গুচ্ছ ভর্তি পরিক্ষা সার্কুলার ২০২২ তারিখ, যোগ্যতা, মান বন্টন। GST ভর্তি বিজ্ঞপ্তি ২০২২

GST ভর্তি বিজ্ঞপ্তি ২০২২।গুচ্ছ ভর্তি বিজ্ঞপ্তি ২০২২। গুচ্ছ ভর্তি পরিক্ষা সার্কুলার ২০২২

আগামী ২০২১-২০২২ শিক্ষাবর্ষে পাবলিক বিশ্ববিদ্যালয়ের স্নাতক পর্যায়ে GST গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা । gstadmission.ac.bd সাইটে সাধারন এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে GST ভর্তি বিজ্ঞপ্তি ২০২২ (গুচ্ছ ভর্তি পরিক্ষা সার্কুলার ২০২২) প্রকাশ করা হবে। গুচ্ছ পদ্ধতি ভর্তি পরীক্ষা বা GST ভর্তি পরিক্ষা কিভাবে নেওয়া হবে, কোন পদ্ধতিতে পরীক্ষার্থী বাছাই করা হবে, ভর্তি পরীক্ষার স্থান, GST ভর্তি মান বন্টন কেমন হবে এবং GST ভর্তি পরিক্ষা সম্পর্কিত আরোও বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য জানব।

গুচ্ছ ভর্তি বিজ্ঞপ্তি ২০২২

গুচ্ছ ভর্তি পরিক্ষা সার্কুলার ২০২২ বা GST ভর্তি বিজ্ঞপ্তি ২০২২

গুচ্ছ ভর্তি পরিক্ষা সার্কুলার ২০২২ বা GST ভর্তি বিজ্ঞপ্তি ২০২২ এ দেশের ৩২ টি বিশ্ববিদ্যালয়  ২০২১-২০২২ শিক্ষাবর্ষে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা আয়োজন করবে। তিন ধাপে আগামী ৩, ১০ ও ১৭ সেপ্টেম্বর- গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়গুলো পরবর্তীতে নিজ একাডেমিক কাউন্সিল সভায় প্রস্তুতি নেবে।

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি), ভর্তি পরীক্ষা নিয়ে উপাচার্যদের সঙ্গে হয়া এক সভায় সিদ্ধান্ত হয় যে, আগামী ২০২১-২০২২ শিক্ষাবর্ষে স্নাতক পর্যায়ে দেশের ৩২টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। গত ২০-২১ শিক্ষাবর্ষে, ২০ টি বিশ্ববিদ্যালয় গুচ্ছ পদ্ধতিতে পরীক্ষা নিয়েছিল। ২০২১-২০২২ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় নতুনভাবে আরো ১২ টি বিশ্ববিদ্যালয় যুক্ত হয়েছে। কিশোরগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় এবার প্রথমবারের মতো গুচ্ছ ভর্তি পরিক্ষা সার্কুলার ২০২২ অন্তর্ভুক্ত হয়েছে।

গুচ্ছ ভর্তি পরিক্ষা সার্কুলার ২০২২ এর গুরুত্বপূর্ণ তারিখ সময়

আবেদন শুরু :

শেষ তারিখ :

আবেদন ফি : ৫০০ টাকা

প্রাথমিক ফলাফল :

ভর্তি পরীক্ষা শুরু :

 আবেদন লিংকgstadmission.ac.bd

 গুচ্ছ ভর্তি পরীক্ষার  ফলাফল লিংকঃ প্রকাশিত হলে পাবেন।

জিএসটি GST ভর্তি পরিক্ষার তারিখ

সমন্বিত বিশ্ববিদ্যালয় গুলোর (গুচ্ছ ভর্তি পরিক্ষা সার্কুলার ২০২২ ) GST ভর্তি পরীক্ষার তারিখ প্রকাশিত হয়েছে। সব গুলো ইউনিটের পরীক্ষা দুপুর ১২.০০টা হতে ১.০০ টা পর্যন্ত। তিন ধাপে এই পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে আগামী ৩, ১০ ও ১৭ সেপ্টেম্বর-। তবে কখন কোন ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে, সে সময় এখনও চূড়ান্তভাবে ঘোষনা করা হয় নি ।

A ইউনিট – (বিজ্ঞান)
B ইউনিট – (মানবিক)
C ইউনিট -(বানিজ্য)

GST ভর্তি আবেদন ২০২২ অনুযায়ী GST ভর্তি পরীক্ষার যোগ্যতা

২০১৮ এবং ২০১৯ সালের এসএসসি বা সমমান পরিক্ষা ও ২০২০ এবং ২০২১ সালের এইচএসসি বা সমমান পরিক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা গুচ্ছ ভর্তি পরীক্ষার জন্য অনলাইন প্রাথমিক আবেদন করতে পারবে। তবে, বিভিন্ন বিভাগের জন্য আলাদা আলাদা জিপিএ ভিত্তিক যোগ্যতা নির্ধারণ করা হয়েছে ।

