বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি ২০২০-২০২১
admission.bsmrstu.edu.bd
২০২০-২১ শিক্ষাবর্ষের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই বিজ্ঞপ্তিটি বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইটে (admission.bsmrstu.edu.bd) প্রকাশ করা হয়। গুচ্ছভুক্ত ২০টি বিশ্ববিদ্যালয়ের সমন্বিত ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা এই ভর্তি পক্রিয়ায় আবেদন করতে পারবে। আজ আমরা এই পোস্টের মাধ্যমে বশেমুরবিপ্রবি ভর্তি বিজ্ঞপ্তি ২০২০-২১ সম্পর্কে বিস্তারিত জানানোর চেষ্টা করবো।
বশেমুরবিপ্রবি ভর্তি বিজ্ঞপ্তি ২০২০-২১
বশেমুরবিপ্রবি ভর্তি সার্কুলার ২০২০-২১ |
প্রতিষ্ঠানের নাম- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভর্তি আবেদন শুরু- ২২ ডিসেম্বর ২০২১ ভর্তি আবেদন শেষ- ৫ জানুয়ারি ২০২১ ফলাফল প্রকাশ- ১৩ জানুয়ারি ২০২১ ভর্তি কার্যক্রম শুরু- ১৬ জানুয়ারি ২০২১ ভর্তি কার্যক্রম শেষ- ৮ জানুয়ারি ২০২১ ভর্তি আবেদন ফি- ৫০০ টাকা। ভর্তি আবেদন লিংক- www.admission.bsmrstu.edu.bd |
ভর্তি আবেদনের প্রাথমিক যোগ্যতা
ক) ২০১৭ অথবা ২০১৮ সালে এসসসি বা সমমান পাশ।
খ) ২০১৯ বা ২০২০ সালে এইচএসসি বা সমমান পাশ।
গ) ২০২০-২১ শিক্ষাবর্ষে GST গুচ্ছভুক্ত স্নাতক সম্মান প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় আবেদনকারীকে ফলাফল প্রাপ্ত হতে হবে।
ঘ) ভর্তি সংক্রান্ত বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের নির্দেশনা অনুযায়ী অনলাইনে আবেদন করতে হবে।
ইউনিট পরিচিতি
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) মোট তিনটি ইউনিট রয়েছে। সেগুলো হলো- ইউনিট ক, ইউনিট খ, ইউনিট গ ।
ইউনিট ভিত্তিক বিষয়গত যোগ্যতা-
ইউনিট ক –
ইঞ্জিনিয়ারিং অনুষদ
বিভাগ: কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (৪০), ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং(৪০), এ্যাপ্লাইড কেমিস্ট্রি আ্যন্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং(৪০), সিভিল ইঞ্জিনিয়ারিং ফুড আ্যন্ড এ্যাগ্রো প্রসেসিং ইঞ্জিনিয়ারিং (৪০)।
ভর্তির শর্ত:
ক) ভর্তি পরীক্ষায় গনিত, পদার্থ বিজ্ঞান ও রসায়নে নূন্যতম ৫ নম্বর পেতে হবে। উক্ত তিন বিষয়ে প্রাপ্ত মোট নম্বরের ভিত্তিতে মেধা তালিকা তৈরি করা হবে।
আর্কিটেকচার
ভর্তির শর্ত:
