এনসিপি নেতা নাসিরুদ্দীন পাটওয়ারীর বক্তব্যে ছাত্রদলের নিন্দা ও প্রতিবাদ

কক্সবাজারে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদকে নিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দীন পাটওয়ারীর বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। আজ শনিবার (১৯ জুলাই) সন্ধ্যায় ছাত্রদলের দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মোঃ জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।

বিজ্ঞপ্তিতে ছাত্রদল জানায়, কক্সবাজারে গিয়ে জননন্দিত নেতা সালাহউদ্দিন আহমেদ সম্পর্কে তীব্র উস্কানিমূলক ও ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য প্রদান করেছেন নব্য এনসিপি নেতা নাসিরুদ্দীন পাটওয়ারী। প্রায়শই দেশের সম্মানিত জাতীয় নেতাদের বিষয়ে চরম অশ্রদ্ধাপূর্ণ, রাজনৈতিক শিষ্টাচারবিরোধী অসংলগ্ন বক্তব্য দিয়ে থাকেন হঠাৎ গজিয়ে ওঠা এই হাইব্রীড নেতা। তার আচরণগত ও বক্তব্যের অসংলগ্নতার কারণে অনেকেই তার সুস্থতা ও স্বাভাবিকতার বিষয়ে সন্দিহান। রাজনীতিতে ঘৃণার বিষবাষ্প ছড়িয়ে দেয়া এ ধরণের হাইব্রীডেরা দেশের সুস্থ স্বাভাবিক ও উন্নত রাজনৈতিক পরিবেশের জন্য হুমকিস্বরূপ।

তারা আরো বলেন, অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে ইতিবাচক এবং সুস্থ ধারার রাজনীতি করার পরিবর্তে নয়া রাজনৈতিক বন্দোবস্তের বুলি আওড়ানো কিছু নব্য নেতারা দেশের নানা প্রান্তে গিয়ে বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতৃবৃন্দের প্রতি বিষোদগারকেই নিজেদের রাজনীতির একমাত্র এজেন্ডা সাব্যস্ত করেছেন। আমরা মনে করি এ ধরণের নিম্নমানের মানসিকতা রাজনৈতিক দেউলিয়াত্বের নামান্তর। অভ্যুত্থানোত্তর বাংলাদেশে গণমানুষের যে সুস্থ ও সুন্দর রাজনৈতিক পরিবেশের প্রত্যাশা, এধরণের বিষোদগার ও বাগাড়ম্বসর্বস্ব বক্তব্য সেই জনপ্রত্যাশাকে ব্যর্থ করে দিচ্ছে।

এ ধরনের মন্তব্যের কারণে যদি ছাত্র-জনতা যদি কোন পদক্ষেপ গ্রহণ করে তাহলে এনসিপি নেতারাই দায়ী থাকবেন উল্লেখ করে তারা বলেন, জাতীয় নেতাদের প্রতি এ ধরনের অরুচিকর, অসংলগ্ন এবং লাগামহীন মন্তব্যের বিপরীতে ছাত্র-জনতা যদি কোন পদক্ষেপ গ্রহণ করে, এর জন্য শুধুমাত্র এনসিপি নেতারাই দায়ী থাকবেন।

এদিকে, বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদকে নিয়ে এ মন্তব্যের প্রতিবাদে চকরিয়ায় এনসিপির মঞ্চ ভেঙে মিছিল করেছে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এছাড়া, আলাদাভাবে প্রতিবাদ মিছিলও করেছে কক্সবাজার শহর বিএনপিও।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button