বেসরকারি স্কুলে ভর্তির লটারিতে নির্বাচিত ২ লাখ ৭৬ হাজার শিক্ষার্থী

মহামারি করোনার কারণে এবার দেশের কোন স্কুলেই ভর্তি পরীক্ষা নেওয়া হবেনা। শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষা না নিয়ে লটারির মাধ্যমে স্কুলে শিক্ষার্থী ভর্তি করানো হবে। এর ধারাবাহিকতায় এরই মধ্যে অনুষ্ঠিত হয়েছে দেশের বেসরকারি স্কুলের ভর্তি লটারি।

জানা যায়, ২০২২ শিক্ষাবর্ষে দেশের বিভিন্ন বেসরকারি স্কুলে প্রথম থেকে নবম শ্রেণিতে ভর্তির জন্য ২ লাখ ৭৬ হাজার ৬৪১ জন শিক্ষার্থী নির্বাচিত হয়েছেন।

রবিবার (১৯ ডিসেম্বর) বিকেলে নায়েম ভবনে এই লটারি অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি।

ভর্তি লটারির পর পরই শিক্ষার্থী এবং অভিভাবকরা ভর্তির ফলাফল দেখতে পাচ্ছেন। ভর্তি সংক্রান্ত নির্ধারিত ওয়েবসাইট থেকে (http://gsa.teletalk.com.bd) থেকে শিক্ষার্থীদের নির্ধারিত আইডি ও পাসওয়ার্ড দিয়ে ফলাফন ডাউনলোড করা যাচ্ছে।  ###

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button