ঢাকা বিশ্ববিদ্যালয় ক ইউনিট রেজাল্ট ২০২২

ঢাবি ক ইউনিট রেজাল্ট প্রকাশ

২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে।

সোমবার (৪ জুলাই) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে এ ফল ঘোষণা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

প্রকাশিত ফলাফলে ১ লাখ ১০ হাজার ৩৭৪ জন শিক্ষার্থী অংশ নিয়েছে। তার মধ্যে, উত্তীর্ণ হয়েছেন ১১, ৪৬৬ জন। পাশের হার ১০.৩৯ শতাংশ। এ ইউনিটে ভর্তির সুযোগ পাবে ১৭৮১ জন শিক্ষার্থী।

এর আগে, গত ১০ জুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা ঢাকা ও ঢাকার বাইরে সাতটি বিভাগীয় শহরে একযোগে এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন:

ঢাবির ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

চবিতে ভর্তি আবেদনের সময় বাড়লো ৫ দিন

ঢাবির ক ইউনিটের রেজাল্ট দেখার নিয়ম

ঢাকা বিশ্ববিদ্যালয় বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল দুটি পদ্ধিতিতে দেখা যায়। যথা-

ক) বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট এর মাধ্যমে।

খ) মোবাইলের মেসেজের মাধ্যমে।

ভর্তি বিষয়ক ওয়েবসাইটের মাধ্যমে ফলাফল

আপনি ঢাকা বিশ্ববিদ্যালয় ক ইউনিট ফলাফল ২০২২ বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইটের মাধ্যমে দেখতে চাইলে ফল ঘোষণার পরপরই বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট (https://admission.eis.du.ac.bd) থেকে ফলাফল দেখতে পারবেন। সেজন্য আপনাকে প্রথমে সাইটে প্রবেশ করতে হবে। তারপর প্রয়োজনীয় তথ্য দিয়ে লগইন করতে হবে।

মেসেজের মাধ্যমে ফলাফল

আপনি মেসেজের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয় ক ইউনিট ফলাফল ২০২২ দেখতে চাইলে রবি, এয়ারটেল, বাংলালিংক অথবা টেলিটক নম্বর থেকে এসএমএসের মাধ্যমে ভর্তি পরীক্ষার ফলাফল জানতে পারবেন।

এসএমএসের পদ্ধতি

DU> Space> GA> Space> Roll Number টাইপ করে ১৬৩২১ নম্বরে পাঠালে ফিরতি মেসেজে পরীক্ষার ফলাফল জানা যাবে।

এছাড়া,  ডিন অফিস থেকে ফলাফল জানা যাবে।  উত্তীর্ণ প্রার্থীদের মেধাতালিকাও ডিন অফিসে প্রদর্শিত করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button