নোবিপ্রবির মেধাতালিকা প্রকাশ সোমবার
আগামী সোমবার প্রকাশ করা হবে ২০২০-২১ শিক্ষোবর্ষে স্নাতক প্রথম বর্ষের নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) মেধা তালিকা। গত বুধবার রাতে নোবিপ্রবি ভর্তির আবেদন শেষ হয়েছে।
জানা যায়, ২০২০-২১ শিক্ষোবর্ষে নোবিপ্রবিতে ভর্তির আবেদন করেছে ৫২ হাজার ২৮৫ জন শিক্ষার্থী। তার মধ্যে, বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটে ভর্তির জন্য আবেদন করেছে ৯ হাজার ৬১৯ জন শিক্ষার্থী, ‘বি’ ইউনিটে ভর্তির জন্য আবেদন করেছে ১০ হাজার ৩১৪ জন শিক্ষার্থী, ‘সি’ ইউনিটে ভর্তির জন্য আবেদন করেছে ১১ হাজার ৩১৬ জন শিক্ষার্থী, ‘ডি’ ইউনিটে ইউনিটে ভর্তির জন্য আবেদন করেছে ৮ হাজার ৯৯৬ জন শিক্ষার্থী, ‘ই’ ইউনিটে ভর্তির জন্য আবেদন করেছে ৫ হাজার ৫০৬ এবং ‘এফ’ ইউনিটে ভর্তির জন্য আবেদন করেছে ৩ হাজার ৭৩৯ জন শিক্ষার্থী।
বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. দিদার-উল আলম বলেন, ভর্তির জন্য ৫২ হাজার ২৮৫ জন শিক্ষার্থী আবেদন করেছে। আগামী সোমবার আমরা মেধা তালিকা প্রকাশ করবো।
এর আগে, গত ২৪ নভেম্বর থেকে ভর্তি আবেদন শুরু হয়। শেষ হয় ১৫ ডিসেম্বর।