ঢাকা বিশ্ববিদ্যালয় গ ইউনিট ভর্তি আবেদন যোগ্যতা, মান বন্টন, আসন সংখ্যা

ঢাবি গ ইউনিট ভর্তির এর আবেদন যোগ্যতা, মান বন্টন, বিষয়ভিত্তিক আসন সংখ্যা

ঢাকা বিশ্ববিদ্যালয় গ ইউনিট ভর্তি বিজ্ঞপ্তি ২০২১-২০২২। ঢাকা বিশ্ববিদ্যালয় সকল বিভাগের জন্য আলাদা আলাদা সার্কুলার নোটিশ প্রকাশিত হয়েছে। নিচে ঢাকা বিশ্ববিদ্যালয় গ ইউনিট (বিজনেস স্টাডিজ অনুষদ) বা ঢাবি গ ইউনিট ভর্তি পরীক্ষা বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে । ঢাবি গ ইউনিট ভর্তি বিজ্ঞপ্তি ২০২১-২০২২ জানতে পড়ুন।

ঢাবি ইউনিট ভর্তি পরীক্ষা বিজ্ঞপ্তি বা ঢাকা বিশ্ববিদ্যালয় ইউনিট ভর্তি বিজ্ঞপ্তি  ২০২১২০২২

ঢাকা বিশ্ববিদ্যালয় বিজনেস স্টাডিজ অনুষদ কে ঢাবি গ ইউনিট বলা হয়। ঢাবি গ ইউনিট ভর্তি পরিক্ষা বিজ্ঞপ্তি অনুযায়ী কেবলমাত্র ব্যবসায় শিক্ষা বিভাগের সকল শিক্ষার্থীরা ঢাবি গ ইউনিট ভর্তির জন্য আবেদন করতে পারবে ।

গুরুত্বপূর্ণ তথ্যাবলী

প্রযোজ্য বিভাগ: ব্যবসায় শিক্ষা

ভর্তি পরীক্ষার তারিখঃ ০৩ জুন ২০২২

ভর্তি পরীক্ষার সময়ঃ সকাল ১১ঃ০০ টা হতে ১২.৩০ পর্যন্ত

মোট বিভাগ: ৯ টি

আসন সংখ্যা: ১২৫০

আবেদন ফি: ৪৫০

আবেদনের লিংক:  admission.eis.du.ac.bd

 মূল বিজ্ঞপ্তি

ঢাবি ইউনিট ভর্তির আবেদন যোগ্যতা

  • আবেদন প্রার্থীকে অবশ্যই ২০১৬ হতে ২০১৯ সাল পর্যন্ত মাধ্যমিক ও সমমান এবং ২০২১ সাল এ উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষাতে ব্যবসায় শিক্ষা শাখা হতে উত্তীর্ণ হতে হবে ।
  • ঢাকা বিশ্ববিদ্যালয়ভর্তি পরীক্ষা ২০২১-২০২২ এ অংশগ্রহণ করার জন্য প্রার্থীর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষায় প্রাপ্ত মোট জিপিএ এর যোগফল সর্বনিম্ন ৭.৫০ থাকতে হবে। তবে, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষায় পরীক্ষায় আলাদাভাবে ন্যূনতম ৩.৫ থাকতে হবে ।
  • অর্থাৎ, এসএসসি সমমান এ সর্বনিম্ন ৩.৫০ থাকতে হবে এবং এইসএসসি সমমানেও সর্বনিম্ন ৩.৫০ থাকতে হবে।

 আরও পড়ুন: সাত কলেজ ভর্তি বিজ্ঞপ্তি ২০২১-২২

ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা সার্কুলার ২০২১-২০২২ এর মান বন্টন

ঢাকা বিশ্ববিদ্যালয় ২০২১-২০২২ ‍শিক্ষাবর্ষের গ ইউনিট এর ভর্তি পরীক্ষা MCQ এবং লিখিত পদ্ধতি অনুযায়ী অনুষ্ঠিত হবে। MCQ এবং লিখিত পরীক্ষার জন্য আলাদাভাবে ৪৫ মিনিট সময় বরাদ্দ থাকবে ।

