ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাত কলেজ ভর্তি বিজ্ঞপ্তি ২০২৪-২০২৫
সাত কলেজ ভর্তি সার্কুলার ২০২৫
সাত কলেজ ভর্তি বিজ্ঞপ্তি ২০২৪-২০২৫
ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত রাজধানীর সরকারী সাত কলেজ ভর্তি বিজ্ঞপ্তি ২০২৫ সাত কলেজ ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটে (collegeadmission.eis.du.ac.bd) প্রকাশিত হবে। সাত কলেজ ভর্তি বিজ্ঞপ্তি সংশ্লিস্ট সাত কলেজ ওয়েবসাইট প্রকাশ হওয়ার সাথে সাথে আমাদের এ পোস্ট আপডেট করা হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাত কলেজ ভতিচ্ছু অনেক শিক্ষার্থী রয়েছেন যারা সাত কলেজ ভর্তি পরীক্ষা ২০২৫ দেওয়ার আগেই বিশ্ববিদ্যালয় ভর্তি নোটিশ বা বিজ্ঞপ্তি সম্পর্কে জানতে চান। আসলে সাত কলেজ ভর্তি পরীক্ষা দেওয়ার আগে সাত কলেজ ভর্তি আবেদন ও সাত কলেজে ভর্তির যোগ্যতা সম্পর্কে ধারণা থাকলে অন্যান্য ভর্তিচ্ছু শিক্ষার্থীর তুলনায় অনেকটা এগিয়ে থাকা যায় এবং চান্স পাওয়ার সম্ভাবনাও অনেক বেশি থাকে।
ঢাবি অধিভুক্ত সাত কলেজে পরীক্ষা দেওয়ার আগে সাত কলেজ ভর্তি সার্কুলার সম্পর্কে ধারণা থাকলে ভর্তি পরীক্ষার প্রস্তুতি নেওয়া অনেক সহজ হয়। আপনি অন্যদের তুলনায় এগিয়ে থাকবেন। আমি অন্যদের আগে জানবেন সাত কলেজ ভর্তি পরীক্ষার প্রশ্ন কেমন হয়, সাত কলেজ ভর্তি পরীক্ষার মানবন্টন কেমন, সাত কলেজে ভর্তির যোগ্যতা কী ইত্যাদি।
যেহেুত এখনো ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত ৭ কলেজ ভর্তি বিজ্ঞপ্তি ২০২৫ প্রকাশিত হয়নি তাই আমরা ৭ কলেজ ভর্তি বিজ্ঞপ্তি ২০২৪ এর আলোকে বিস্তারিত আলোচনা করবো। এতে করে আপনার সাত কলেজ ভর্তি পরীক্ষা ২০২৫ কেমন হতে পারে তার একটি ধারণা হবে। মূলত প্রতিবছর ভর্তি পরীক্ষার মানববন্টন একই থাকে। সামান্য এদিক সেদিক হয়। আজকের এ পোস্টের মাধ্যমে আপনি সাত কলেজ ভর্তি বিজ্ঞপ্তি ২০২৪-২২ সম্পর্কে বিস্তারিত ধারণা নিতে পারবেন।
৭ কলেজ ভর্তি সার্কুলার ২০২৫
সাত কলেজ ভর্তি পরীক্ষা ২০২২ |
প্রতিষ্ঠানের নাম- ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাত কলেজ। আবেদনের পদ্ধতি- অনলাইন। ভর্তি পরীক্ষার আবেদন শুরু- প্রকাশিত হয়নি। ভর্তি পরীক্ষার আবেদন শেষ- প্রকাশিত হয়নি। ভর্তি পরিক্ষার তারিখ- প্রকাশিত হয়নি। প্রবেশপত্র ডাউনেলোডের শেষ তারিখ- প্রকাশিত হয়নি। ভর্তি পরীক্ষার ওয়েবসাইট- collegeadmission.eis.du.ac.bd ভর্তি পরীক্ষার আবেদন লিংক- collegeadmission.eis.du.ac.bd |
সাত কলেজ পরিচিতি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে রাজধানীর সনামধন্য সাতটি কলেজকে একত্রে সাত কলেজ বলে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হওয়ার আগে এই সাতটি কলেজ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ছিলো। কিন্তু ২০১৭ সালে সেশনজট কমাতে অধীনস্থ কলেজগুলোকে ঢাকা বিশ্বিবিদ্যালয়ের অধীনস্থ করা হয়। এরপর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় এই কলেজগুলো পরিচালনা করছে।
ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত ৭ টি কলেজ-
- ঢাকা কলেজ।
- ইডেন মহিলা কলেজ।
- বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ।
- কবি নজরুল কলেজ।
- সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ।
- সরকারি তিতুমীর কলেজ।
- মিরপুর সরকারি বাঙলা কলেজ।
সকল বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তি দেখুন |
সাত কলেজ ইউনিট পরিচিতি
