জয়পুরহাট জেলার সকল তথ্য (যে কোন পরীক্ষার জন্য)

জয়পুরহাট জেলা পরিচিতি

জয়পুরহাট জেলা পরিচিতি

জয়পুরহাট জেলা কোন নদীর তীরে অবস্থিতঃ নবগঙ্গা ও হারাবতী ।

জয়পুরহাট জেলা প্রতিষ্ঠা হয় কবেঃ ১৯৮৪ খ্রিস্টাব্দে।

জয়পুরহাট জেলাট আয়তন কতঃ ৯৬৫.৪৪ বর্গ কিলোমিটার

জয়পুরহাট জেলার সীমানাঃ উত্তরে গাইবান্ধা ও দিনাজপুর জেলা এবং ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য: দক্ষিণে বগুড়া ও নওগাঁ জেলা: পূর্বে বগুড়া ও গাইবান্ধা জেলা এবং পশ্চিমে নওগাঁ জেলা ও ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য।

জয়পুরহাট জেলার ভৌগোলিক অবস্থানঃ ২৫°১০´ উত্তর অক্ষাংশ এবং ৮৯°১০´ পূর্ব দ্রাঘিমাংশ। সর্বোচ্চ ৩৪.৬° সেলসিয়াস ও সর্বনিম্ন ১১.৯° সেলসিয়াস।

জয়পুরহাট জেলার বার্ষিক গড় তাপমাত্রা কতঃ সর্বোচ্চ ৩৪.৬° সেলসিয়াস ও সর্বনিম্ন ১১.৯° সেলসিয়াস।

জয়পুরহাট জেলার বার্ষিক গড় বৃষ্টিপাত কতঃ ১,৬১০ মিলিমিটার।

জয়পুরহাট জেলার উপজেলা কতটিঃ ৫টি; জয়পুরহাট সদর, পাঁচবিবি, আক্কেলপুর, কালাই ও ক্ষেতলাল।

জয়পুরহাট জেলার থানাঃ ৫টি

জয়পুরহাট জেলার পৌরসভা কতটিঃ ৫টি: জয়পুরহাট, পাঁচবিবি, আক্কেলপুর, কালাই ও নাগেশ্বরী।

জয়পুরহাট জেলার ইউনিয়ন কতটিঃ ৩২টি।

জয়পুরহাট জেলার পোস্ট কোড কতঃ ৫৯০০

জয়পুরহাট জেলার এন ডব্লিউ ডি কোড কতঃ ০৫৭১

ঢাকা থেকে জয়পুরহাট জেলার দূরত্বঃ সড়ক পথে ২৮০ কি. মি. ও রেলপথে ৪৪১ কি.মি.।

জয়পুরহাট জেলার জনসংখ্যাঃ ৯,১৩, ৭৬৮ জন (২০১১ খ্রিস্টাব্দের আদমশুমারী অনুযায়ী)।

জয়পুরহাট জেলার জনসংখ্যার ঘনত্বঃ ৯০৬ জন (প্রতি বর্গ কি: মি)।

জয়পুরহাট জেলার জনসংখ্যা বৃদ্ধির হার কতঃ ০.৭৫%

জয়পুরহাট জেলার শিক্ষার হার কতঃ ৫৭.৫%

জয়পুরহাট জেলার উপজাতিঃ সাঁওতাল, ওরাঁও, মুণ্ডা, মহালী, মোহান্ত, রবিদাস, রাজবংশী প্রভৃতি

জয়পুরহাট জেলার প্রধান ফসলঃ ধান, পাট, আখ, আলু, ভুট্টা, শাকসবজি প্রভৃতি।

জয়পুরহাট জেলার প্রধান নদীঃ ছোট যমুনা, তুলসীগঙ্গা, নবগঙ্গা, নাগর, চিরি, হারামতি, শ্রী প্রভৃতি।

জয়পুরহাট জেলার খনিজ সম্পদঃ চুনাপাথর ও কয়লা (জামালগঞ্জ এলাকায় চুনাপাথর খনি)।

জয়পুরহাট জেলার পত্র-পত্রিকাঃ দৈনিক নবান্ন, দৈনিক উত্তর সীমান্ত, সাপ্তাহিক চেতনা ইত্যাদি ।

জেলা প্রশাসক: আপডেট তথ্য জেনে নিবেন।

 

জয়পুরহাট জেলার নামকরণ

প্রাচীন বাংলার মৌর্য ও গুপ্ত বংশের রাজা জয়পালের নামানুসারে এই এলাকার নামকরণ করা হয় জয়পুরহাট।

 