সর্বমোট ১২০ নম্বরের প্রেক্ষিতে মেধা তালিকা তৈরা হবে। MCQ এবং লিখিত পরীক্ষা ১০০ নম্বর, এবং অবশিষ্ট ২০ নম্বর (চতুর্থ বিষয়সহ) মাধ্যমিক পরীক্ষায় প্রাপ্ত জিপিএ ২ দিয়ে এবং (চতুর্থ বিষয়সহ) উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রাপ্ত জিপিএ ২ দিয়ে গুন করা হবে। এই দুটির যোগ ফল ১০০ MCQ এবং লিখিত পরীক্ষার প্রাপ্ত নম্বরের সাথে যোগ করে মোট ১২০ নম্বরে শিক্ষার্থীদের মেধা তালিকা তৈরী করা হবে।

HSC ও SSC/O Level ও A Level জিপিএ ২০ নম্বর
 বহুনির্বাচনী (MCQ) ৬০ নম্বর
লিখিত পরীক্ষা ৪০ নম্বর
মোট ১২০ নম্বর

MCQ এর প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কর্তন করা হবে।

আরও পড়ুন: বিশ্ববিদ্যালয় ভর্তির সহায়ক পিডিএফ বই

 

ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা সার্কুলার ২০২১-২০২২ অনুযায়ী বহুনির্বাচনী (MCQ) পরীক্ষার মান বন্টন

বিষয় নম্বর  প্রশ্ন 
বাংলা (আবশ্যিক) ১২ ১২
 ইংরেজি (আবশ্যিক) ১২ ১২
হিসাববিজ্ঞান (আবশ্যিক) ১২ ১২
 ব্যবসায় নীতি ও প্রয়োগ (আবশ্যিক) ১২  ১২
 মার্কেটিং/ ফিন্যান্স এন্ড ব্যাংকিং (আবশ্যিক) ১২ ১২
মোট নম্বর = ৬০  মোট প্রশ্ন = ৬০

* প্রতিটি প্রশ্নের মান ১ নম্বর

লিখিত পরীক্ষার মান বন্টন

বিষয় প্রশ্ন সংখ্যা নম্বর 
অনুবাদ বাংলা থেকে ইংরেজি ০৫ ০৫
অনুবাদ  ইংরেজি থেকে বাংলা ০৫ ০৫
বিষয় ভিত্তিক সংক্ষিপ্ত প্রকাশ (ইংরেজি) ০৫ ০৫
Precis writing ০১ ০৫
সংক্ষিপ্ত রচনা (বাংলা) ০১ ০৫
৫ টি আবশ্যিক বিষয় থেকে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর ০৫ ১৫
মোট প্রশ্ন = ২২ মোট নম্বর = ৪০

ঢাবি ইউনিট ভর্তি পরীক্ষা ২০২১-২০২২ এ পাশ নম্বর

মেধাক্রম

ভর্তি পরীক্ষাতে প্রাপ্ত নম্বর এর ভিত্তিতে মেধাক্রম অনুযায়ী ১,২৫০ জন প্রার্থীকে ভর্তির জন্য নির্বাচন করা হবে। তবে, MCQ অংশে ইংরেজিতে ন্যূনতম ০৫ নম্বর এবং সর্বমোট ২৪ নম্বর পেতে হবে। এছাড়া লিখিত অংশে ন্যূনতম গ্রহণযোগ্য নম্বর ১১। তবে, MCQ ও লিখিত দুই অংশ মিলে ন্যূনতম ৪০ নম্বর পেতে হবে।

উপরোক্ত সকল শর্তসমূহ সাধারণ শিক্ষার্থী সহ কোটাধারী পরীক্ষার্থীর ক্ষেত্রে সমভাবে প্রযোজ্য হবে। MCQ পরীক্ষাতে উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে মেধাক্রম অনুসারে আসন সংখ্যার ন্যূনতম ৩ গুন প্রার্থীদের লিখিত উত্তর পত্র মূল্যায়ণ করা হবে।

বিষয়ভিত্তিক আসন সংখ্যা

ভর্তির জন্য নির্বাচিত সর্বমোট ১২৫০ জন শিক্ষার্থীকে মেধা ক্রম অনুসারে নিম্ন টেবিলে লিখিত ৯ (নয়) টি বিভাগে ভর্তির জন্য বিবেচনা করা হবে:

ম্যানেজমেন্ট ১৮০ জন
একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস ১৮০ জন
মার্কেটিং ১৮০ জন
ফিন্যান্স ১৮০ জন
ব্যাংকিং এন্ড ইস্যুরেন্স ১৫০ জন
ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম্স ১১৫ জন
ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট ১১৫ জন
ইন্টারন্যাশনাল বিজনেস ১১৫ জন
অর্গানাইজেশন স্ট্রেটেজি এন্ড লিডারশীপ ৩৫ জন
মোট আসন সংখ্যা ১২৫০

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button