হটস্পটের নাম বদলানোর সহজ উপায়
হটস্পটের নাম বদলাবেন যেভাবে
মানব জীবনকে অনেক সহজ ও সুন্দর করে দিয়েছে ইন্টারনেট। ইন্টারনেট মানুষের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। বর্তমানে ইন্টারনেট ছাড়া জীবন এক মূহুর্ত চলে না। এখন সবার ঘরে ইন্টারনেট ব্যবস্থা রয়েছে। তবে,ঘরে Wi-Fi এর ব্যবস্থা থাকলেও বাইরে Mobile internet এইএকমাত্র ভরসা। কিন্তু অনেক সময় ফোনে ডাটা থাকে না। কিন্তু জরুরী প্রয়োজনে ইন্টারনেট ব্যবহার করতে চাইলে পরিচিত কারো কাছ থেকে আমরা হটস্পট ব্যবহার করে থাকি। আবার অনেক সময় নিজেরাও বন্ধুদের হটস্পটের মাধ্যমে ইন্টারনেট ব্যবহারের সুযোগ করে দিয়ে থাকি।
হটস্পটের মাধ্যমে যে নেট শেয়ার করা যায় সেটা তো আমরা সকলেই জানি। কিন্তু সমস্যা হয় তখন যখন পরিচিত কেউ হটস্পট শেয়ার করলেও কোনটা ওই ব্যক্তির ফোনের হটস্পট সেটা বুঝাতে পারিনা। কারণ প্রতিটি ফোনের হটস্পটের একটি নিজস্ব নাম রয়েছে। ফোন কেনার সময় প্রতিটি মডেল নাম দিয়েই ফোনের হটস্পটের নাম থাকে। এ কারণে একই জায়গায় একাধিক সেম মডেলের মোবাইল থাকলে জরুরী প্রয়োজনে নেট ব্যবহার করতে সমস্যা হয়।
আরও পড়ুন:
টেলিগ্রামে মেসেজ শিডিউল করবেন যেভাবে
যেভাবে বন্ধ করবো ফেসবুকের কমেন্ট সেকশন
হোয়াটসঅ্যাপে কেউ ব্লক করলে বুঝবেন যেভাবে
তবে আপনি চাইলেই আপনার ফোনের হটস্পটের নাম পরিবর্তন করতে পারেন। এতে খুব সহজেই যে কেউ আপনার হটস্পটটি খুঁজে পাওয়া পাবে। তবে অনেকেই জানেন না হটস্পটের নাম পরিবর্তন কীভাবে করতে হয়। আজকে এ বিষয়টি শিখাবো। তাহলে চলুন শুরু করি…..
হটস্পটের নাম পরিবর্তন করবেন যেভাবে
- প্রথমে ফোনের settings অপশন যেতে হবে।
- তারপর সেখান থেকে Hotspot settings অপশন খোঁজে বের করে ক্লিক করতে হবে।
- Hotspot settings অপশনে ক্লিক করার পর আপনার হটস্পটের বর্তমান নাম পাবেন।
- তারপর সেই নামটি মুছে আপনার পছন্দমতো নতুন নাম দিন।
- তারপর সেভ করুন।
এরপর থেকে এই নামেই সব জায়গায় পাবেন। আবার বদলাতে চাইলে সেম কাজটি করুন।
আরও পড়ুন:
ফেসবুক গ্রুপের নোটিফিকেশন বন্ধের উপায়
গুগলে দ্রুত সঠিক তথ্য খুঁজে পাওয়ার কৌশল
লুকিয়ে আপনার হোয়াটসঅ্যাপে কেউ ঢুকছে কি না বুঝবেন যেভাবে
########