৪৫তম বিসিএস বিজ্ঞপ্তি ২০২২। ৪৫ তম বিসিএস সার্কুলার 2022
৪৫ তম বিসিএস পরীক্ষা ২০২২
৪৫তম বিসিএস বিজ্ঞপ্তি ২০২২
৪৫তম বিসিএস সার্কুলার ২০২২ প্রকাশিত হয়েছে। ৩০ নভেম্বর বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) ওয়েবসাইট (www.bpsc.gov.bd) এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এই পোস্টে ৪৫তম বিসিএস বিজ্ঞপ্তির আলোচনা করা হলো।
এক নজরে ৪৫তম বিসিএস সার্কুলার ২০২২
- বিজ্ঞপ্তি প্রকাশ- ৩০ নভেম্বর ২০২২।
- আবেদন গ্রহণ শুরু – ১০ ডিসেম্বর ২০২২ (সকাল-১০টা)।
- আবেদন গ্রহণ শেষ- ৩১ ডিসেম্বর ২০২২ (সন্ধ্যা ৬.০০টা)।
- আবেদনের মাধ্যম- অনলাইন।
- বিজ্ঞপ্তি লিংক: www.bpsc.gov.bd
- আবেদনের লিংক: http://bpsc.teletalk.com.bd
৪৫তম বিসিএসে পদ সংখ্যা
- ক্যাডার পদে- ২ হাজার ৩০৯ জন।
- নন-ক্যাডার পদে- ১ হাজার ২২ জন।
৪৫ তম বিসিএসে কোন ক্যাডারে কত পদ
- বিসিএস প্রশাসন- ২৭৪ জন।
- বিসিএস পুলিশ ৮০ জন।
- বিসিএস কাস্টমস ৫৪ জন।
- বিসিএস আনসার ২৫ জন।
- বিসিএস কর ক্যাডার ৩০ জন।
- বিসিএস স্বাস্থ্য- ৫৩৯ জন। (সহকারী সার্জন ৪৫০ জন ও ডেন্টাল সার্জন ৮৯ জন।)
- বিসিএস পররাষ্ট্র -১০ জন।
- বিসিএস নীরিক্ষা ও হিসাব- ২০
- বিসিএস শুল্ক ও আবগারি- ৫৪
- বিসিএস সমবায়- ০৮ জন।
- বিসিএস রেল- ০৪ জন।
- বিসিএস ডাক- ০৪ জন।
- বিসিএস পরিবার পরিকল্পনা- ১২ জন।
- বিসিএস খাদ্য- ০৩ জন।
- বিসিএস রেলওয়ে প্রকৌশল- ০৪ জন।
- বিসিএস বন সংরক্ষণ- ০৪ জন।
- বিসিএস সড়ক ও জনপথ- ১১ জন।
- বিসিএস পশু সম্পদ- ২৮ জন।
- বিসিএস কৃষি- ১৬২ জন।
- বিসিএস গণর্পূত- ০৯ জন।
- বিসিএস পরিসংখ্যান- ০৫ জন।
- বিসিএস বিসিএস মৎস্য-৩২ জন।
- বিসিএস শিক্ষা- ৪৩৭ জন।
৪৫তম বিসিএসে আবেদন যোগ্যতা
প্রার্থীর যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অনার্স অথবা যে কোন স্বীকৃত বোর্ড থেকে এইচএসসি পরীক্ষা পাসের পর ৪ (চার) বছর মেয়াদি শিক্ষা সমাপনী ডিগ্রি বা সমমানের ডিগ্রি থাকতে হবে। তবে, কোন প্রার্থীর শিক্ষা জীবনে একাধিক ৩য় বিভাগ/শ্রেণি বা সমমানের জি.পি.এ. থাকলে তিনি যোগ্য বিবেচিত হবেন না ।
৪৫তম বিসিএসে আবেদনের বয়সসীমা
১ নভেম্বর ২০১২ তারিখে বয়স
সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে- ২১ থেকে ৩০ বছর (প্রার্থীর জন্ম তারিখ ০২.১১.২০০১ থেকে ০২.১১.১৯৯২ এর মধ্যে) হতে হবে)।
মুক্তিযোদ্ধাদের পুত্র, কন্যা, প্রতিবন্ধী ও বিসিএস. (স্বাস্থ্য) ক্যাডারের প্রার্থীর জন্য বয়স ২১ থেকে ৩২ বছর। (প্রার্থীর জন্ম তারিখ: ০২-১১-২০০১ থেকে ০২-১১-১৯৯০ এর মধ্যে হতে হবে।)।
বিসিএস (সাধারণ শিক্ষা) এবং বি. সি. এস. (কারিগরি শিক্ষা) ক্যাডারের মধ্যে যারা ক্ষুদ্র নৃ-গোষ্ঠী তাদের বয়স ২১ হতে ৩২ বছর গ্রহণযোগ্য। বছর। (প্রার্থীর জন্ম তারিখ: ০২-১১-২০০১ থেকে ০২-১১-১৯৯০ এর মধ্যে হতে হবে।)।
৪৫ তম বিসিএস পরীক্ষার তারিখ
৪৫ তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা হবে ২০২৩ সালের মার্চ মাসের ২য় সপ্তাহে (সম্ভাব্য)।
