টেলিগ্রামে মেসেজ শিডিউল করবেন যেভাবে

টেলিগ্রামে আপনার মেসেজ যেভাবে শিডিউল করবেন

বর্তমানে খুবই পরিচিত এবং জনপ্রিয় ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ হচ্ছে Telegram. দিন দিন এ সাইটির জনপ্রিয়তা বেড়েই যাচ্ছে। যদিও Meta মালিকানাধীন ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ WhatsApp এর জনপ্রিয়তার সাথে Telegram পেরে উঠতে পারেনি। ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপের মধ্যে জনপ্রিয়তার দ্বিতীয় স্থানে রয়েছে রাশিয়ান মেসেজিং অ্যাপ টেলিগ্রাম। WhatsApp কে পাল্লা দিয়ে একের পর এক ফিচার এনেছে সাইটটি। বিশ্বজুড়ে লাখ লাখ মানুষ Telegram ব্যবহার করছে।

 

আরও পড়ুন:

যেভাবে বন্ধ করবো ফেসবুকের কমেন্ট সেকশন

হোয়াটসঅ্যাপে কেউ ব্লক করলে বুঝবেন যেভাবে

জিমেইল পাসওয়ার্ড ভুলে গেলে উদ্ধার করবেন যেভাবে

 

অন্যান্য ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপে কোন মেসেজ শিডিউল করে রাখার সুবিধা না থাকলেও এই সুবিধা পাওয়া যায় টেলিগ্রামে। অর্থাৎ আপনি আপনার টেলিগ্রাম একাউন্ট থেকে অন্য ব্যক্তিকে যে মেসেজ লিখে রাখুন না কেন আপনার দেওয়া সময় অনুয়ায়ী নির্দিষ্ট সময়ে সেটি ডেলিভারি হবে।

তাহলে জেনে নেওয়া যাক কীভাবে টেলিগ্রামে মেসেজ শিডিউল করে রাখতে হয়।

টেলিগ্রামে মেসেজ শিডিউল করবো কীভাবে

  • প্রথমে আপনাকে Telegram অ্যাপের Chat অপশনে যেতে হবে।
  • তারপর যাকে যা মেসেজ লিখতে চান লিখবেন। কিন্তু মেসেজ পাঠানোর জন্য যে Telegram এর যে চিহ্ণটি রয়েছে। সেটির মধ্যে অনেকক্ষণ ধরে প্রেস করে রাখুন।
  • তারপর দেখবেন আপনাকে দুটি অপশন দেখাবে একটি হলো Schedule message এবং অন্যটি হলো Sent without Sound.
  • এবার আপনি Schedule message অপশনটিতে ক্লিক করুন।
  • তারপর নির্দিষ্ট তারিখ ও সময় সেট করুন। যে সময়ে আপনি মেসেজটি পাঠাতে চান।
  • কাজটি হয়ে গেলে নিচের বাটনে ক্লিক করুন।
  • ওকে হয়ে গেলো এখন আপনার মেসেজ শিডিউল করা। এবার আপনার দেওয়া সময়েই মেসেজ ডেলিভারি হবে।

 

আরও পড়ুন:

ফেসবুক গ্রুপের নোটিফিকেশন বন্ধের উপায়

গুগলে দ্রুত সঠিক তথ্য খুঁজে পাওয়ার কৌশল

লুকিয়ে আপনার হোয়াটসঅ্যাপে কেউ ঢুকছে কি না বুঝবেন যেভাবে

######

2 Comments

  1. আমার আইডি হ্যাক করা হয়েছে আমি আমার আইডি ফেরত চাই পারবেন কি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button