  • A ইউনিটবিজ্ঞান

A ইউনিট (বিজ্ঞান) এ আবেদন করতে হলে এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ আবেদনকারীদের এসএসসি বা সমমান এবং এইচএসসি বা সমমান উভয় পরীক্ষায় ৪র্থ বিষয়সহ সর্বনিম্ন জিপিএ ৩.৫০ সহ মোট জিপিএ ৮.০০ থাকতে হবে।

মাদ্রাসা বোর্ড (বিজ্ঞান), ভোকেশনাল (এইচএসসি), সাধারন শিক্ষাবোর্ডের বিজ্ঞান শাখাসহ বিজ্ঞান শাখা হিসাবে বিবেচিত হবে।

  • B ইউনিটমানবিক

B ইউনিট (মানবিক) এ আবেদন করতে হলে এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ আবেদনকারীদের এসএসসি বা সমমান এবং এইচএসসি বা সমমান উভয় পরীক্ষায় ৪র্থ বিষয়সহ সর্বনিম্ন জিপিএ ৩.৫০ সহ মোট জিপিএ ৭.০০ থাকতে হবে।

সাধারন শিক্ষাবোর্ডের মানবিক শাখাসহ গার্হস্থ্য অর্থনীতি, মিউজিক, এবং মাদ্রাসা বাের্ড (মুজাব্বিদ,সাধারন) মানবিক শাখা হিসাবে বিবেচিত হবে।

  • C ইউনিটব্যবসায় শিক্ষা

C ইউনিট (মানবিক) এ আবেদন করতে হলে এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ আবেদনকারীদের এসএসসি বা সমমান এবং এইচএসসি বা সমমান উভয় পরীক্ষায় ৪র্থ বিষয়সহ সর্বনিম্ন জিপিএ ৩.৫০ সহ মোট জিপিএ ৭.৫০ থাকতে হবে।

সাধারন শিক্ষাবোর্ডের বাণিজ্য শাখাসহ ডিপ্লোমা ইন বিজনেস স্টাডিস, ব্যবসায় ব্যবস্থাপনা (এইচএসসি), ডিপ্লোমা ইন কমার্স, বাণিজ্য শাখা হিসাবে বিবেচিত হবে।

গুচ্ছ ভর্তি পরিক্ষা সার্কুলার ২০২২ এ ভর্তি পরিক্ষার যোগ্যতা

গ্রুপ পরীক্ষা জিপিএ
বিজ্ঞান [এসএসসি+এইচএসসি] ৮.০০
মানবিক [এসএসসি+এইচএসসি] ৭.৫০
বানিজ্য [এসএসসি+এইচএসসি] ৭.০০

জিসিই O এবং A লেভেল এর শিক্ষার্থীদের যোগ্যতা ভর্তি বিজ্ঞপ্তিতে দেখুন ।

 আরও পড়ুন: বিশ্ববিদ্যালয় ভর্তির সহায়ক সকল পিডিএফ বই

গুচ্ছ ভর্তি পরিক্ষা সার্কুলার ২০২২ এ পরীক্ষার্থী বাছাই পদ্ধতি

প্রাথমিকভাবে আবেদনকৃত শিক্ষার্থীদের মেধা তালিকা এসএসসি ও সমমান এবং এইচএসসি ও সমমান পরীক্ষার মোট ফলাফলের উপর ভিত্তি করে প্রণয়ন করা হবে । চুড়ান্ত আবেদনের মেধাতালিকা তৈরির প্রক্রিয়াটি নিম্নে দেওয়া হল :

বিজ্ঞান বিভাগ

বাছাইয়ের শর্ত জিপিএ (৪র্থ বিষয়সহ)

(এইচএসসি ৬০%+এসএসসি ৪০%)

নম্বর (৪র্থ বিষয়সহ)

(এইচএসসি ৬০%+এসএসসি ৪০%)

এইচএসসি পদার্থ বিজ্ঞান এইচএসসি রসায়ন
জিপি নম্বর জিপি নম্বর
বাছাইক্রম

বাণিজ্য শাখা

বাছাইয়ের শর্ত জিপিএ (৪র্থ বিষয়সহ)

(এইচএসসি ৬০% +এসএসসি ৪০%)

নম্বর (৪র্থ বিষয়সহ)

(এইচএসসি ৬০% +এসএসসি ৪০%)

এইচএসসি বাংলা এইচএসসি ইংরেজী
জিপি নম্বর জিপি নম্বর
বাছাইক্রম

মানবিক শাখা

বাছাইয়ের শর্ত জিপিএ (৪র্থ বিষয়সহ)

(এইচএসসি ৬০% +এসএসসি ৪০%)

