কুবিতে নতুন ১৮ বিভাগ চালুর অনুমোদন

এডুওয়াচ ডেস্ক
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) নতুন করে আরো ১৮টি বিভাগ চালুর অনুমোদন দিয়েছে একাডেমিক কাউন্সিল। একাডেমিক কাউন্সিলে সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক ড. হায়দার আলী। সোমবার বিশ্ববিদ্যালয়ের ৮৯তম একাডেমিক কাউন্সিলে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে নিশ্চিত করেন কাউন্সিলের এক সদস্য।

বিজ্ঞান অনুষদে তিনটি, সামাজিক বিজ্ঞান অনুষদে তিনটি, কলা ও মানবিক অনুষদে তিনটি, ব্যবসায় অনুষদে চারটি, প্রকৌশল অনুষদে চারটি এবং আইন ও বিচার অনুষদে একটি বিভাগ চালুর অনুমোদন দেওয়া হয়েছে।

বিভাগগুলো হচ্ছে, পরিবেশ বিজ্ঞান বিভাগ, বায়োকেমিস্ট্রি ও মলিকুলার বায়োলজি, বায়োটেকনোলজি ও জেনেটিক ইঞ্জিনিয়ারিং, সামাজিক বিজ্ঞান অনুষদে সমাজবিজ্ঞান বিভাগ, জনসংখ্যা বিজ্ঞান ও আন্তর্জাতিক সম্পর্ক ।
কলা ও মানবিক অনুষদেÑইসলামিক স্টাডিজ ও সংস্কৃতি, ইতিহাস ও দর্শন বিভাগ।

ব্যবসায় অনুষদে- আন্তর্জাতিক ব্যবসায়, ট্যুরিজম ও হসপিটালিটি ম্যানেজমেন্ট, বিজনেস ইনফরমেটিকস ও লজিস্টিকস ও মার্চেন্ডাইজিং।

প্রকৌশল অনুষদে- ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, কৃত্রিম বুদ্ধিমত্তা, সিভিল ইঞ্জিনিয়ারিং ও মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ এবং আইন ও বিচার অনুষদে- অপরাধবিদ্যা ও ফৌজদারি বিচার বিভাগ চালুর অনুমোদন দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button