চীনের সহযোগিতা দেশের শিক্ষা খাতের উন্নয়নে ভূমিকা রাখছে: ইউজিসি চেয়ারম্যান

স্টাফ রিপোর্টার
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর ড. এসএমএ ফায়েজ বলেছেন, বাংলাদেশের শিক্ষার উন্নয়নে চীন গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। বাংলাদেশ ও চীনের মধ্যে সম্পর্ক কেবল দীর্ঘদিনেরই নয়, এটি আস্থা, পারস্পরিক সম্মান ও সহযোগিতার ওপর প্রতিষ্ঠিত।
গতকাল সোমবার রাজধানীর একটি হোটেলে ঢাকায় চীন দূতাবাস ও অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ চায়না অ্যালামনাই আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইউজিসি চেয়ারম্যান এসব কথা বলেন। চীন সরকারের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ চায়না অ্যালামনাইয়ের সাধারণ সম্পাদক ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পলিটিক্যাল স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. সাহাবুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন চীনা দূতাবাসের কালচারাল কাউন্সেলর লি সাওপিং।
অনুষ্ঠানে এ বছর সফলভাবে ইংলিশ চ্যানেল পার হওয়া নাজমুল হক হিমেলকে সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন—আয়োজক সংগঠনের সহ-সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম বিভাগের প্রফেসর ড. রাকিবুল হক, যুগ্ম-সম্পাদক ও লাইফ লং হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. কাউছার স্বপন, যুগ্ম সম্পাদক ও উহান বিশ্ববিদ্যালয়ের পিএইচডি গবেষক মারুফ হাসান, সমাজসেবা সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইএমএলের চাইনিজ বিভাগের শিক্ষক জান্নাতুন নাহার ও চীনা দূতাবাসের কালচারাল অ্যাটাশে নিলম্বর।
এমআইএইচ
