খুলনা বিভাগের সকল তথ্য (যে কোন পরিক্ষার জন্য)

খুলনা বিভাগ পরিচিতি

খুলনা বিভাগ পরিচিতি

 

খুলনা বিভাগ প্রতিষ্ঠার পটভূমি: ১৮৪২ খ্রিস্টাব্দে বেঙ্গলের প্রেসিডেন্সি বিভাগের প্রথম মহকুমা খুলনায় স্থাপিত হয়। ১৮৮২ খ্রিস্টাব্দের ২৫ এপ্রিল যশোর জেলা হতে খুলনা জেলার আত্মপ্রকাশ ঘটে। ১৯৬০ খ্রিস্টাব্দে রাজশাহী বিভাগের খুলনা, কুষ্টিয়া, যশোর এবং ঢাকা বিভাগের বরিশাল জেলা কর্তন করে খুলনা বিভাগ গঠন করা হয়। ১৯৬০ খ্রিস্টাব্দের ১ অক্টোবর প্রথম বিভাগীয় কমিশনার হিসেবে জনাব এম মঞ্জুর-ই-ইলাহি যোগদান করেন। বয়রায় বিভাগীয় কমিশনারের সেক্রেটারিয়েট স্থাপিত না হওয়া পর্যন্ত খুলনা সার্কিট হাউজের দক্ষিণ পাশে অবস্থিত খুলনা পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান কুমুদ রঞ্জন ঘোষের বাড়িতে বিভাগীয় অফিসের কার্যক্রম পরিচালিত হত। ১৯৮৪ খ্রিস্টাব্দে খুলনা বিভাগের জেলার সংখ্যা ছিল ১৬টি। পরবর্তীতে খুলনা বিভাগ হতে ৬টি জেলা নিয়ে বরিশাল বিভাগ গঠিত হওয়ায় বর্তমানে খুলনা বিভাগের জেলার সংখ্যা ১০টি। বাংলাদেশের মানচিত্রে দক্ষিণ-পশ্চিম অঞ্চলে খুলনা বিভাগের অবস্থান।

এক নজরে খুলনা বিভাগ

খুলনার পুরাতন নাম কিঃ জাহানাবাদ ।

খুলনা বিভাগ প্রতিষ্ঠিত হয় কবেঃ ১৯৬০ খ্রিস্টাব্দে।

খুলনা মহকুমা প্রতিষ্ঠিত হয় কবেঃ ১৮৪২ খ্রিস্টাব্দে

খুলনা বিভাগের আয়তনঃ ২২,২৮৬ বর্গ কিলোমিটার।

খুলনা বিভাগের সীমানাঃপশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য, উত্তরে রাজশাহী বিভাগ, পূর্বে ঢাকা ও বরিশাল বিভাগ এবং দক্ষিণে বঙ্গোপসাগর।

খুলনা বিভাগের ভৌগোলিক অবস্থানঃ ২১°৪০’ হতে ২৪°১২′ উত্তর অক্ষাংশ এবং ৮৮°৩৪ হতে ৮৯°৫৭′ পূর্ব দ্রাঘিমাংশ।

খুলনা বিভাগে সিটি কর্পোরেশন কতটিঃ ১টি; খুলনা সিটি কর্পোরেশন।

খুলনা বিভাগে জেলা কতটিঃ ১০টি।

খুলনা বিভাগে উপজেলা কতটিঃ ৫৯টি।

খুলনা বিভাগে পৌরসভা কতোটিঃ ৩৬টি।

খুলনা বিভাগে ইউনিয়ন কতটিঃ ৫৭৪টি

খুলনা বিভাগে সংসদীয় আসন কতটিঃ ৩৬টি।

খুলনা বিভাগে জনসংখ্যা কতঃ ১,৫৬,৮৭,৭৫৯ জন (২০১১ খ্রিস্টাব্দের আদমশুমারী অনুযায়ী)।

খুলনা বিভাগে জনসংখ্যা বৃদ্ধির হার কতঃ ০.৬৪%

খুলন বিভাগের বিভাগীয় কমিশনারঃ আপডেট জেনে নিবেন।

খুলনা বিভাগে জেলা কয়টি ও কি কি:
১. খুলনা
২.বাগেরহাট
৩. সাতক্ষীরা
৪. যশোর
৫. ঝিনাইদহ
৬. মাগুরা
৭. মেহেরপুর
৮. চুয়াডাঙ্গা
৯. কুষ্টিয়া ও
১০.নড়াইল ।

খুলনা বিভাগে আয়তনে বড় জেলা – খুলনা ।

খুলনা বিভাগে আয়তনে ছোট জেলা -মেহেরপুর।

খুলনা বিভাগে জনসংখ্যায়  বড় জেলা –যশোর।

খুলনা বিভাগে জনসংখ্যায় ছোট জেলা- মেহেরপুর।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button