বহুব্রীহি সমাস কাকে বলে? বহুব্রীহি সমাস কত প্রকার?
বহুব্রীহি সমাস কাকে বলে? বহুব্রীহি সমাসের প্রকারভেদ
বহুব্রীহি সমাস কাকে বলে?
বহুব্রীহি সমাস কাকে বলে? বহুব্রীহি শব্দটি দ্বারাই এর পরিচয় বুঝা যায়। ব্রীহি শব্দের অর্থ হল “ধান”। কিন্তু, এই শব্দটি দ্বারা বহু ধান বোঝায় না, বরং বহু ধান আছে, এমন ধনী ব্যক্তিকে বোঝায়। যে সমাসে সমস্যমান পদগুলোর কোনটির অর্থ না বুঝিয়ে অন্য কোন অর্থ প্রকাশ করে, তাকে বহুব্রীহি সমাস বলে।
যেমন :বহুব্রীহি (ধান) আছে যার = বহুব্রীহি।
এখানে বহু’ কিংবা ব্রীহি’ কোনটির অর্থেরই প্রাধান্য নেই, যার বহু ধান আছে এমন লোককে বোঝাচ্ছে।
বহুব্রীহি সমাস কত প্রকার? বহুব্রীহি সমাসের প্রকারভেদ
বহুব্রীহি সমাস আট প্রকার।
- সমানাধিকরণ বহুব্রীহি
- ব্যধিকরণ বহুব্রীহি
- ব্যতিহার বহুব্রীহি
- মধ্যপদলোপী বহুব্রীহি
- অলুক বহুব্রীহি
- নঞ বহুব্রীহি
- প্রত্যয়ান্ত বহুব্রীহি
- সংখ্যাবাচক বহুব্রীহি
১. সমানাধিকরণ বহুব্রীহি : পূর্বপদ বিশেষণ ও পরপদ বিশেষ্য হয়।
উদাহরণ : পোড়া কপাল যার = পোড়া কপাল
পুণ্য আত্মা যাহার = পুণ্যাত্মা
২. ব্যধিকরণ বহুব্রীহি : পূর্বপদ ও পরপদ উভয়ই বিশেষ্য হয়।
উদাহরণ : নদী মাতা যার = নদীমাতৃক
পদ্ম নাভিতে যার = পদ্মনাভ
ঊর্ণ নাভিতে যার = ঊর্ণনাভ
৩. ব্যতিহার বহুব্রীহি : একই কার্য বোঝাতে একই পদের দ্বিত্ব হয়। অন্যভাবে, যে বহুব্রীহি সমাসে দুটি সমরূপ বিশেষ্য দিয়ে এক জাতীয় কাজ বোঝায়, তাকে ব্যতিহার বহুব্রীহি সমাস বলে।
উদাহরণ : লাঠিতে লাঠিতে যে যুদ্ধ = লাঠালাঠি
কানে কানে যে কথা = কানাকানি
৪. মধ্যপদলোপী বহুব্রীহি : ব্যাসবাক্যের ব্যাখ্যামূলক যে-কোন পদের লোপ পায়।
উদাহরণ : চন্দ্রের ন্যায় বদন যার = চন্দ্রবদন।
মৃগের নয়নের ন্যায় নয়ন যার = মৃগনয়না
৫. অলুক বহুব্রীহি : বিভক্তির ললাপ হয় না।
উদাহরণ : মাথায় পাগড়ি যার = মাথায়-পাগড়ি
হাতে বেড়ি যার = হাতে-বেড়ি
৬. নঞ বহুব্রীহি : যে বহুব্রীহি সমাসের পূর্বে নঞ পদ থাকে অর্থাৎ নঞর্থক অব্যয় পদের সাথে বিশেষ্য পদের যে বহুব্রীহি সমাস হয়, তাকে নঞ বহুব্রীহি সমাস বলে।
নঞ বহুব্রীহি সমাসে সাধিত পদ বিশেষণ হয়।
উদাহরণ :
নাই ভয় যার = নির্ভয়
নাই বোধ যার = নির্বোধ
আরো পড়ুন
কর্মধারয় সমাস কাকে বলে? কর্মধারয় সমাস কত প্রকার?
দ্বন্দ্ব সমাস কাকে বলে? দ্বন্দ্ব সমাসের প্রকারভেদ
তৎপুরুষ সমাস কাকে বলে? তৎপুরুষ সমাস কত প্রকার?
