একাদশ শ্রেণিতে ভর্তির জন্য যেসব কাগজপত্র প্রয়োজন | কলেজ ভর্তির কাগজপত্র ২০২৩
একাদশ শ্রেণিতে ভর্তি ২০২৩
২০২২-২৩ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে বিভিন্ন কলেজের আবেদন শুরু হয়েছে। এ আবেদন শুরু হয় ৮ ডিসেম্বর ২০২২। আবেদন পর্ব শেষ হবে ১৮ জানুয়ারি ২০২২। এর মধ্যে মোট তিনটি ধাপে শিক্ষার্থী ভর্তি করা হবে। ১ম ধাপে যেসব শিক্ষার্থী ভর্তির সুযোগ না পাবে তারা ২য় ধাপে আবেদন করতে পারবে। এভাবে ৩য় ধাপে শিক্ষার্থীরা আবেদন করে কলেজে ভর্তি হতে হবে। আবেদন করতে ১৫০ টাকা ফি লাগবে। একজন শিক্ষার্থী সর্বোচ্চ ১০টি কলেজ, সর্বনিম্ন ৫টি কলেজ চয়েজ দিতে পারবে। আগামী পহেলা ফেব্রুয়ারি থেকে ক্লাস শুরু হবে।
কলেজ ভর্তির জন্য কি কি কাগজ লাগবে
কলেজে ভর্তি হওয়ার আগে একজন শিক্ষার্থীর কি কি কাগজ লাগবে তা আগে থেকে জানা থাকা লাগবে। যদি একজন শিক্ষার্থী কলেজে ভর্তি হতে কি কি কাগজ লাগবে তা না জানে তাহলে কলেজে ভর্তি হওয়া অনেক কষ্টসাধ্য হয়ে যাবে। কারণ, কলেজে ভর্তি হতে এমন অনেক কাজগপত্র লাগে যা আগে কখনও প্রয়োজন হয়নি। তাই, এসব কাগজপত্র আগে থেকে সংগ্রহ করে সাথে রাখতে হবে। আজকের এ পোস্টে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য যা যা কাগজপত্র লাগবে তা নিয়ে বিস্তারিত আলোচনা করবো।
কলেজে ভর্তির জন্য যেসকল কাগজ লাগবে
একাদশ শ্রেণিতে ভর্তির জন্য কলেজগুলোকে মোট ৩টি ভাগে ভাগ করা যায়। যেমন-
- সাধারণ কলেজ।
- ক্যান্টনমেন্ট কলেজ।
- মিশনারী কলেজ।
সাধারণ কলেজ
- এসএসসি বা সমমান পরীক্ষার মূল প্রবেশপত্র এবং এর ফটোকপি।
- স্কুল থেকে পাওয়া প্রশংসাপত্রের মূলকপি ও ফটোকপি।
- যদি কোট থাকে তাহলে কোটা সনদ।
- মাইগ্রেশন করলে মাইগ্রেশন কার্ড এর ফটোকপি, এসএসসি মার্কশিট এবং এর ফটোকপি।
- প্রার্থীর ২ থেকে ৪ কপি পাসপোর্ট এবং স্ট্যাম্প সাইজ ছবি।
- পিতা-মাতার ২ কপি স্ট্যাম্প সাইজ ও পাসপোর্ট সাইজ ছবি।
- ভর্তির ফি জমা দিতে হবে। জমা দেওয়ার পর রশিদ জমা দিতে হবে।
- ভর্তি নিশ্চয়ন শীট জমা দিতে হবে।
ক্যান্টনমেন্ট কলেজ
- এসএসসি বা সমমান পরীক্ষার মূল প্রবেশপত্র এবং এর ফটোকপি।
- স্কুল থেকে পাওয়া প্রশংসাপত্রের মূলকপি ও ফটোকপি।
- যদি কোট থাকে তাহলে কোটা সনদ।
- মাইগ্রেশন করলে মাইগ্রেশন কার্ড এর ফটোকপি, এসএসসি মার্কশিট এবং এর ফটোকপি।
- প্রার্থীর ২ থেকে ৪ কপি পাসপোর্ট এবং স্ট্যাম্প সাইজ ছবি।
- পিতা-মাতার ২ কপি স্ট্যাম্প সাইজ ও পাসপোর্ট সাইজ ছবি।
- ভর্তির ফি জমা দিতে হবে। জমা দেওয়ার পর রশিদ জমা দিতে হবে।
- ভর্তি নিশ্চয়ন শীট জমা দিতে হবে।
মিশনারী কলেজ
- ভর্তি পরীক্ষার প্রবেশ পত্র।
- এসএসসি বা সমমান পরীক্ষার মূল প্রবেশপত্র এবং এর ফটোকপি।
- স্কুল থেকে পাওয়া প্রশংসাপত্রের মূলকপি ও ফটোকপি।
- প্রার্থীর ২ থেকে ৪ কপি পাসপোর্ট এবং স্ট্যাম্প সাইজ ছবি।
- পিতা-মাতার ২ কপি স্ট্যাম্প সাইজ ও পাসপোর্ট সাইজ ছবি।
- ভর্তির ফি জমা দিতে হবে। জমা দেওয়ার পর রশিদ জমা দিতে হবে।
- ভর্তি নিশ্চয়ন শীট জমা দিতে হবে।
- মিশনারী কলেজ গুলোর নিজ নিজ ওয়েব সাইটের আবেদন ফরম পূর্ণ করে জমা দিতে হবে।
######