জুলাই সহযোদ্ধাদের ওপর হুমকি এলে ছাত্রশিবির বসে থাকবে না: জাহিদুল ইসলাম

জুলাই সহযোদ্ধাদের ওপর কোনো হুমকি এলে ছাত্রশিবির বসে থাকবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। তিনি বলেন, ছাত্রশিবিরের সঙ্গে অন্য আদর্শিক জায়গা থেকে বিভেদ থাকতে পারে কিন্তু আমাদের জুলাই সহযোদ্ধাদের ওপর কোনো হুমকি এলে ছাত্রশিবির বসে থাকবে না। গতকালের গোপালগঞ্জের ঘটনা প্রমাণ করে বাংলাদেশ থেকে এখনো ফ্যাসিবাদ নির্মূল হয়নি।

আজ বৃহস্পতিবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) বিজ্ঞান অনুষদের মাঠে নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

এসময় তিনি বলেন, আমরা জাতিগতভাবে এখনো আমাদের আদর্শ ঠিক করতে পারিনি। আমরা যখন সংবিধানে গণতন্ত্রের কথা বলছি ঠিক তখনি আবার সমাজতন্ত্রের কথাও বলছি। যার একটা আরেকটার সঙ্গে কনফ্লিক্টিং।

নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, পৃথিবীতে মানুষের যত অর্জন আছে সেটাই শেষ অর্জন নয়। প্রতিটি অর্জন নতুন কিছু অর্জনের দ্বার খুলে দেয়।

অনুষ্ঠানে জবি উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম বলেন, আমরা সব বিশ্ববিদ্যালয়ের আগে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের কার্যক্রম শুরু করেছি। তোমরা যেন সবার আগে শেষ করতে পারো আমরা সেটাই চাই। আমরা রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন চাই। ছাত্রশিবির আজকে যেই উদ্যোগ নিয়েছে অন্যান্য ছাত্রসংগঠনকে এরকম কার্যক্রম আয়োজনের আহ্বান জানাই।

জবি শাখা ছাত্রশিবিরের সভাপতি রিয়াজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মির্জা গালিব। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের শিক্ষক অধ্যাপক ড. বিলাল হোসাইন। এছাড়া, বিশিষ্ট শিক্ষাবিদ আব্দুল মান্নান, জবি শিবিরের সাবেক সভাপতি মাসুদুর রহমান, শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি দেলোয়ার হোসেন, জবি শিবিরের সদ্য সাবেক সভাপতি আসাদুল ইসলামসহ বর্তমান নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button