জবিতে জুলাই বিপ্লব ও বৈষম্যহীন বাংলাদেশ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) মার্কেটিং বিভাগের আয়োজনে `মনে রেখো জুলাই—ভুলে যেও না’ প্রতিপাদ্যকে সামনে রেখে `জুলাই বিপ্লব ২০২৪ ও বৈষম্যহীন বাংলাদেশ: সুযোগ, সমস্যা ও উত্তরণ’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুরে মার্কেটিং বিভাগে ৫১৩নং কক্ষে সেমিনারটির আয়োজন করা হয়।বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. ইমরানুল হক সেমিনারটিতে আলোচক হিসেবে অংশ নেন বিভাগের অনান্য শিক্ষকবৃন্দ।

সেমিনারে বিশেষ গুরুত্ব বহন করে জুলাই বিপ্লবের প্রত্যক্ষ ভুক্তভোগীদের উপস্থিতি । সেমিনারের অংশ নেন জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ বিভাগের শিক্ষার্থী অনিক কুমার দাস ও জুলাই আন্দোলনে গ্রেপ্তার হওয়া শিক্ষার্থীরা।

সেমিনারের প্রথমে আন্দোলনে নিহত ও আহতদের প্রতি শ্রদ্ধা জানাতে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের ইমাম শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করেন। তিনি আহতদের দ্রুত সুস্থতা এবং বৈষম্যহীন ভবিষ্যতের জন্য প্রার্থনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button