লুকিয়ে আপনার হোয়াটসঅ্যাপে কেউ ঢুকছে কি না বুঝবেন যেভাবে
আপনার হোয়াটসঅ্যাপ একাউন্ট অন্য কেউ ব্যবহার করছে কিনা যেভাবে বুঝবেন
বর্তমানে সবার কাছে পরিচিত এবং জনপ্রিয় সামাজিক একটি যোগাযোগ মাধ্যম WhatsApp. যাদের স্মার্টফোনে রয়েছে তারা ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ WhatsApp ব্যবহার করেন না এমন মানুষ খুব কমেই রয়েছেন। প্রতিদিন বিশ্বের প্রায় কয়েককোটি মানুষ হোয়াটসঅ্যাপ ব্যবহার করে থাকে।
তবে জনপ্রিয়তার অন্যতম শীর্ষে থাকা এই যোগাযোগ মাধ্যমটিতে নিরাপত্তার সংকটও রয়েছে। প্রতিদিন এই সাইটের মাধ্যমে অনেক মানুষের বিভিন্নভাবে ব্যক্তিগত তথ্য চুরি হচ্ছে।
আরও পড়ুন:
টেলিগ্রামে মেসেজ শিডিউল করবেন যেভাবে
যেভাবে বন্ধ করবো ফেসবুকের কমেন্ট সেকশন
সাইবার অপরাধীরা ফিশিং বা হ্যাকিং লিংকের মাধ্যমে অনৈতিকভাবে হোয়াটসঅ্যাপের দখল নিয়ে নিচ্ছে। দখল নেওয়ার পর ভুক্তভোগীর পরিচিত ব্যক্তিদের কাছ থেকে হাতিয়ে নিচ্ছে অর্থ। এছাড়াও, ভুক্তভোগীকে ব্ল্যাক মেইলও করার ঘটনাও ঘটছে।
অনেকেই অফিসের কম্পিউটার বা সাইবার ক্যাফেতে হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন। কিন্তু কাজ শেষে লগআউট করতে ভুলে যান। এর মধ্যে অন্য কেউ সেই কম্পিউটার ব্যবহার করলে আপনার অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ অন্যের হাতে চলে যেতে পারে।
তাই লুকিয়ে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট কেউ ব্যবহার করছে কি না বা অন্য কোনো ডিভাইসে আপনার একাউন্ট লগইন আছে কি না তা জানা জরুরী। আজকে আপনাদেরকে জানাবো আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট কেউ ব্যবহার করছে কি না বা অন্য কোনো ডিভাইসে আপনার একাউন্ট লগইন আছে কি না। তাহলে চলুন শুরু করা যাক,
WhatsApp একাউন্ট অন্য কেউ ব্যবহার করছে কিনা যেভাবে বুঝবো
- প্রথমে আপনার স্মার্টফোনে WhatsApp অ্যাকাউন্টে প্রবেশ করুন।
- তারপর উপরের ডানদিকের কোনায় থ্রি ডট আইকনে ক্লিক করুন।
- সেখান থেকে ‘Linked devices’ অপশনে ক্লিক করুন। তারপর আপনি দেখতে পারবেন আপনার WhatsApp অ্যাকাউন্ট
- কোথায় কোথায় কবে থেকে লগইন করা আছে।
- এবার আপনি চাইলে সেই ডিভাসগুলো থেকে আপনার WhatsApp অ্যাকাউন্ট লগআউট করে নিতে পারেন।
- WhatsApp অ্যাকাউন্ট লগআউট করার জন্য যে ডিভাইস থেকে লগআউট করতে চান সেখানে ক্লিক করুন। তারপর দেখবেন Logout অপশন শো করছে। ক্লিক করলেই Logout হয়ে যাবে।
আরও পড়ুন:
ফেসবুক গ্রুপের নোটিফিকেশন বন্ধের উপায়
গুগলে দ্রুত সঠিক তথ্য খুঁজে পাওয়ার কৌশল
হোয়াটসঅ্যাপে কেউ ব্লক করলে বুঝবেন যেভাবে
জিমেইল পাসওয়ার্ড ভুলে গেলে উদ্ধার করবেন যেভাবে
#####