এসএসসি’র ফল চলতি মাসে
চলতি মাসে এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে বলে জানা গেছে। আন্ত:শিক্ষা সমন্বয় বোর্ড এ লক্ষ্যেই কাজ করছে।
এসএসসি পরীক্ষা শেষ হওয়ার ৩০ দিনের মধ্যে ফলাফল প্রকাশ করার কথা বলা হলেও নানা কারণে সেটি সম্ভব হচ্ছেনা। তবে, চলতি মাসের মধ্যেই ফলাফল প্রকাশ করা হবে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ২৩ নভেম্বর শেষ হয়েছে এসএসসি ও সমমান পরীক্ষা। পরীক্ষা শেষ হওয়ার পরে পরীক্ষার খাতা সংশ্লিষ্ট পরীক্ষক বরাবর পাঠানো হয়েছে। তারা খাতা দেখে নম্বরগুলো বোর্ডে জমা দিয়েছে। তবে, নম্বরগুলো সফটওয়্যারে ইনপুট করার কাজ চলছে। চলতি মাসের মধ্য ফলাফল প্রকাশ করা হবে।
এ বিষয়ে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক নেহাল আহমেদ জানান, এসএসসির ফল প্রস্তুতের কাজ চলছে। আশা করি চলতি মাসের মধ্যে ফলাফল প্রকাশ করতে পারবো।