ডাকসুর সবচেয়ে বয়স্ক ভোটার— কে এই ড. ইউসুফ
এডুওয়াচ ডেস্ক
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ২০২৫ নির্বাচনে ভোটার তালিকায় নজর কেড়েছে একজন বয়স্ক ব্যক্তির নাম। ধারণা করা হচ্ছে ডাকসুর সবচেয়ে বয়স্ক ভোটার তিনি। বলছি, অধ্যাপক ড. মাহমুদুল হাসান ইউসুফের কথা।
অধ্যাপক মাহমুদুল হাসান ইউসুফ ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাবেক শিক্ষার্থী। সম্প্রতি মাস্টার্সে খালি থাকা আসনে ভর্তি পরীক্ষার মাধ্যমে নতুন করে ভর্তি হয়েছেন তিনি। শিক্ষাজীবনের পাশাপাশি দীর্ঘ সময় তিনি শিক্ষকতা ও প্রশাসনিক দায়িত্ব পালন করেছেন। তবে শিক্ষায় নিবেদিত এই ব্যক্তি এবার ব্যতিক্রম এই অর্জনের মধ্য দিয়ে উঠে এলেন নেটিজেনদের আলোচনার কেন্দ্রতে।
খোঁজ নিয়ে জানা গেছে, ড. ইউসুফের রেজিস্ট্রেশন বর্ষ ১৯৯১-৯২। বর্তমানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগে মাস্টার্সে অধ্যয়নরত। পাশাপাশি তিনি বিশ্ববিদ্যালয়ের শেখ মুজিবুর রহমান হলের অনাবাসিক শিক্ষার্থী হিসেবে ভোটার তালিকায় স্থান পেয়েছেন।
ড. ইউসুফ বর্তমানে ইল্লানুর ইনস্টিটিউটের ধর্মবিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন। এ ছাড়া দারুল ইহসান বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগ ও দাওয়াহ বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান তিনি।
এ ছাড়া ২০১১ সালের ১ জানুয়ারি থেকে বর্তমান পর্যন্ত ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ডিআইইউ) অধ্যাপকের দায়িত্ব পালন করছেন। এর আগে ২০০৮ থেকে ২০১০ পর্যন্ত সহযোগী অধ্যাপক এবং ১৯৯৯ থেকে ২০০৮ সাল পর্যন্ত প্রভাষক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
ড. মাহমুদুল হাসান ইউসুফ শিক্ষাদানের পাশাপাশি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের খতিব হিসেবেও দায়িত্ব পালন করছেন। এ ছাড়া তিনি আরবির ওপর বই সম্পাদনা করেছেন বলেও জানা গেছে। পাশপাশি আরবি ভাষার একজন প্রশিক্ষক হিসেবেও কাজ করছেন এই অধ্যাপক।
/আইএস