ঢাকা বোর্ডের এসএসসি ট্রান্সক্রিপ্ট বিতরণ শুরু ৮ মার্চ
আগামী ৮ মার্চ থেকে ঢাকা শিক্ষা বোর্ড শুরু করছে ২০২১ সেশনের এসএসসি পরীক্ষার একাডেমিক ট্রান্সক্রিপ্ট বিতরণ। আগামী ১০ মার্চ পর্যন্ত এ বিতরণ চলবে।
মঙ্গলবার (১ মার্চ) এসএসসি পরীক্ষার একাডেমিক ট্রান্সক্রিপ্ট সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে এতথ্য জানিয়েছে ঢাকা শিক্ষা বোর্ডে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৮ থেকে ১০ মার্চ ঢাকা শিক্ষা বোর্ডের ৩ নম্বর ভবনের চতুর্থ তলায় এসএসসির ট্রান্সক্রিপ্ট বিতরণ করা হবে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধান বা প্রাধিকারপ্রাপ্ত শিক্ষকেরা এসএসসির ট্রান্সক্রিপ্ট নিতে পারবেন। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিতরণ কার্যক্রম চলবে।
ট্রান্সক্রিপ্টে কোন ভুল পাওয়া গেলে সাত দিনের মধ্যে প্রতিষ্ঠান প্রধানদের ঢাকা শিক্ষা বোর্ডে আবেদন করতে বলা হয়েছে।