়

 

কম্পিউওটার থেকে যেভাবে করবেন-

> আপনার কম্পিউটারের যে কোন ব্রাউজার থেকে ফেসবুক ওয়েবসাইটে প্রবেশ করুন।
> তারপর উপরের ডানদিকে একেবারে কোনায় আপনার প্রোফাইলের ইমেজ দেখাবে। সেখানে ক্লিক করুন।

> সেখানে ক্লিক করার পর সেটিংস অ্যান্ড প্রাইভেসি (Settings & Privacy) অপশন দেখতে পারবেন। সেখানে ক্লিক করুন।
> এরপর স্ক্রিনে সেটিংস অপশন দেখাবে। সেখানে ক্লিক করুন।

> তারপর সেখানে Account Settings পাবেন। সেখানে ক্লিক করুন।

> তারপর সেখানে থাকা Language & Region অপশনে ক্লিক করুন।

> এবার স্ক্রিনে অনেক অপশন দেখতে পাবেন। এখানে আপনার পছন্দের ল্যাংগুয়েজ বেছে নিন।

>ফেসবুক ল্যাংগুয়েজের পাশে এডিট (Edit) বাটন দেখতে পাবেন।
> এবার ড্রপ ডাউন মেনু থেকে নিজের পছন্দের ভাষা বেছে নিন।
> এরপর সেভ চেঞ্জেস সিলেক্ট করলে আপনার ফেসবুক অ্যাকাউন্টের ভাষা বদল হয়ে যাবে।

আরও পড়ুন:

হোয়াটসঅ্যাপে পিন রিসেট করার উপায়

হোয়াটসঅ্যাপে কেউ ব্লক করলে বুঝবেন যেভাবে

#########

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button