একাদশের শিক্ষার্থীদের নতুন যে নির্দেশনা দিল শিক্ষা বোর্ড

একাদশের শিক্ষার্থীদের নতুন যে নির্দেশনা

একাদশের শিক্ষার্থীদের নতুন যে নির্দেশনা দিল শিক্ষা বোর্ড

 

চলতি শিক্ষাবর্ষে ২০২১-২২ শিক্ষাবর্ষে একাদশে ভর্তিকৃত শিক্ষার্থীদের বিশেষ নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা। নির্দেশনা অনুযায়ী, শিক্ষার্থীদের বিষয়, বিভাগ, ভর্তি বাতিল, শিফট ভার্সন ও ছবি পরিবর্তন শুরু হবে ৮ জুন, বুধবার। ৩০ জুন পর্যন্ত এই কার্যক্রম চলবে। যা করতে হবে অনলাইনে।

কলেজ কর্তৃপক্ষকে যা করতে হবে:

 

শিক্ষার্থীরা কলেজে চাহিদা অনুযায়ী আবেদন করবেন। আর কলেজ কর্তৃপক্ষ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে গিয়ে লগইন করে ওই শিক্ষার্থীর চাহিদা অনুযায়ী সংশোধন করবে। এরপর শিক্ষার্থীদের কাছ থেকে ফি জমা নিবেন। সেই ফি সোনালী সেবার মাধ্যমে জমা দিয়ে দিবেন। এরপর বোর্ড থেকে সংশোধনী কার্যকরা করা হবে। তারপর কলেজ কর্তৃপক্ষ সংশোধিত তথ্যাবলী অনলাইনে দেখতে পারবেন। এজন্য শিক্ষার্থীদের শিক্ষা বোর্ডে যোগাযোগ করার কোনো দরকার পড়বে না।

 

বোর্ডের নির্ধারিত ফি সমূহ

 

  • প্রতি বিষয় পরিবর্তনের জন্য ২০০ টাকা দিতে হবে শিক্ষার্থীদের।
  • বিভাগ পরিবর্তনের জন্য দিতে হবে ৮০০ টাকা।
  • ভর্তি বাতিল করতে চাইলে দিতে হবে ৬০০ টাকা।

 

তবে, ভার্সন, শিফট, ছবি পরিবর্তন করতে এবং চতুর্থ বিষয় বাতিল করতে কোনো ধরণের ফি দিতে হবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button