ফোনে স্প্যাম কল আসা বন্ধ করবেন যেভাবে

ফোনে স্প্যাম কল আসা ঠেকাবেন যেভাবে

মোবাইল ফোন ব্যবহার করেন অথচ স্প্যাম কল রিসিভ করেননি এমন ব্যক্তি হয়ত খুঁজে পাওয়া যাবেনা। প্রায় সময় আমাদের ফোনে অচেনা নম্বর থেকে ফোন আসে। ফোন ধরলেই আবোল তাবোল শুনতে হয়। এমনও হয় আলাদা আলাদা নম্বর থেকে ফোন করা হয়। এসব ফোনে অনেকেই বিরক্ত হন।

সাধারণ ফোন বা স্মার্টফোন যে ফোনেই হোক না কেন এসব স্প্যাম কল শুধু বিরক্তি নয় অনেক সময় সমস্যার কারণ হয়ে দাড়ায়। মূলত বিভিন্ন সংস্থা তাদের তাদের পন্য বা সার্ভিস প্রচারের জন্য এ ধরনের ফোন দিয়ে থাকে।

আরও পড়ুন:

মোবাইল অফিশিয়াল না আন অফিশিয়াল বুঝবেন যেভাবে

স্মার্টফোন বিস্ফোরণের কারণ ও সতর্কতা

আপনি যেহেুতু এ পোস্টটি পড়ছেন তাহলে আপনিও এসব স্প্যাম কল থেকে মুক্তি চাচ্ছেন। আজকে আমরা আপনাকে ফোনে আসা স্প্যাম কল থেকে মুক্তি উপায় শিখাবো। তাহলে চলুন শুরু করা যাক……

 

বিরক্তিকর কল আসা বন্ধ করবেন যেভাবে

স্প্যাম কল থেকে মুক্তির জন্য অনেক উপায় রয়েছে। আপনি চাইলে বিভিন্ন থার্ড পার্টি অ্যাপের মাধ্যমেও এসব কল বন্ধ রাখতে পারেন আবার আপনার ফোনের বেশ কিছু অপশন পরিবর্তনের মাধ্যমেও স্প্যাম কল বন্ধ করতে পারেন। এরমধ্যে একটি অপশন হলো Call Forwarding Service এবং Call barring feature।

স্প্যাম কল বন্ধ করার জন্য Call Forwarding Service চালু করতে-

> প্রথমে আপনার ফোনের settings অপশনে প্রবেশ করতে হবে।
>> তারপর Call Forwarding অপশন খুঁজে বের করতে হবে।
>> Call Forwarding অপশনে আলাদা আলাদা তিনটি বা চারটি অপশন পাবেন। সেগুলো হলো- Always forward, forward when busy, forward when unanswered, forward when Unreachable

>> সেখান থেকে Always forward অপশনটি select করুন। তাহলেই কাজ শেষ।

 

আরও পড়ুন:

ই-সিম কী? ই-সিমের সুবিধা ও অসুবিধা এবং ব্যবহারের নিয়ম

বিজ্ঞাপন ছাড়া ইউটিউব ভিডিও দেখার উপায়

Call barring feature চালু করতে-

>> প্রথমে আপনার ফোনের Call settings অপশনটি ওপেন করুন।
>> তারপর সেখান থেকে All incoming calls অপশটি চালু করতে হবে। ওই অপশনটি চালু করলেই পাসওয়ার্ড দিতে হবে। অধিকাংশ মোবাইল ফোনে ০০০০ বা ১২৩৪ পাসওয়ার্ড দিতে হবে। এরপর টার্ন অন করতে হবে। তাহলেই কাজ শেষ।

 

আরও পড়ুন:

ফেসবুক হ্যাক হওয়া থেকে বাঁচার উপায়

ফেসবুক প্রোফাইল ও পেজ ভেরিফাই করার নিয়ম

#########

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button