ক) স্বমন্বিত ভর্তি পরীক্ষায় গনিত/জীববিজ্ঞান , পদার্থ বিজ্ঞান ও রসায়ন বিষয়ে উত্তর প্রদান করতে হবে।
খ) ভর্তিচ্ছু শিক্ষার্থীকে অবশ্যই ৪০ নম্বরের একটি ড্রয়িং পরীক্ষা দিতে হবে। উক্ত পরীক্ষায় ১০ নম্বর পেলে উত্তীর্ণ হবে বলে বিবেচিত হবে। ভর্তি পরীক্ষার তারিখ ও সময় বশেমুরবিপ্রবি ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে।
গ) উপরে উল্লেখিত বিষয়গুলো সমন্বয় করে একটি ১০০ নম্বরের তালিকা তৈরি করা হবে।
বিজ্ঞান অনুষদ
বিভাগ: গণিত, পরিসংখ্যান, রসায়ন, পদার্থবিজ্ঞান, পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা।
ভর্তির শর্ত:
ক) বিজ্ঞান অনুষদের পদার্থবিজ্ঞান বিভাগে ভর্তি হতে হলে ভর্তিচ্ছু শিক্ষার্থীকে গুচ্ছ ভর্তি পরীক্ষায় পদার্থবিজ্ঞান ও গণিত বিষয়ে নূন্যতম ৫ নম্বর পেতে হবে।
খ) বিজ্ঞান অনুষদের রসায়ন ও ইএসডি বিভাগে ভর্তি হতে হলে ভর্তিচ্ছু শিক্ষার্থীকে গুচ্ছ ভর্তি পরীক্ষায় পদার্থবিজ্ঞান ও রসায়নে নূন্যতম ৫ নম্বর পেতে হবে।
গ) বিজ্ঞান অনুষদের গণিত ও পরিসংখ্যান বিভাগে ভর্তি হতে হলে ভর্তিচ্ছু শিক্ষার্থীকে গুচ্ছ ভর্তি পরীক্ষায় গণিত বিষয়ে নূন্যতম ৫ নম্বর পেতে হবে।
জীববিজ্ঞান অনুষদ
বিভাগ: ফার্মেসী(৪০), বায়োকেমিস্ট্রি আ্যন্ড মলিকুলার বায়োলজি(৪০), বায়োটেকনোলজি আ্যন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং (৪০), মনোবিজ্ঞান(৪০), উদ্ভিদ বিজ্ঞান (৪০)।
ভর্তির শর্ত:
ক) ফার্মেসী বিভাগ ভর্তি হতে চাইলে এইচএইসি পরীক্ষায় পদার্থবিজ্ঞান, রসায়ন ও গণিতে ৩.৫(A-) পেতে হবে। গুচ্ছ ভর্তি পরীক্ষায় জীববিজ্ঞানে ১০ নম্বর, পদার্থবিজ্ঞানে ৫ নম্বর, রসায়নে ৮ নম্বর এবং গণিতে ৫ পৃথক ভাবে পেতে হবে।
খ) বায়োকেমিস্ট্রি আ্যন্ড মলিকুলার বায়োলজি বিভাগে ভর্তি হতে চাইলে গুচ্ছ ভর্তি পরীক্ষায় জীববিজ্ঞানে ১০ এবং রসায়নে ৮ পেতে হবে।
গ) বায়োটেকনোলজি আ্যন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগে ভর্তি হতে চাইলে এইচএসসি পরীক্ষায় জীববিজ্ঞান, রসায়ন, গণিত ও ইংরেজিতে ৩.৫ এবং গুচ্ছ ভর্তি পরীক্ষায় জীববিজ্ঞানে ১০নম্বর, রসায়নে ৫নম্বর এবং ইংরেজিতে ৫নম্বর পেতে হবে।
ঘ) মনোবিজ্ঞান বিভাগে ভর্তির ক্ষেত্রে ক, খ ও গ ইউনিটের পরীক্ষার্থীরা আবেদন করতে পারবে। এইচএসসি পরীক্ষায় ইংরেজিতে ৩.৫ পেতে হবে।
ঙ) উদ্ভিদ বিজ্ঞানে ভর্তি হতে হলে ভর্তি পরীক্ষায় জীববিজ্ঞানে ১০ পেতে হবে।
কৃষি অনুষদ-