জয়পুরহাট জেলার দর্শনীয় স্থান

পাঁচবিবি উপজেলার প্রাচীন সভ্যতার লীলাভূমি পাথরঘাটা, নিমাই পীরের মাজার, পশ্চিম কড়িয়া গ্রামে লাকমা রাজবাড়ি, ক্ষেতলাল উপজেলার হিন্দা গ্রামে হিন্দা কসবা শাহী মসজিদ, মামুদপুর ইউনিয়নের আছরাঙ্গা দীঘি, জয়পুরহাট সদর উপজেলার বেল আমলা বারশিবালয় (শিব মন্দির), পাগলা দেওয়ান বন্ধভূমি, মঙ্গলবাড়ির ভীমের পান্টি, শিশু উদ্যান, বাস্তবপুরী, আক্কেলপুর উপজেলার গোপীনাথপুর মন্দির, কালাই উপজেলার পুনট ইউনিয়নের নান্দাইল দীঘি প্রভৃতি।

 

জয়পুরহাট জেলার পুরাকীর্তি

প্রাচীন সভ্যতার লীলাভূমি পাথরঘাটা: জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলা সদর হতে ৫ কিঃ মিঃ পূর্বে তুলসীগঙ্গা নদীর পশ্চিম পার্শ্বে প্রাচীন সভ্যতার ধ্বংসাবশেষপূর্ণ এলাকার নাম পাথরঘাটা। প্রায় ১০ কিঃ মিঃ এলাকা জুড়ে অসংখ্য প্রাচীন কীর্তির মধ্যে মৃৎপাত্রের ভগ্নাংশে খোদাই করা শীলালিপি ও বিশাল গ্রানাইট পাথরের খণ্ডাংশের জন্যই সম্ভবত এলাকাটি পাথরঘাটা বলে পরিচিত। পাথরঘাটার মূল কেন্দ্রের পাশে প্রাচীনকালের চারপাড় বাঁধানো একটি অগভীর জলাশয় আছে। পাথরঘাটা স্থানীয়ভাবে মহীপুর নামেও পরিচিত। পাল বংশীয় রাজা প্রথম মহীপাল (৯৮৮-১০৮৩) এর নামানুসারে স্থানটির নাম মহীপুর হয়েছে বলে কিংবদন্তী চালু আছে।

এছাড়াও রয়েছে পাঁচবিবি উপজেলার পশ্চিম কড়িয়া গ্রামে লাকমা রাজবাড়ি, ক্ষেতলাল উপজেলার হিন্দা গ্রামে হিন্দা কসবা শাহী মসজিদ, জয়পুরহাট সদর উপজেলার বেল, আমলা বারশিবালয় (শিব মন্দির), মঙ্গলবাড়ির ভীমের পান্টি, আক্কেলপুর উপজেলার গোপীনাথপুর মন্দির প্রভৃতি।

 

জয়পুরহাট জেলার বিখ্যাত ব্যক্তিত্ব

  • কবি আতাউর রহমান।
  • শাহ নজরতল ইসলাম।
  • মোবারক আলী ।
  • মশিউর রহমান।
  • কণ্ঠ শিল্পী খুরশীদ আলম
  • কাজী রেজাউল করিম
  • ফাতেমা তুজ জোহরা ।
  • দিলরুবা খানম প্রমুখ।

 

জয়পুরহাট জেলার বিশিষ্ট মুক্তিযোদ্ধা

  • মোঃ দুদু মিয়া।
  • মোঃ আতাউর রহমান দেওয়ান।
  • মৃত তোজাম্মেল হোসেন।
  • শ্রী বিরেন্দ্রনাথ প্রামানিক।
  • শ্রী অনিল চন্দ্র দাস।
  • আঃ খালেক।
  • আজিজুর রহমান।
  • মজিবর রহমান।
  • মোঃ মামুনুর রশীদ।
  • তাজাম্মেল হক।
  • আব্দুর রহিম শাহ।
  • নুরুল ইসলাম প্রমুখ।

 

জয়পুরহাট জেলার কুখ্যাত রাজাকার

আব্দুল আলীম; আদালত কর্তৃক যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত হয়ে সাজাভোগকালীন ২০১৪ সালের  ৩০ আগস্ট চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

জয়পুরহাট জেলা সম্পর্কিত অন্যান্যঃ জেলায় সুগার মিল ১টি (জয়পুরহাট সুগার মিল)।

 

জয়পুরহাট জেলার সংসদীয় আসন

জয়পুরহাট জেলার সংসদীয় আসন কয়টি- ২টি।

জয়পুরহাট-,১জয়পুরহাট সদর পাঁচবিবি উপজেলা।

জয়পুরহাট-২,কালাই, ক্ষেতলাল আক্কেলপুর উপজেলা।

 

######

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button