৭. প্রত্যয়ান্ত বহুব্রীহি : সমস্ত পদে আ, এ, ও ইত্যাদি প্রত্যয় যুক্ত হয়।
উদাহরণ : ঘরের দিকে মুখ যার = ঘরমুখো
দুই দিকে টান যার = দোটানা
দুই তলা যার = দোতলা
এক দিকে চোখ যার = একচোখা
৮. সংখ্যাবাচক বহুব্রীহি : পূর্বপদে সংখ্যাবাচক এবং পরপদ বিশেষ্য হয়।
সমস্ত পদটি বিশেষণ বোঝায় এবং এতে আ, ই, বা ঈ যুক্ত হয়।
উদাহরণ : চৌ (চার) কাঠ যার = চৌকাঠ
চৌ (চার) রাস্তা যার = চৌরাস্তা
দশ আনন যার = দশানন
পঞ্চ আনন যার = পঞ্চানন
এছাড়াও আরো কয়েক প্রকার বহুব্রীহি সমাস আছে।
যেমন :
- অন্ত্যপদলোপী বহুব্রীহি সমাস
- সহাৰ্থক বহুব্রীহি
- নিপাতনে সিদ্ধ সমাস
১. অন্ত্যপদলোপী বহুব্রীহি সমাস : ব্যাসবাক্যের শেষপদ লোপ পেয়ে যে বহুব্রীহি সমাস হয়, তাকে অন্ত্যপদলোপী বহুব্রীহি সমাস বলে।
যেমন : গায়ে হলুদ দেয়া হয় যে অনুষ্ঠানে = গায়ে-হলুদ।
২. সহাৰ্থক বহুব্রীহি : সহ অর্থক বা সহাৰ্থক তুল্য পদের সাথে বিশেষ্য পদের
যে বহুব্রীহি সমাস হয়, তাকে সহাৰ্থক বহুব্রীহি সমাস বলে।
যেমন : পরিবারের সাথে = সপরিবার
সম্মানের সাথে = সসম্মান
পুত্রের সহিত বর্তমান = সপুত্ৰক
স্ত্রীর সহিত বর্তমান = সস্ত্রীক
নিপাতনে সিদ্ধ সমাস : যে বহুব্রীহি সমাস কোন নিয়মের অধীন নয়, তাকে নিপাতনে সিদ্ধ সমাস বলে।
যেমন : দুদিকে অপ যার = দ্বীপ
জীবিত থেকেও মৃত = জীবন্ত
সমস্তপদ |
বাসবাক্য |
সমাসের নাম |
খোশমেজাজ | খোশ মেজাজ যার |
সমানাধিকরণ বহুব্রীহি |
নীরকন্ঠ | নীল কন্ঠ যার | |
আশীবিষ | আশীতে বিষ যার |
ব্যধিকরণ |
কানাকানি | কানে কানে যে কথা |
ব্যতিহার বহুব্রীহি |
হাতাহাতি | হাতে হাতে যে যুদ্ধ | |
লাঠালাঠি | লাঠিতে লাঠিতে যে যুদ্ধ | |
অসুখ | নাই সুখ যার |
নঞ বহুব্রীহি |
অজ্ঞান | নাই জ্ঞান যার | |
বেতার | নাই তার যার | |
হাতে খড়ি | হাতে খড়ি দেওয়া হয় যে অনুষ্ঠানে |
মধ্যপদলোপী বহুব্রীহি |
গায়ে হলুদ | গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠানে | |
একচোখা | একদিকে চোখ যার |
প্রদ্যয়ান্ত বহুব্রীহি |
মাথায় পাগড়ি | মাথায় পাগড়ি যার |
অলুক বহুব্রীহি |
দশগজি | দশ গজ পরিমাণ যার |
সংখ্যাবাচক বহুব্রীহি |
জীনন্মৃত | জীবিত থেকেও যে মৃত |
নিপাতনে সিদ্ধ বহুব্রীহি |
আরো পড়ুন
ধ্বনি কাকে বলে? ধ্বনি কত প্রকার?
পদ কাকে বলে? পদ কত প্রকার? এবং পদের প্রকারভেদ
বাক্য কাকে বলে? একটি সার্থক বাক্যের কী কী গুণ থাকা আবশ্যক?
বাংলা ২য় নিয়ে আমাদের অন্যান্য পোস্ট গুলা পড়তে পারেন এখান থেকে।
বাংলা ২য় পত্র |
তাছাড়া আমাদের ওয়েবসাইটে প্রায় সকল প্রকার পিডিএফ বই রয়েছে।
আমাদের পিডিএফ বই কালেকশান গুলো পেতে |