নম্বর (৪র্থ বিষয়সহ)

(এইচএসসি ৬০% +এসএসসি ৪০%)

এইচএসসি বাংলা এইচএসসি ইংরেজী
জিপি নম্বর জিপি নম্বর
বাছাইক্রম

প্রাথমিক আবেদনকারীদের মেধাতালিকা প্রস্তুত করা হবে উপরোল্লিখিত সর্বোচ্চ ৬টি মানদন্ড ব্যবহার করে। চুড়ান্ত আবেদন নির্ধারিত সময়ে সম্পন্ন করতে হবে। নির্ধারিত সময়ে চূড়ান্ত আবেদন না হলে পরবর্তী মেধাতালিকা হতে প্রয়োজনীয় সংখ্যক শিক্ষার্থীদের চুড়ান্ত আবেদন এর সুযাগ করে দেওয়া হবে।

GST ভর্তি বিজ্ঞপ্তি ২০২২ এর আরো উল্লেখ করা হয় যে, ২৮ টি পরীক্ষাকেন্দ্র হতে চুড়ান্ত আবেদনের ক্ষেত্রে শিক্ষার্থীদের নূন্যতম ৫টি কেন্দ্র পছন্দের তালিকায় রাখতে হবে।

গুচ্ছ ভর্তি বিজ্ঞপ্তি ২০২২ অনুযায়ী গুচ্ছ ভর্তি পরীক্ষার মানবন্টন ২০২২

মোট ১০০ নম্বরে GST ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে । সব গুলো ইউনিটের পরীক্ষাই ১ ঘন্টায় হবে । নিচে সকল ইউনিটের মানবন্টন দেওয়া হল –

  • বিজ্ঞান শাখা ( ইউনিট)
  বিষয়  নম্বর  মোট নম্বর
 আবশ্যিক বিষয় পদার্থবিজ্ঞান ২০  ৬০
রসায়ন ২০
বাংলা ১০
ইংরেজী ১০
ঐচ্ছিক ( যে কোন দুইটি) গণিত ২০  ৪০
জীববিজ্ঞান ২০
আইসিটি ২০

 

  • মানবিক শাখা ( বি ইউনিট )
বিষয় মান
বাংলা ৪০
ইংরেজী ৩৫
আইসিটি ২৫
মোট ১০০ নম্বর

 আরও পড়ুন: বিশ্ববিদ্যালয় ভর্তির সকল আপডেট

  • বাণিজ্য শাখা ( সি ইউনিট)
বিষয় মান
হিসাববিজ্ঞান ২৫
ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২৫
বাংলা ১৩
ইংরেজী ১২
আইসিটি ২৫
মোট ১০০ নম্বর
  • গণিত, আইসিটি, ও জীববিজ্ঞান যেকোন দুটি বিষয় পরীক্ষা হবে।

GST ভর্তি বিজ্ঞপ্তি ২০২২ বা গুচ্ছ ভর্তি বিজ্ঞপ্তি ২০২২

GST ( General and Science Technology) এর ২০২১-২০২২ শিক্ষাবর্ষের বিশ্ববিদ্যালয়সমূহের গুচ্ছ পদ্ধতি ভর্তি বিজ্ঞপ্তি এখনও প্রকাশিত হয় নি।

আমাদের পিডিএফ বই কালেকশান গুলো পেতে 

গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা বিশ্ববিদ্যালয়ের তালিকা 

যে ৩২ টি পাবলিক বিশ্ববিদ্যালয় নিয়ে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরিক্ষা জন্য সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেগুলোর মধ্যে সাধারণ বিশ্ববিদ্যালয় ০৯টি এবং বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদালয় ২৩ টি ।

সাধারণ বিশ্ববিদ্যালয়  বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদালয় 
১. জগন্নাথ বিশ্ববিদ্যালয় ১০. শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
২. বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর ১১. পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
৩. শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় (নেত্রকোনা) ১২. বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
৪. জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ১৩. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল বিশ্ববিদ্যালয়
৫. বরিশাল বিশ্ববিদ্যালয় ১৪. রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
৬. রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ১৫. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জ
৭. কুমিল্লা বিশ্ববিদ্যালয় ১৬. পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
৮. খুলনা বিশ্ববিদ্যালয় ১৭. যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
৯. ইসলামী বিশ্ববিদ্যালয় ১৮. নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
  ১৯. মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
  ২০. হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
  ২১. কিশোরগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
২২. চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

গুচ্ছ ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড

গুচ্ছ ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করার লিংক এই পোস্টে পাবেন। প্রবেশপত্র ডাউনলোড করা সময় হলে এইখানেই লিংকটি পাবেন।

বিশ্ববিদ্যালয় ভর্তি সংক্রান্ত সকল আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ যোগ দিন ।

eduwatchbd.com facebook page
eduwatchbd.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button