স্কুল-কলেজে অ্যাসাইনমেন্ট কার্যক্রম স্থগিত
মহামারি করোনার কারণে দীর্ঘদিন বন্ধ ছিলো শিক্ষার্থীদের একাডেমিক কার্যক্রম। একাডেমিক কার্যক্রম বন্ধ থাকলেও অ্যাসাইনমেন্ট কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম চলেছে অনেকদিন। তবে, এবার সকল শিক্ষা প্রতিষ্ঠানে স্বাভাবিক শ্রেণি কার্যক্রম পুরোদমে চালু হওয়ায় অ্যাসাইনমেন্ট কার্যক্রম স্থগিত করা হয়েছে।
বুধবার (১৬ মার্চ) এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেয় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।
নির্দেশনায় বলা হয়, মহামারি করোনার কারণে চলমান অ্যাসাইনমেন্ট কার্যক্রম পুনরায় নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত থাকবে। এ বিষয়ে ব্যবস্থা নিতে সকল ও প্রধান শিক্ষককে নির্দেশনা দেওয়া হয়েছে।