পরীক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য
বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা
- পরীক্ষা অনুষ্ঠিত হব- Multiple Choice Question (MCQ) পদ্ধতিতে।
- মোট নম্বর থাকবে- ২০০ (দুইশত) নম্বর।
- প্রতিটি প্রশ্নের মান- ১ (এক) নম্বর।
- প্রতি ভুল উত্তরে কাটা যাবে- আধা (০.৫০) নম্বর।
- পরীক্ষার সময়- ২(দুই) ঘণ্টা।
প্রিলিমিনারি টেস্টের বিষয় ও নম্বর বণ্টন
- বাংলা ভাষা ও সাহিত্য- ৩৫ নম্বর।
- ইংরেজি ভাষা ও সাহিত্য- ৩৫ নম্বর।
- বাংলাদেশ বিষয়াবলি- ৩০ নম্বর।
- আন্তর্জাতিক বিষয়াবলি- ২০ নম্বর।
- ভূগোল (বাংলাদেশ ও বিশ্ব), পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা- ১০ নম্বর।
- সাধারণ বিজ্ঞান- ১৫ নম্বর।
- কম্পিউটার ও তথ্য প্রযুক্তি- ১৫ নম্বর।
- গাণিতিক যুক্তি- ১৫ নম্বর।
- মানসিক দক্ষতা- ১৫ নম্বর।
- নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন- ১০ নম্বর।
৪৫ তম বিসিএস লিখিত পরীক্ষার সিলেবাস
৪৫ তম বিসিএস এর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে ১১০০ নম্বরে। নিম্নে বিষয় ভিত্তিক আলোচনা করা হলো।
সাধারণ ক্যাডারের জন্য
- বাংলা- ১০০ নম্বর।
- ইংরেজি- ২০০ নম্বর।
- বাংলাদেশ বিষয়াবলি- ২০০ নম্বর।
- আন্তর্জাতিক বিষয়াবলি- ২০০ নম্বর।
- গাণিতিক যুক্তি ও মানসিক দক্ষতা- ১০০ নম্বর।
- সাধারণ বিজ্ঞান ও প্রযুক্তি- ১০০ নম্বর।
প্রফেশনাল বা টেকনিক্যাল ক্যাডারের জন্য
- বাংলা- ১০০ নম্বর।
- ইংরেজি- ২০০ নম্বর।
- বাংলাদেশ বিষয়াবলি- ২০০ নম্বর।
- আন্তর্জাতিক বিষয়াবলি- ১০০ নম্বর।
- সংশ্লিষ্ট পদ বা সার্ভিসের জন্য প্রাসঙ্গিক বিষয়- ২০০ নম্বর।
- মৌখিক পরীক্ষা- ২০০ নম্বর।
৪৫ তম বিসিএস লিখিত পরীক্ষার সিলেবাস
৪৫ তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার পর লিখিত পরীক্ষার বিষয়ভিত্তিক সিলেবাস ও পদ-সংশ্লিষ্ট বিষয়ের সিলেবাস পিএসসির ওয়েবসাইট (www.bpsc.gov.bd) এ পাওয়া যাবে।
৪৫ তম বিসিএস লিখিত পরীক্ষার তারিখ
৪৫ তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার পর পিএসসির ওয়েবসাইটে লিখিত পরীক্ষার তারিখ প্রকাশ করা হবে।
কোন বিসিএসে কত পদ
- ৩৫তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে পদ ১ হাজার ৮০৩টি
- ৩৬তম বিসিএসে পদ ২ হাজার ১৮০টি
- ৩৭তম বিসিএসে ১ হাজার ২২৬টি
- ৩৮তম বিসিএসে ২ হাজার ২৪টি
- ৪০তম বিসিএসে পদ ১ হাজার ৯০৩টি
- ৪১তম বিসিএস ক্যাডার পদ ২ হাজার ১৩৫টি
- ৪৩তম বিসিএস ক্যাডার পদ ১ হাজার ৮১৪টি
- ৪৪তম বিসিএস ক্যাডার পদ ১ হাজার ৭১০টি
- ৪৫তম বিসিএসে ক্যাডার পদ ২৩০৯টি
৪৫ তম বিসিএস প্রিলিমিনারি ফলাফল ২০২২
৪৫ তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার পর বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) ওয়েবসাইটে ফলাফল প্রকাশ করা হবে।
৪৫ তম বিসিএস সার্কুলার ২০২২ pdf / 45th bcs circular 2022
45th bcs circular 2022 pdf download link : Click Here