নওগাঁ জেলা সম্পর্কে সকল তথ্য (যেকোনো পরিক্ষার জন্য)
নওগাঁ জেলা পরিচিতি
নওগাঁ জেলা কোন নদীর তীরে আবস্থিতঃআত্রাই ।
নওগাঁ জেলা প্রতিষ্ঠা হয় কবেঃ১৯৮৪ খ্রিস্টাব্দের ১ মার্চ।
নওগাঁ মহকুমা প্রতিষ্ঠা হয় কবেঃ ১৮৭৭ খ্রিস্টাব্দে।
নওগাঁ থানা প্রতিষ্ঠিত হয় কবেঃ ১৮৭৬-৭৭ খ্রিস্টাব্দে ।
নওগাঁ জেলার আয়তনঃ ৩,৪৩৫.৬৭ বর্গ কিলোমিটার (১,৩২৬.৫২ বর্গ মাইল)।
নওগাঁ জেলার সীমানাঃ উত্তরে ভারতের দক্ষিণ দিনাজপুর জেলা, দক্ষিণে বাংলাদেশের নাটোর ও রাজশাহী জেলা, পূর্বে জয়পুরহাট ও বগুড়া জেলা এবং পশ্চিমে ভারতের মালদহ ও বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলা।
নওগাঁ জেলার ভৌগোলিক অবস্থানঃ২৪ ৯০ ´ উত্তর অক্ষাংশ এবং ৮৮°৭৫´ পূর্ব দ্রাঘিমাংশ।
নওগাঁ জেলার বার্ষিক গড় বৃষ্টিপাতঃ ৪০-৬০ ইঞ্চি।
নওগাঁ জেলার উপজেলা কতটিঃ ১১টি; পত্নীতলা, ধামইরহাট, মহাদেবপুর, পোরশা, সাপাহার, বদলগাছী, মান্দা, নিয়ামতপুর, আত্রাই, রানীনগর ও নওগাঁ সদর।
নওগাঁ জেলার পৌরসভা কতটিঃ ৩টি; নওগাঁ, নাজিরপুর ও ধামইরহাট।
নওগাঁ জেলায় ইউনিয়ন কতটিঃ ৯৯টি।
নওগাঁ জেলার পোস্ট কোড কতঃ৬৫০০।
নওগাঁ জেলার এন ডব্লিউ ডি কোড কতঃ০৭৪১।
ঢাকা থেকে নওগাঁ জেলার দূরত্ব কতঃসড়ক পথে ২৩৩ কি. মি. (রেলপথ নেই)।
নওগাঁ জেলার জনসংখ্যা কতঃ ২৬,০০,১৫৭ জন (২০১১ খ্রিস্টাব্দের আদমশুমারী অনুযায়ী)।
নওগাঁ জেলার জনসংখ্যার ঘনত্ব কতঃ ৭৫৭ জন (প্রতি বর্গ কি. মি.)