সাত কলেজে মোট তিনটি ইউনিট রয়েছে। সেগুলো হলো- বিজ্ঞান ইউনিট , বানিজ্য ইউনিট, কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিট।
অনুষদ | শিক্ষার্থী |
বিজ্ঞান | বিজ্ঞানের শিক্ষার্থীদের জন্য। |
কলা ও সামাজিক বিজ্ঞান | মানবিকের শিক্ষার্থীদের জন্য। |
বানিজ্য | ব্যবসা শিক্ষা শিক্ষার্থীদের জন্য। |
সাত কলেজে ভর্তির যোগ্যতা
ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত রাজধানীর সাত কলেজে ভর্তি আবেদন এর প্রাথমিক যোগ্যতা হলে ভর্তিচ্ছু শিক্ষার্থীকে অবশ্যই ২০২০ সালে এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
এছাড়া, ইউনিট ভিত্তিক আবেদনের ক্ষেত্রেও আলাদা যোগ্যতা থাকা বাধ্যতামূলক। নিম্নে ইউনিট ভিত্তিক আবেদন যোগ্যতা তুলে ধরা হলো-
ইউনিট | যোগ্যতা |
বিজ্ঞান | এসএসসি বা সমমান ও এইচএসসি বা সমমান পরীক্ষায় (৪র্থ বিষয়সহ) মোট জিপিএ ৭.০০ থাকা বাধ্যতামূলক। |
কলা ও সামাজিক বিজ্ঞান | এসএসসি বা সমমান ও এইচএসসি বা সমমান পরীক্ষায় (৪র্থ বিষয়সহ) মোট জিপিএ ৬.০০ থাকা বাধ্যতামূলক। |
বানিজ্য | এসএসসি বা সমমান ও এইচএসসি বা সমমান পরীক্ষায় (৪র্থ বিষয়সহ) মোট জিপিএ ৬.৫০ থাকা বাধ্যতামূলক। |
সাত কলেজ ভর্তি পরীক্ষার তারিখ
ইউনিট | পরীক্ষার তারিখ ও সময় |
বিজ্ঞান | প্রকাশিত হয়নি। |
কলা ও সামাজিক বিজ্ঞান | প্রকাশিত হয়নি। |
বানিজ্য | প্রকাশিত হয়নি। |
সাত কলেজ ভর্তি পরীক্ষার মানবন্টন
- ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ১০০ নম্বরের ভিত্তিতে ।
- পরীক্ষার প্রশ্ন হবে MCQ পদ্ধতিতে। ১০০ টি MCQ থাকবে। প্রতিটি প্রশ্নের মান হবে ১। পরীক্ষায় কোন নেগেটিভ মার্কিং নেই।
- পরীক্ষার সময় – ১ ঘন্টা।
- পরীক্ষায় পাশ নম্বর- ৪০ নম্বর।
- জিপিএ নম্বর (এসএসসি +এইচএসএসি)- ২০ নম্বর।
- পরীক্ষার কেন্দ্র ঢাকা বিশ্ববিদ্যালয় ও এর আশপাশ কলেজ।
ভর্তি পরীক্ষার বিষয় ভিত্তিক মানবন্টন
বানিজ্য ইউনিট
পরীক্ষা অনুষ্ঠিত হবে ১০০ নম্বরে। তার মধ্যে,
- বাংলা- ২০
- ইংরেজি- ২০
- হিসাববিজ্ঞা- ২০
- ব্যবসায় শিক্ষ- ২০
- মাকেটিং/ ফিন্যান্স এন্ড ব্যাংকিং (যে কোন একটি))- ২০
মানবিক ইউনিট
পরীক্ষা অনুষ্ঠিত হবে ১০০ নম্বরে। তার মধ্যে,
বাংলা- ২৫
ইংরেজি- ২৫
সাধারণ জ্ঞান- ৫০
বিশ্ববিদ্যালয় ভর্তির সহায়ক পিডিএফ বই পেতে |
বিজ্ঞান ইউনিট
যে সকল ভর্তিচ্ছু শিক্ষার্থী মাধ্যমিক বা সমমান পর্যায়ে পদার্থ, রসায়ন, গণিত ও জীবজ্ঞিজ্ঞান বিষয়ে অধ্যয়ন করেছে তারা এ সকল বিষয়ে পরীক্ষা দিবে। তবে, কোন শিক্ষার্থী চাইলে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পর্যায়ের ৪র্থ বিষয়ের পরিবর্তে বাংলা বা ইংরেজি যে কোন একটি বিষয়ে পরীক্ষার উত্তর দিতে পারবে। প্রতিটি বিষয়ের জন্য ২৫ নম্বর বরাদ্দ।
ঢাবি ৭ কলেজ ভর্তি আবেদন পদ্ধতি
সাত কলেজ ভর্তির নোটিশ প্রকাশের পর আবেদন পদ্ধতি জানানো হবে।
আমাদের পিডিএফ বই কালেকশান গুলো পেতে |
ঢাকা বিশ্ববিদ্যালয় ও সাত কলেজের সার্টিফিকেটের মধ্যে পার্থক্য কি?
আগে রাজধানীর এই সাতটি কলেজ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীভুক্ত ছিলো । তখন এই সাত কলেজের শিক্ষার্থীরা জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে সার্টিফিকেট পেতো। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হওয়ার পর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সার্টিফিকেট পায়। তবে, সার্টিফিকেটে শিক্ষার্থীদের স্ব স্ব কলেজ এবং বিভাগের নাম স্পষ্টভাবে উল্লেখ থাকে।
One Comment