প্রাথমিকে বৃত্তি পাবে ৮২ হাজার ৫০০ শিক্ষার্থী | প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২২

প্রাথমিকে বৃত্তি পাবে কতজন শিক্ষার্থী?

প্রাথমিকে বৃত্তি পাবে সাড়ে ৮২ হাজার শিক্ষার্থী

১৩ বছর পর ফের চালু হয়েছে প্রাথমিকস্তরের পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষা। দেশের সকল জেলায় পিএসসি পরীক্ষা তুলে দেওয়ায় এ বৃত্তি পরীক্ষা ফের চালু হয়।

২০২২ সালের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত হয়েছে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা। এ বৃত্তি পরীক্ষায় মোট ৬ লাখ শিক্ষার্থী অংশ নিয়েছে। এবার এ ফলের বৃত্তিতে ৮২ হাজার ৫০০ শিক্ষার্থীকে বৃত্তি দেওয়া হবে বলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সূ্ত্রে জানা যায়, এবার ৩৩ হাজার শিক্ষার্থীকে ট্যালেন্টপুল ও ৪৯ হাজার ৫০০ শিক্ষার্থীকে সাধারণ গ্রেডে বৃত্তি প্রদান করা হবে।

ট্যালেন্টপুলে বৃত্তির ক্ষেত্রে একটি উপজেলায় মোট অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সংখ্যা বিবেচনায় মোট বৃত্তির ৫০ শতাংশ ছাত্র এবং ৫০ শতাংশ ছাত্রীদের মধ্যে মেধা অনুসারে বৃত্তি দেওয়া হবে।

সাধারণ গ্রেডে বৃত্তির ক্ষেত্রে ইউনিয়ন এবং ওয়ার্ডভিত্তিক ৩ জন ছাত্রী হিসেবে ৪৯ হাজার ৫০০ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হবে।

ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্তরা মাসিক ৩০০ টাকা করে পাবে। সাধারণ গ্রেডে বৃত্তিপ্রাপ্তরা মাসিক ২২৫ টাকা করে পাবে।

প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল ২০২২

২০২২ সালের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত হয়েছে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা। ২০২১ সালের জানুয়ারি মাসে বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ করা হবে।

#####

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button