এসএসসি-এইচএসসির খাতা অন্য কাউকে দিয়ে দেখালে দুই বছরের জেল

এসএসসি-এইচএসসিসহ যে‌কোন পাবলিক পরীক্ষার খাতা প্রধান পরীক্ষক/পরীক্ষক ছাড়া অন‌্য কোন ব‌্যক্তি দেখ‌লে দুই  বছ‌রের কারাদন্ড ব‌লে জানিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। আজ শনিবার (১৯ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস এম কামাল উদ্দিন হায়দার।

বিজ্ঞপ্তিতে তি‌নি ব‌লেন, শিক্ষা বোর্ডের পাবলিক পরীক্ষার উত্তরপত্র গোপনীয় দলিল। এটি প্রধান পরীক্ষক/পরীক্ষকদের কাছে পবিত্র আমানত। কিন্তু উত্তরপত্রের বৃত্ত পূরণ/মূল্যায়ন কাজে শিক্ষার্থী, অভিভাবক কিংবা পরিবারের অন্য কোনো সদস্যকে সম্পৃক্ত করা আইনত দণ্ডনীয় অপরাধ। এমন কোন কাজ কর‌লে পরীক্ষা পরিচালনা সংক্রান্ত ১৯৮০ সনের ৪২ নম্বর আইনের ১০ ধারায় এই অপরাধের সর্বোচ্চ দুই বছর পর্যন্ত কারাদণ্ড, অর্থদণ্ড কিংবা উভয় দণ্ড দেওয়ার বিধান রয়েছে।

বিজ্ঞপ্তিতে সকল শিক্ষা প্রতিষ্ঠান, পরীক্ষক এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের উত্তরপত্র মূল্যায়ন ও সংরক্ষণের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা ও গোপনীয়তা বজায় রাখার আহ্বান জানানো হয়েছে। একইসা‌থে বিষয়টি অতীব জরুরি বলে বিজ্ঞপ্তিতে বলা হ‌য়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button