জামায়াত আমিরের সুস্থতা কামনা এনসিপি নেতা সারজিসের
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশ বক্তব্য দেওয়ার সময় পড়ে যান জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।
আজ শনিবার (১৯ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। পরে উঠে দাঁড়িয়ে বক্তব্য দিতে গেলে ফের তিনি পরে যান। এক পর্যায়ে তিনি শুয়ে পড়েন। এ সময় স্টেজ থেকে চিকিৎসকদের বরাত দিয়ে জানানো হয়, তার পক্ষে আর বক্তব্য দেওয়া ঠিক হবে না। যদিও এরপরও তিনি বসে বক্তব্য শুরু করেন।
এ ঘটনায় জামায়াত আমিরের সুস্থতা কামনা করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাস দিয়েছেন জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) উত্তরাঞ্জলের মুখ্য সংগঠক সারজিস আলম।
পোস্টে তিনি লিখেন, ‘আল্লাহ জামায়াতে ইসলামীর সম্মানিত আমীরকে সুস্থতা ও নেক হায়াত দান করুন।’