নওগাঁ জেলার জনসংখ্যা বৃদ্ধির হার কতঃ০.৮৩%।
নওগাঁ জেলার শিক্ষার হার কতঃ৪৮.২%।
নওগাঁ জেলার উপজাতিঃ সাঁওতাল, উরাও, মুণ্ডা, সুরিয়া পাহাড়ি, মাহালি, বাঁশফোড়, করমি ইত্যাদি।
নওগাঁ জেলার প্রধান ফসলঃ ইরি, বোরো, রোপা আমন, ইক্ষু, ভুট্টা, আলু, সরিষা, গম, আম, কলা ইত্যাদি।
নওগাঁ জেলার প্রধান ফলমূলঃ আম, কলা, কাঁঠাল, স্ট্রবেরি, তাল, জাম ইত্যাদি।
নওগাঁ জেলার নদ-নদীঃ আত্রাই, ছোট যমুনা, তুলশী গঙ্গা, শীব, ফকিরণী, পুনর্ভবা ইত্যাদি।
নওগাঁ জেলার খনিজ সম্পদঃ পত্নীতলায় কয়লা ও চিনামাটির খনি
নওগাঁ জেলার পত্র পত্রিকাঃ নবযুগ, বাঙ্গলার কথা, বঙ্গবাণী ইত্যাদি।
জেলা প্রশাসকঃ আপডেট জেনে নিবেন।
নওগাঁ জেলার নামকরণ
নওগাঁ শব্দের উৎপত্তি হয়েছে নিও’ (নতুন ফরাসি শব্দ ) ও ‘গাঁ’ (গ্রাম) শব্দ দু’টি হতে। এই শব্দ দু’টির অর্থ হলো নতুন গ্রাম। অসংখ্য ছোট ছোট নদীর লীলাক্ষেত্র এ অঞ্চল। আত্রাই নদী তীরবর্তী এলাকায় নদী বন্দর এলাকা ঘিরে নতুন যে গ্রাম গড়ে উঠে, কালক্রমে তাই নওগাঁ শহর। এবং সর্বশেষ নওগাঁ জেলায় রূপান্তরিত হয়।
নওগাঁ জেলার দর্শনীয় স্থান ও পুরাকীর্তি
মান্দার কুসুম্বা মসজিদ, বদলগাছীর হলুদ বিহার, আত্রাইয়ের পতিসর কাছারী বাড়ি, ধামইরহাটের ভীমের পান্টি, মাহিসন্তোষ, আলতা দীঘি ও জগদ্দল বিহার, পত্নীতলার দিব্যক জয়ন্তন্ত, নওগাঁ সদরের বলিহার রাজবাড়ি ও দুবলহাটী জমিদার বাড়ি, সাপাহার উপজেলার জবাই বিল প্রভৃতি।
নওগাঁ জেলার বিখ্যাত ব্যক্তিত্ব
তালিম হোসাইন, তৈয়ব উদ্দিন আহমেদ চৌধুরী, মোজাফফর হোসাইন কাকি, বাবু কুমুদ নাথ দাস, বিশিষ্ট রাজনীতিবিদ মোঃ আব্দুল জলিল, মোঃ আখতার হামিদ সিদ্দিকী, সাবেক সচিব ডঃ মাহবুবুজ্জামান, প্রথম ডেপুটি স্পিকার এ্যাডঃ বয়তুল্লাহ, সাবেক রাষ্ট্রপতির সচিব নূর। মোহাম্মদ, সাবেক এম এন এ সৈয়দ নারীবর রহমান প্রমুখ।
মুক্তিযুদ্ধের সংগঠক : এ্যাডঃ বয়তুল্লাহ এম এন এ. মোঃ আব্দুল জলিল, এম. এ. রকীব, মযহারুল হক, এ্যাডভোকেট এ. কে. এম. মোরশেদ প্রমূখ।
বিশিষ্ট মুক্তিযোদ্ধা:
- মকাই চৌধুরী
- ওহিদুর রহমান
- আলমগীর কবির প্রমুখ।
অন্যান্যঃ
— নওগাঁ প্রাচীন পুণ্ড্রবর্ধনভুক্ত অঞ্চল ছিল। অন্যদিকে এটি আবার বরেন্দ্র ভূমিরও একটি অবিচ্ছেদ্য অংশ ছিল। নওগাঁর অধিবাসীরা ছিল প্রাচীন পুণ্ড্র জাতির বংশধর ।
→ বাংলাদেশ সরকারের তৎকালীন মহিলা বিষয়ক মন্ত্ৰী ড, শাফিয়া খাতুন নওগাঁ জেলা উদ্বোধন করেন।
সংসদীয় আসন
সংসদীয় আসন- ৬টি।
সংসদীয় আসন সমূহ
৪৬-নওগাঁ-১,নিয়ামতপুর, পোরশা ও সাপাহার উপজেলা।
৪৭-নওগাঁ-২,ধামইরহাট ও পত্নীতলা উপজেলা।
৪৮-নওগাঁ-৩,মহাদেবপুর ও বাদলগাছী উপজেলা।
৪৯-নওগাঁ-৪,মান্দা উপজেলা।
৫০-নওগাঁ-৫,নওগাঁ সদর উপজেলা।
৫১-নওগাঁ-৬,রানীনগর ও আত্রাই উপজেলা।