স্কুলে ভর্তির লটারি অনুষ্ঠিত
২০২২ শিক্ষাবর্ষে সারাদেশের সরকারী মাধ্যমিক বিদ্যালয়গুলোতে ১ম থেকে ৯ম শ্রেণি পর্যন্ত ভর্তিচ্ছু শিক্ষার্থীদের ডিজিটাল লটারি অনুষ্ঠিত হয়েছে। ঢাকাসহ সারা দেশের সরকারি মাধ্যমিক স্কুলগুলোতে একযোগে এই লটারি অনুষ্ঠিত হয়।
বুধবার (১৫ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এই লটারি অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
এরপর, বিকাল ৫টার পর থেকে ভর্তি পরীক্ষা সংক্রান্ত ওয়েবসাইট থেকে এই ফলাফল দেখা যাচ্ছে। এছাড়া মোবাইলের মাধ্যমেও এ ফল দেখা যাচ্ছে। মোবাইলের মাধ্যমে ফলাফল দেখার জন্য টেলিটক নম্বর থেকে GSA<Space>RESULT<Space>USER ID লিখে এসএমএস করতে হবে ১৬২২২ নম্বরে। পরে ফিরতি এসএমএসে ভর্তি পরীক্ষার ফলাফল জানিয়ে দেওয়া হবে।
সূত্র জানায়, এবছর দেশের ৪০৫টি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ৮০ হাজার ৯১টি আসনের বিপরীতে আবেদন করে পাঁচ লাখ ৩৮ হাজার ৬৬জন। এর আগে, গত ২৫ নভেম্বর অনলাইনে ভর্তি আবেদন শুরু হয়।
ফলাফল দেখতে এখানে ক্লিক করুন: http://gsa.teletalk.com.bd