বিভাগ: কৃষি (৪০), ফিশারিজ ও মেরিন বায়োসাইন্স (৪০), এ্যানিমেল সায়েন্স আ্যন্ড ভেটেরিনারি মেডিসিন (৪০)।
ভর্তির শর্ত:
গুচ্ছ ভর্তি পরীক্ষায় পদার্থবিজ্ঞান, রসায়ন এবং জীববিজ্ঞানে ন্যূনতম ৫ নম্বর পেতে হবে।
ইউনিট খ-
মানবিক অনুষদ
বিষয়: বাংলা (৫০), ইংরেজি (৫০), ইতিহাস (৫০)।
ভর্তি শর্ত:
ক) ইংরেজি বিভাগে ভর্তি হতে চাইলে-
ভর্তি পরীক্ষায় ইংরেজিতে ৪৫% নম্বর পেতে হবে।
খ) বাংলা বিভাগে ভর্তি হতে চাইলে-
ভর্তি পরীক্ষায় বাংলায় ৫৫% নম্বর পেতে হবে।
গ) ইতিহাস বিভাগে ভর্তি হতে চাইলে-
ভর্তি পরীক্ষায় ইংরেজিতে ৩৫% নম্বর পেতে হবে।
আইন অনুষদ
বিভাগ: আইন বিভাগ (৫০)
ভর্তির শর্ত
গুচ্ছ ভর্তি পরীক্ষায় নূন্যতম ৪০ নম্বর প্রাপ্ত সকল ইউনিটের শিক্ষার্থীরা আবেদন করতে পারবে। এসএসসি এবং এইচএসসি বা সমমান পরীক্ষায় পৃথকভাবে ইংরেজিতে নূন্যতম ৩.৫ পেতে হবে।
সামাজিক বিজ্ঞান অনুষদ
বিভাগ: অর্থনীতি, সমাজ বিভাগ, লোক প্রশাসন, আনত্জার্তিক সম্পক, রাষ্ট্রবিজ্ঞান।
ভর্তির শর্ত:
ক) অর্থনীতি বিভাগে ভর্তি হতে চাইলে-
এইচএসসিতে গনিত অথবা অর্থনীতি অথবা পরিসংখ্যান অথবা বাণিজ্যিক ভূগোল কোর্স থাকতে হবে।
ভর্তি পরীক্ষায় ইংরেজিতে ৫০% নম্বর পেতে হবে।
খ) সমাজ বিভাগ বিভাগে ভর্তি হতে চাইলে-
ভর্তি পরীক্ষায় ৩৫% নম্বর পেতে হবে।
গ) লোক প্রশাসন বিভাগে ভর্তি হতে চাইলে-
এসএসসি ও এইচএসসি পরীক্ষায় ইংরেজিতে ৩.৫ (A-) পেতে হবে।
গুচ্ছ ভর্তি পরীক্ষায় বাংলা, ইংরেজি ও আইসিটিতে ৪৫% নম্বর পেতে হবে।
ঘ) আনত্জার্তিক সম্পক বিভাগ ভর্তি হতে চাইলে-
গুচ্ছ ভর্তি পরীক্ষায় ইংরেজিতে ৪০% নম্বর পেতে হবে।
ঙ) রাষ্ট্রবিজ্ঞান বিভাগ ভর্তি হতে চাইলে-
গুচ্ছ ভর্তি পরীক্ষায় ইংরেজিতে ৩৫% নম্বর পেতে হবে।
ইউনিট গ
বিজনেস স্টাডিজ অনুষদ
বিভাগ: ম্যানেজমেন্ট, একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেম, মার্কেটিং, ফিন্যান্স এন্ড ব্যাংকিং, ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট ।
ভর্তির শর্ত:
ক) এইচএসসি বা সমমান পরীক্ষায় ইংরেজিতে ৩.৫ পেতে হবে।
খ) সকল ইউনিটের পরীক্ষার্থীরা আবেদন করতে পারবে।
বশেমুরবিপ্রবি সর্বশেষ ভর্তি সার্কুলার ২০২০-২১
২০২০-২১ শিক্ষাবর্ষের বশেমুরবিপ্রবি ভর্তি বিজ্ঞপ্তির সার্কুলার ডাউনলোড করতে চাইলে নিচের ‘বশেমুরবিপ্রবি ভর্তি বিজ্ঞপ্তি’ ডাউনলোড অপশন থেকে ডাউনলোড করে নিন।
বশেমুরবিপ্রবি ভর্তি সার্কুলার ২০২০-২১
বশেমুরবিপ্রবি ভর্তি বিজ্ঞপ্তি’ ডাউনলোড করুন |
সমাপ্ত–